ওয়েব ডেভেলপমেন্ট [পর্ব-04-5] : আজকে তোমার রিভিশনের মাধ্যেমে HEALTHY ওয়েব সাইট তৈরি করে ফেলো – সর্ম্পূন কোর্সটি টেকটিউনস হবে

আজকে রিভিশন/প্রাকটিস/কনসেপ্ট ক্লিয়ার করার দিন

#module_release #portfolio_milestone #module4_5

গত চারদিন ধরে যে যে জিনিসগুলো শিখছো সেগুলো ভালো করে বুঝে নেয়ার দিন। নিজের মতো কিছু একটা বানানোর দিন। আগের জিনিসগুলো প্রাকটিস করার দিন। এবং এসাইনমেন্ট এর জন্য নিজেকে রেডি করে নেয়ার দিন আজকে। তাই আজকের দিনটাকে তিনটা ভাগে ভাগ করতে হবে। এক, আগের তিনটা মডিউল এর আউটলাইন দেখো। সেখানে যে যে টপিক এর নাম দেখে তুমি চিন্তা করার চেষ্টা করো যে এইটা কি জিনিস। এইটা দিয়ে কি করে। যদি খেয়াল করতে না পারো তাহলে তুমি প্রতিদিনের সামারি যে যে গুগল ডক আছে সেটা দেখো। তারপর ক্লিয়ার না হলে আমাদের ভিডিও দেখো। তবে রিভিশন দেয়ার চেষ্টা করো। দুই, সেকেন্ড কাজ করবে, যে যে টপিক ক্লিয়ার হবে না সেগুলা আবার গুগলে সার্চ দিয়ে দেখো। কোন কিছু মুখস্ত করতে যেও না। বরং বুঝার চেষ্টা করো। আর কোন কিছু মাথায় থাকলে সেটা গুগলে সার্চ দিয়ে বের করতে পারো। ইউটিউবে বের করে ফেলতে পারো সেই চেষ্টা করবে। তাই এই মাইলস্টোন এর কিছু টপিক গুগল, ইউটিউবে সার্চ দিয়ে বের করে দেখবে। .

প্রাকটিস চ্যালেঞ্জ:

আমি একটা প্রাকটিস চ্যালেঞ্জ দিয়ে দিয়েছি। সেটার মতো করে না হলে কাছাকাছি কিছু একটা করার চেষ্টা করো। নিজের মতো করে কিছুটা হলেও চেইঞ্জ করে করবে। তোমার মতো করে। তাহলে তোমার মেইন শেখা হবে। এইটার সাথে সাথে আরেকটা চ্যালেঞ্জ নাও। চ্যালেঞ্জ হচ্ছে, তুমি আর যাই ই করো। আমাদের ভিডিও না দেখে করতে পারো কিনা সেই চ্যালেঞ্জ নাও। আটকে গেলে গুগলে সার্চ দিতে পারো। তবে আমাদের ভিডিও না দেখে করতে পারো কিনা সেটা দেখো। যদি নিজে নিজে এবং গুগলের সার্চ নিয়ে করতে পারো তাহলে তোমার শেখা পরিপূর্ন হবে। তবে একদম আটকে গেলে তখন টুক করে একটু ভিডিও দেখে আবার নিজে নিজে করা শুরু করে দিবে। .

কনফিউজড হওয়া ভালো:

এই কাজটা করতে গেলে তুমি পদে পদে আটকে যাবে। কনফিউজড হবে। ভিডিওতে কি জানি দেখছিলা। কি জানি দেখছিলা মনে হবে। সেই কনফিউশন, সেই আটকে যাওয়াটাই তোমার মেইন শেখা। আটকে গেলে তুমি নিজেকে ফোর্স করবে চিন্তা করতে। তুমি নিজেকে ভাবতে বাধ্য করবে। যেই জিনিস কাজ হয়ে যাওয়ার কথা। সেটা কাজ হবে না। কিছু ফ্রাসটেশন আসবে। এইটা লার্নিং প্রসেসের একটা গুরুত্বপূর্ন অংশ। তাই হুট্ করে কারো কাছ থেকে হেল্প নিয়ে নেয়ার আগে নিজে নিজে এই জিনিসগুলো এক্সপেরিয়েন্স করা অনেক গুরুত্বপূর্ণ। আর একদম না পারলে আমাদের গ্রূপ এ হেল্প টিউন তো দিতেই পারবে। .

এসাইনমেন্ট আগামীকাল:

আজকের প্রাকটিস করার আরেকটা বড় কারণ হচ্ছে আগামীকাল এসাইনমেন্ট আসবে। আর এসাইনমেন্ট ৫০-৭০% মডিউল-4 এর ওয়েবসাইট এর সাথে মিল থাকবে। তাই আজকে ভালো করে প্রাকটিস করে থাকলে সামনের এসাইনমেন্ট করতে তোমার জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে। .

প্রাকটিস প্রজেক্ট শোঅফ:

আজকের প্রাকটিস ওয়েবসাইট আমাদের ওয়েবসাইট সাবমিট করা লাগবে না। এইটা জাস্ট তোমার প্রাকটিস এর জন্য। যাতে তুমি আগামীকাল এর এসাইনমেন্ট এর জন্য রেডি হও। তবে তুমি চাইলে তোমার বানানো প্রাকটিস ওয়েবসাইট তোমার ফেইসবুক, তোমার লিংকডইন বা তোমার অন্য কোন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারো। আর যদি এই গরূপে শেয়ার করতে চাও তাহলে এই টিউনের টিউমেন্ট হিসেবে শেয়ার করবে। নচেৎ তোমার টিউনের ভিড়ে যারা কোড করতে গিয়ে প্রবলেম ফেইস করতেছে তাদের টিউন হারিয়ে যেতে পারে। তাই তোমার প্রাকটিস ওয়েবসাইট ঠিক মতো বানানো হয়ে গেলে এই টিউনে টিউমেন্ট করে দিতে পারো। আর সাইট বানাতে গিয়ে যদি কোন প্রবলেম ফেইস করো সেটা গুছিয়ে সুন্দর করে প্রবলেম সম্পর্কে বিস্তারিত লিখে অবশ্যই গরূপে টিউন করে দিবে। .

যত প্রাকটিস তত ভালো ডেভেলপার।

 

Level 1

আমি সিজান খান। Admin, Pabna IT Solution Cener, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস