পেজ র্যাংক হচ্ছে লিঙ্ক বিশ্লেষন এলগরিদম যা Larry Page এর নামানুসারে রাখা হয়েছে এবং এটা ব্যবহার করে গুগল ইন্টারনেট সার্চ ইঞ্জিন, এটা একটা সংখ্যা যার মাধ্যমে বোঝা যায় যে হাইপারলিঙ্ক সেট করা ডকুমেন্ট, যেমন World Wide Web. এই সংখ্যা দ্বারা কোন উপাদান E যেটা পেজ র্যাংক(PageRank of E and denoted by PR(E) ) নির্ধারন করে।
একটি পেজ ইন্টারনেটে কত গুরুত্বপূর্ন তা পেজ র্যাংক দ্বারা নির্ধারন করে গুগল। গুগল এটা বুঝে যখন একটি পেজ অন্য একটি পেজের সাথে যুক্ত হয়, এটা অন্য পেজ দ্বারা সমর্থন দেওয়া বুঝায়। যত বেশী সমর্থন( এক্ষেত্রে লিঙ্ক বা ভোট) সেই পেজ তত বেশী গুরুত্বপূর্ন গুগলের কাছে। আরো একটা ব্যাপার আছে সেই পেজটি নিজের সাইটের সাথে মানে বিভিন্ন পোস্টের সাথে কতটা লিঙ্ক জেনরেট করেছে মানে ইন্টারনাল লিঙ্ক আছে সেই পেজের সাথে। গুগল যে সাইটের যত লিঙ্ক ইন্টারনেটের বিভিন্ন সাইটে পাবে তাকে তত বেশী গুরুত্ব দেবে। প্রতিটা সমর্থন গুনে দেখে গুগল যখন পেজ র্যঙ্ক দেয়।
এটা আরো গুরুত্বপূর্ন কারন এটা সার্চ ইঞ্জিনে খুব প্রভাব ফেলে। যে সাইটের যত বেশি পেজ র্যাঙ্ক তার দাম গুগলের কছে তত বেশি। তবে এটাই শেষ কথা নয় যে গুগলের কাছে পেজ র্যাংকটাই সবকিছু, এটা একটা সাইটের মান নির্ধারনে গুরুত্বপূর্ন বিষয় মাত্র।
ভালো থাকবেন সবাই।
বিঃদ্রঃ লেখাটি আগে আমার ব্লগে প্রকাশিত। ওয়ার্ডপ্রেস নিয়ে সকল টিউটোরিয়াল দেখতে ঘুরে আসতে পারেন আমার ব্লগ থেকে।
আমি Liton-Online.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ওয়েবের উপরে কাজ করছি, সাথে টুকটাক ব্লগিং করি। http://www.liton-online.com সাইটের এডমিন আমি। আপনাদের সাহায্য কামনা করছি। ফেসবুকে আমি https://www.facebook.com/litonice09
ধন্যবাদ