ওয়েব ডেভেলপমেন্ট [পর্ব-০7] : আজকে আমরা CSS-3 সর্ম্পকে বাকি ধারনা নিব – সর্ম্পূন কোর্সটি টেকটিউনস হবে

Module 7

আজকে রিলিজ হচ্ছে CSS3 মডিউল (মডিউল 7)

#module_release #landing_page_milestone #module_7

এই মডিউল এ মোট দশটা ভিডিও আছে। প্রথমেই visibility আর overflow এবং বিভিন্ন ধরনের images(svg, png, jpg) নিয়ে কথা হয়েছে। তারপর ওয়েবসাইট এ আইকন কিভাবে font awesome দিয়ে ইউজ করবে সেটা দেখানো হয়েছে। তারপর কথা হয়েছে css3 এর স্পেশাল কিছু জিনিস যেমন transform, transition, নিয়ে কিছু জিনিস। এরপর সিম্পল একটা ক্রিকেট ব্যাট আর বল দিয়ে একটা ছোট একটা transition দেখানো হয়েছে। এরপর আসছে CSS3 এর নতুন animation নিয়ে প্রাথমিক আলোচনা। আজকে হালকা করে CSS3 এইটা নিয়ে আগামীকালও কথা হবে।

 .

 

বেশি শেখার চাইতে ভালো করে শিখো

তুমি অনেক অনেক ট্যাগ শিখতে পারো। অনেক অনেক স্টাইল রুল শিখতে পারো। তবে সেগুলা যদি জায়গামতো এপ্লাই করতে না পারো তাহলে এতো শিখে তেমন লাভ হবে না। তাই আমি বলি- মোস্ট ইম্পরট্যান্ট ট্যাগ এবং স্টাইল রুল গুলা শিখো। সেগুলা বারবার এপ্লাই করার চেষ্টা করো। কি করলে কি হচ্ছে সেটা বুঝার চেষ্টা করো। তার বাইরে কিছু দরকার হলে গুগলে সার্চ দিয়ে খুঁজে বের করতে পারবে সেই জিনিস প্রাকটিস করো। তাহলে তোমার জন্য লাইফ অনেক ইজি হবে।

 .

শেখার সময় এই তিনটা কাজ করবে

১. ভালো করে প্রাকটিস করবে। এবং ছোট করে নোটস নিবে। কি দিয়ে কি হচ্ছে সেই জিনিসটা খেয়াল করবে

২. একটা ভিডিও এর কনটেন্ট প্রাকটিস করার পর উল্টা সাইড থেকেও চিন্তা করতে হবে। কি করলে কি হয় সেটা তো দেখতেছোই। কোড প্রাকটিস করার সময়। আর প্রাকটিস শেষ হয়ে যাওয়ার পর ওয়েবসাইট এর দিকে তাকিয়ে তাকিয়ে চিন্তা করবে। আচ্ছা এই জিনিস ইউজ করতে এই স্টাইল রুল লাগে। ঐটা দিছি বলেই এমন হইছে। বা এমনটা করতে হলে ওই জিনিস ইউজ করতে হবে। আচ্ছা। আচ্ছা। এমনকি পুরা মডিউল ফিনিশ হওয়ার পরেও সবগুলা ওয়েব পেইজ একটার পর একটা ওপেন করে করে উল্টা দিক থেকে চিন্তা করবে। ধরার চেষ্টা করবে। ওয়েবসাইট এ কেমন দেখানোর জন্য কি কি স্টাইল রুল ইউজ করতে হয়। সেই এঙ্গেল থেকে চিন্তা করার চেষ্টা করবে

৩. সব মনে রাখতেই হয়ে এমন কোন কথা নাই। তবে কি কি করা যায়। এবং সেটা করার জিনিস গুগলে খুঁজে বের করতে হলে কি দিয়ে সার্চ দিতে হয়। সেই জিনিসটা অন্তত বুঝতে হবে। জানতে হবে। প্রাকটিস করতে হবে।

 

 

হ্যাপি CSS3।

 

 

FIRST PART

 

SCOND PART

 

Visit Our Website: https://pabnaitsolutioncenter.com

Batch -1 Group Link: https://www.facebook.com/groups/1254155765532672

Fb Page Link: https://www.facebook.com/pabnaitsolutioncenterbd

blog Website: https://pabnaitsolutioncenterbd.blogspot.com

Business Email: [email protected]

#css3 #css3tutorial #css3position #csspseudo #cssboxmodel #webdesigner #freelancing #webdevelopment #onlinecourse

Level 1

আমি সিজান খান। Admin, Pabna IT Solution Cener, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস