Module 1 HTML
ওয়েব ডেভেলপমেন্ট [পর্ব-০1] :
শুরু হয়ে গেলো ওয়েব ডেভেলপার হওয়ার মিশন। পারলে ঠেকা!
#module_release #portfolio_milestone #module_1
আজকের মডিউলটা হচ্ছে পোর্টফোলিও মাইলস্টোন এর প্রথম মডিউল। ইনফ্যাক্ট, আমাদের কোর্সের প্রথম মাইলস্টোন এর প্রথম মডিউল। সাধারণত পাঁচ-ছয়টা মডিউল নিয়ে একটা মাইলস্টোন বা একটা টার্গেট হয়। সেই হিসেবে এই মাইলস্টোন এ ছয়টা মডিউল আছে। অর্থাৎ পাঁচ দিন শিখবে। একদিন বাড়তি প্রাকটিস বা রিভিশন দিবে। আর সপ্তম দিন এসাইনমেন্ট করবে। কিছু বোনাস ভিডিও আসবে অষ্টম দিনে। এই মাইলস্টোন এ তুমি নিজে নিজে, তোমার ছবি দিয়ে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা সাইট বানাবে। ইয়েস, তুমি তুমি তুমি-ই বানাবে।
একদম html সম্পর্কে বা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে কিছুই জানে না তাদের জন্য তৈরি করা হইছে। এইখানে html এর কিছু ট্যাগ নিয়ে কথা বলা হইছে। যারা একদম নতুন তারা মিনিমাম ভিডিওগুলো দেখবে। সেগুলা প্রাকটিস করবে। আটকে গেলে প্রথমে নিজে নিজে চিন্তা করবে। দরকার হলে একই ভিডিও একাধিকবার দেখবে। এতে তোমার মস্তিষ্কে কন্সেপ্টগুলো আরো ভালোভাবে গেঁথে যাবে। তারপর গুগলে বা ইউটিউবে সেইম টপিক লিখে আরো কনটেন্ট খুঁজে বের করার চেষ্টা করবে। এরপরও বুঝতে না পারলে গ্রুপে গিয়ে স্ক্রল করে দেখ একই সমস্যা অন্য কারো হয়েছে কিনা, না পেলে তুমি তোমার সমস্যাটা ডিটেইলে লিখে একটা টিউন করে দিতে পারো।
লার্নিং চেইন:
আর তুমি যেহেতু শিখছো, তোমার বাড়তি একটা কাজ আছে। সেটা হচ্ছে- আজকে সারাদিনে কি কি শিখেছো সেটার সামারি দুই-তিন প্যারাগ্রাফ এ লিখতে হবে। যেমন ধরো- আজকে এইটা এইটা প্রথম শিখলাম। এইটা দিয়ে এই এই করে। তারপর এটা এটা। তারপর সেটা কোন নোটখাতায় বা গুগল ড্রাইভে, বা notion এ একটা ডক খুলে লিখে ফেলো। প্রত্যেকটা ফাইলের একটা একটা করে নাম হবে। web_day1 _html
পরের দিনের নাম হবে web_day2_css পরের দিনের ফাইলের নাম হবে web_day3_git। তাহলে তোমার লার্নিং এর একটা পথ তৈরি হবে। যেকোন সময় তুমি তোমার প্রগ্রেস দেখতে পারবে এবং কোন অবস্থাতেই এই লার্নিং এর ডেইলি চেইন ব্রেক করা যাবে না।
আসল কথা: ভিডিও দেখবো কিভাবে?
আমাদের ইউটিউব চ্যানেল এ সকল ভিডিও দেয়া হয়েছে এবং এই টিউনের নিচে একটি ইউটিউবের ভিডিও শেয়ার করা হবে। তুমি সেটি থেকে দেখে নিবা একদিন এ একটি ভিডিওর বেশি দেখবা না এতে তোমার লার্নিং স্কিল নষ্ট হতে পারে।
মডিউল রিলেটেড ফিডব্যাক:
আমি চেষ্টা করেছি ভিডিওটি একজন বিগিনার এর কথা মাথায় রেখে করতে। আর সব মডিউল এবং সব ভিডিও যে তুমি বুঝে ফেলতে পারলে- অবশ্যই ভালো। তবে কোন মডিউল এর ভিডিও দেখার সময় তোমার যদি মনে হয়- কি জানি বুঝি নাই। বা আরেকটু হইলে ভালো হতো। সেটার জন্য গরূপে আলাদা টিউন না দিয়ে, সেই মডিউল রিলেটেড টিউন এ টিউমেন্ট করে দিও। অর্থাৎ আজকের মডিউল এর ভিডিও নিয়ে কোন ফিডব্যাক থাকলে এই টিউন এর নিচে টিউমেন্ট করে দাও। তাহলে দরকার পড়লে আমি সেই মডিউল এ আরো কিছু ভিডিও রেকর্ড করে দিবো। কিংবা নতুন রেকর্ড করে বোনাস মডিউল যোগ করে দিবো।
তো শুরু হযাক, ওয়েব ডেভেলপার হওয়ার মিশন।
খেলা হবে!
যুক্ত হোন আমাদের ফেসবুক গ্রুপে ঃ https://www.facebook.com/groups/pabnaitsolutioncenterbd
Visit Our Website https://pabnaitsolutioncenter.com
Batch -1 Group Link: https://www.facebook.com/groups/1254155765532672
blog Website: https://pabnaitsolutioncenterbd.blogspot.com
Business Email: [email protected]
আমি সিজান খান। Admin, Pabna IT Solution Cener, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।