MDN কি?

যারা ডেভলোপার তাদের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ Website. যারা নতুন তাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ source ওয়েব ডেভলপমেন্ট শিখার জন্য। আমার আগের একটি টিউনে MDN এর কথা উল্লেখ করেছি। আজ তা নিয়ে বিস্তারিত লিখবো। আশাকরি আপনাদের কোন উপকারে আসবে।

 

MDN এর পরিচয়ঃ

MDN এর পূর্ণরূপ Mozilla Developer Network. ২০০৫ সালে এটি প্রথম Launch করা হয়। Mozilla web browser organization দ্বারা এটি তৈরি হয়। বিভিন্ন ধরনের error এর পরিচয়, HTML, CSS, JavaScript এবং বিভিন্ন API's এর খুটিনাটি জানার জন্য এটি ভালোর ভিতরে সর্বপ্রথমে।

 

MDN এর ব্যবহারঃ

MDN এর ব্যবহার বলতে শুধু জানা। যেমন আমরা কোন একটি project তৈরি করছি রুন করার পর দেখলাম 404  error দেখা যাচ্ছে।

তার সম্পর্কে বিস্তারিত এবং খুটিনাটি জানতে error টি লিখে সার্চ দিলেই সব এসে পরবে। আপনি জানতে পারবেন সব কিছু।

আবার HTML, CSS, JavaScript এর খুটি নাটি জানতে পারবেন। API's এর ব্যবহার কোন API's কেন ব্যবহার করা হয় সব কিছু জানা যায়।

 

MDN এর সেবা সমূহঃ

MDN এ কিছু Category রয়েছে এবং প্রত্যেকটির মধ্যে কিছু Sub-Category রয়েছে।

Category:

  1. Reference
  2. Guides
  3. MDN Plus

Sub Category:

Reference (knowledge, Bug Section)

  • HTML
  • CSS
  • JavaScript
  • HTTP
  • Web APIs
  • Web Extensions
  • Web Technology

Guides (Learning Section)

  • MDN Learning Area
  • HTML
  • CSS
  • JavaScript
  • Accessibility

MDN Plus

  • Overview
  • Updates
  • Documentation
  • FAQ

প্রত্যেকের শিখার ধরন আলাদা আলাদা। আমি যদি কোন problem face করি তখন এখানে আসি এবং solution বের করার চেষ্টা করি। আবার কেই কেই আগেই সমস্যার সমাধান গুলো শিখে রাখে যেন পরে তেমন সমস্যা না হয়। সুতরাং সকলেরই শেখার ভিন্ন ভিন্ন মাধ্যম রয়েছে। আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই শিখুন।

আশাকরি আপনাদের জানাতে পেরেছি MDN কি. আজ এ পর্যন্তই। আপনাদের এই বিষয়ে কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করুন। টিউনটি পড়ার জন্য ধন্যবাদ💖💖

Level 0

আমি রিফান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস