পেজ র‍্যাংক কি?

পেজ র‍্যাংক হচ্ছে লিঙ্ক বিশ্লেষন এলগরিদম যা Larry Page এর নামানুসারে রাখা হয়েছে এবং এটা ব্যবহার করে গুগল ইন্টারনেট সার্চ ইঞ্জিন, এটা একটা সংখ্যা যার মাধ্যমে বোঝা যায় যে হাইপারলিঙ্ক সেট করা ডকুমেন্ট, যেমন World Wide Web. এই সংখ্যা দ্বারা কোন উপাদান E যেটা পেজ র‍্যাংক(PageRank of E and denoted by PR(E)  ) নির্ধারন করে।

একটি পেজ ইন্টারনেটে কত গুরুত্বপূর্ন তা পেজ র‍্যাংক দ্বারা নির্ধারন করে গুগল। গুগল এটা বুঝে যখন একটি পেজ অন্য একটি পেজের সাথে যুক্ত হয়, এটা অন্য পেজ দ্বারা সমর্থন দেওয়া বুঝায়। যত বেশী সমর্থন( এক্ষেত্রে লিঙ্ক বা ভোট) সেই পেজ তত বেশী গুরুত্বপূর্ন গুগলের কাছে। আরো একটা ব্যাপার আছে সেই পেজটি নিজের সাইটের সাথে মানে বিভিন্ন পোস্টের সাথে কতটা লিঙ্ক জেনরেট করেছে মানে ইন্টারনাল লিঙ্ক আছে সেই পেজের সাথে। গুগল যে সাইটের যত লিঙ্ক ইন্টারনেটের বিভিন্ন সাইটে পাবে তাকে তত বেশী গুরুত্ব দেবে। প্রতিটা সমর্থন গুনে দেখে গুগল যখন পেজ র‍্যঙ্ক দেয়।

এটা আরো গুরুত্বপূর্ন কারন এটা সার্চ ইঞ্জিনে খুব প্রভাব ফেলে। যে সাইটের যত বেশি পেজ র‍্যাঙ্ক তার দাম গুগলের কছে তত বেশি। তবে এটাই শেষ কথা নয় যে গুগলের কাছে পেজ র‍্যাংকটাই সবকিছু, এটা একটা সাইটের মান নির্ধারনে গুরুত্বপূর্ন বিষয় মাত্র।

ভালো থাকবেন সবাই।

বিঃদ্রঃ লেখাটি আগে আমার ব্লগে প্রকাশিত। ওয়ার্ডপ্রেস নিয়ে সকল টিউটোরিয়াল দেখতে ঘুরে আসতে পারেন আমার ব্লগ থেকে।

Level 0

আমি Liton-Online.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ওয়েবের উপরে কাজ করছি, সাথে টুকটাক ব্লগিং করি। http://www.liton-online.com সাইটের এডমিন আমি। আপনাদের সাহায্য কামনা করছি। ফেসবুকে আমি https://www.facebook.com/litonice09


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ

আপনাকেও ধন্যবাদ।

আমার ব্লগটা পি আর ২

@Google Adsense
কিভাবে আপনি ২ দিনের মধ্যে এডসেন্স একাউন্ট দেবেন? আমার জানা মতে তো গুগল বোট অটোমেটিক ভাবে একাউন্ট ভেরিফাই করে(এগ্রুভ করে) প্রথমে। তারপরে মাসখানেকের মধ্যে ম্যানুয়াল ভেরিফাই করে এবং তার বেশীর ভাগই বন্ধ হয়ে যায়। আপনার অন্য কোন উপায় জানা থাকলে আমাদের জানান, প্লিজ এভাবে বিজনেস এর জন্য এখানে আসবেন না।

@মাহমুদুল
ভাই আমিও আপনার কাতারে… আমারও ২

খুব সুন্দর টিউন। এটা নিয়ে অবশ্য আমিও লিখতে চাইছিলাম। খুব ভাল কাজ করেছেন। 🙂 🙂
পেজ রেঙ্ক বাড়ানোর জন্য সাইটে ভিজিটর বাড়ানো খুব জরুলী। সেই সাথে ব্যাক লিঙ্ক তো আছেই।
আমরা অবশ্য চাইলে নিজেদের মধ্যে সাইটের লিঙ্ক বিনিময়ের মাধ্যমেও ব্যাক লিঙ্ক বাড়াতে পারি।
আমার সাইটের এড্ড্রেস http://www.chonnochara.com
আপনারা চাইলে আমার সাথে সাইটের ব্যক লিঙ্ক বিনিময় করতে পারেন।
সে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের সাইটের লিঙ্ক আমার সাইটে দিয়ে দেব। বিনিময়ে আপনারা আমার সাইটের ব্যাক লিঙ্ক আপনার সাইটে দেবেন।
দেখি, ১৭ তারিখে আমার একটা এক্সাম আছে। এক্সাম এর পর SEO নিয়ে একটা টিউন করব আশা রাখি। ওখানে আপনাদের সাইটের লিঙ্ক আমাকে দিয়ে দেবেন। 🙂

@রাজিব আহসান
আপনার ব্লগটা আমি আগেও কয়েকবার ভিজিট করেছি। আমি আপনার সাথে লিঙ্ক বিনিময় করতে আগ্রহী।
লিঙ্ক বসানোর পর আমাকে জানাবেন, আমিও আমার ব্লগে বসিয়ে দেব। আমার ব্লগের এড্রেস http://www.liton-online.com

    @Liton-Online.com:
    আপনার সাইটের ব্যাকলিঙ্ক আমার সাইটে দিয়ে দিলাম। এখানে দেখু……
    http://www.chonnochara.com/backlink/
    পেজটি সাধারন ভিজিটরদের কাছে থেকে হাইড। ্কিন্তু গুগল এটা ক্রাউলিং করবে।
    এবার আমার সাইটে্র ব্যাক লিঙ্ক আপনার সাইটে দিয়ে দিন।
    http://www.chonnochara.com

    @Liton-Online.com:
    ওহ্যা, আর একটা কথা, Dofollow করে দিয়েন।
    আপনারা যে কেউ চাইলে আমার সাথে লিঙ্ক বিনিময় করতে পারেন। এতে আশা করি আপনার/ আমার উভয়ের সাইট এরই পেজ রেঙ্ক বাড়বে। 🙂

আমিও আপনার মত করে পেজ হাইড করেছি এবং আপনার লিঙ্ক Dofollow করে দিয়েছি।দেখতে পারেন-
http://www.liton-online.com/backlink/

থাঙ্কস 🙂
আর কেউ কি লিঙ্ক বিনিময় করতে চান ?

কি করে জানবো আমার ব্লগের পেজ র‍্যাং কত ?
http://blog.alinsworld.com