সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (মাস্টার টিউন)

ইন্টারনেট এ যে সকল সেবা ফ্রী পাওয়া যায় তার মধ্যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সবচেয়ে গুরুত্তপূর্ন এবং প্রতিযোগীতামূলক সেবা। এক্ষেত্রে প্রত্যেক ওয়েবমাস্টার ই একে অন্যের প্রতিযোগী তাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে খুব ভাল তথ্য পাওয়া যায় না। আমি আজকে এ সম্পর্কে কিছু লেখার চেস্টা করব। এখানে আমি সুধুমাত্র গুগল নিয়ে লিখব কেননা আপনি গুগলে সাফল্য পেলে অন্য গুলুতেও পেয়ে যাবেন। এখন শুরু করা যাকঃ
গুগল সার্চ রেজাল্ট দেখানোর ক্ষেত্রে ২০০ এর বেশি ফেক্টর অনুশরন করে এর মধ্যে সুধু পেজ রেঙ্ক এর কথে গুগল খলাসা করে বলেছে আর বাকি গুলু বলেনি তারপরও আমি যেগুলু আবিষ্কার করতে পেরেছি সেগুলু নিয়ে লেখা যাকঃ

  • ১। গুগল এ গিয়ে লিখুন "click here" এবার সার্চ দিন।
    a
  • কি দেখলেন? Adobe সবার উপরে। কেন? Adobe এর ওয়েবসাইটে একবার ও ত লেখা নেই "click here" এটা কি করে কী ওয়ার্ড হল? এটা কিওয়ার্ড না তাহলে এটা কী? এটা হল anchor text.
    Anchor text কী?
    আমি এখানে আমার ওয়েবসাইট Itlinks.info কে Earn money online এর সাথে লিঙ্ক করে দিলাম। তাহলে এক্ষেত্রে Earn money online হল anchor text। হাজার হাজার ওয়েবসাইটে adobe reader কে লিঙ্ক দিয়েছে এই anchor text দিয়ে। কিন্তু একজনের পক্ষে কি সম্ভব এত anchor text তৈরি করা? আর গুগল সব লিঙ্ক কে গননা করে না। সুধুমাত্র যেগুলি কে গুগল গুরুত্তপুর্ন মনে করে সেগুলুই গননা করে। এখন কথা হল adobe কেন এত লিঙ্ক দিল? কারন adobe উপকারি একটি ওয়েবসাইট তাই anchor text তৈরি করার প্রতি মনযোগ না দিয়ে প্রয়জনীয় তথ্য বহুল ওয়েবসাইট তৈরি তে মনযোগ দিন।

  • ২. আবার গূগলে যান, লিখুন "submit project and earn money" এবার কি দেখলেন?b
    সবার উপরে আমার সাইট Itlinks.info যার বয়স মাত্র ৪৩ দিন, পেজ রেঙ্ক ০, ব্যাকলিঙ্ক মাত্র ২২ টি। আর ৩৯ দিন থেকেই প্রথমে দেখাচ্ছে।
  • ৩। আবার গূগলে যান, লিখুন "earnmoneyonline" এবার কি দেখলেন?c

একি বেপার itlinks.info সবার উপরে। এবার আপনার সাইটিকে সবার উপরে আনতে চাইলে নিচের স্টেপ গুলু অনুসরন করুনঃ

  • ১। যতটুকু সম্ভব সুন্দর ভাবে ডিজাইন করুন আপনার ওয়েবসাইট কে।
  • ২। আপনার সাইট এ অন্য ভাল ভাল ওয়েবসাইট এর লিঙ্ক রাখুন কেননা গুগুল যে গুলুকে ভাল মনে করে আপনি যদি সেগুলুকে লিঙ্ক দেন তাহলে গুগল আপনার ওয়েব সাইটটিকে গুরুত্তপূর্ন মনে করবে। গুগল ভাববে আপনি আপনার ভিজিটর দের ভাল তথ্য দিচ্ছেন তাই আপনার সাইটটিও গুগল এ গুরুত্তপুর্ন হয়ে উঠবে।
  • ৩। আপনার ওয়েবসাইটে কোন ডেড লিঙ্ক রাখবেন না। ডেড লিঙ্ক হল এমন সব সব লিঙ্ক যে লিঙ্ক থেকে কোন পেজ খুজে পাওয়া যায় না। ৪০৪ এরর দেখায়। অথবা অন্য কোন ওয়েব সাইটের লিঙ্ক যে ওয়েবসাইটটি এখন আর খুজে পাওয়া যায় না। আপনার ওয়েব সাইট এ কি কি ডেড লিঙ্ক আছে তা জানতে গুগল ওয়েবমাস্টার টুল ব্যবহার করুন।
  • ৪। আর যদি আপনি এমন সব লিঙ্ক দেন যা গুগল গুরুত্তপুর্ন মনে করেনা তবে গুগুল আপনার ওয়েব সাইটটিকে অপ্রয়োজনীয় মনে করতে পারে। ফলে দেখা দিবে রেঙ্ক লিক।
  • ৫. আপনার ওয়েব সাইটে কোন কপি পেস্ট আর্টিকেল রাখবেন না। কেননা সকল ওয়েবপেজই গুগল এ সেভ করা আছে সুতরাং আপনি কপি পেস্ট করলে গুগলকে কিছুতেই ফাকি দিতে পারবেন না ফলে আপনার ওয়েবসাইটটি কে স্পেম হিসেবে মার্ক করা হবে।
  • ৬. গুগলের জন্য xml সাইটমেপ ব্যবহার করুন।
  • ৭। যত দ্রুত সম্ভব ওয়েবসাইট আপডেট করুন কারন বেসিদিন আপডেট না করলে আপনার সাইটটি কে স্পেম করা হবে।
  • ৮। সবচেয়ে গুরুত্তপুর্ন হল যা, কি ওয়ার্ড নির্বাচন। যে সব সব কী ওয়ার্ড এ প্রতিযোগিতা কম সে সব কী ওয়ার্ড দিয়ে ওয়েবসাইট বানান। অথবা এমন কী ওয়ার্ড ব্যবহার করুন যা যেকোন সময় সার্চেবল হতে পারে। যেমন ধরুন, "MAKE MONEY ONLINE" কী ওয়ার্ড দিয়ে অনেক সাইট আছে তাই এখানে সাফল্য পাওয়া কস্টসাধ্য। তাই আপনি চাইলে কিছুটা পরিবর্তন করে "How to make money online" এরকম কী ওয়ার্ড ব্যবহার করতে পারেন।
  • ৯। সবথেকে বড় কথা হল ইউনিক কন্টেন্ট রাখুন অন্তত সপ্তাহে একবার আপনার সাইটটি আপডেট করুন।
    প্রয়োজনীয় অন্যান্ন তথ্যের জন্য ভিজিট করতে পারেন http://www.itlinks.info

Level 0

আমি Tunemaster। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই ভাল আর প্রয়োজনীয় টিউন ।আমি প্রায়৪/৫ দিন আগে আমার ব্লগের সাইটমেপ গুগলে জমা দিয়েছি বেরিফাইড হয়েছে কিন্তু এখনও ইনডেক্সিং হয়নি ।কি করব?

প্রথম বার ইন্ডেক্স হলে পরে আর দেরি হবেনা। চালিয়ে যান।

আমার তো দোষ আমি নাকি মানুষের টিউনে নাকি খারাপ মন্তব্য করি কিন্তু আমার টিউনার বন্ধুরা যখন কিছু ভুল করে তখন জেনে শুনে চুপ করে থাকতে পারিনা তাই ভাই আপনাকেও বলি কিছু মনে করবেন না আপনি ৩ নাম্বারে যে দেখিয়েছেন যে আপনি সার্চে এক নাম্বারে আছেন তার কারন হল আপনি লগইন অবস্থায় আপনার সাইটটিকে এক নাম্বারে তুলে এনেছেন এটা শুধু আপনার জন্য লগ আউট করে দেখুন এক নাম্বার পজিশন আর থাকবে না আর অন্যরাও আপনার সাইটকে এক নাম্বারে পাবে না। তবে আমি আপনাকে একটা ট্রিকস দিতে পারি যাতে পেজ রেংক ০ হলেও আপনার পজিশন অনেক উপরে থাকবে।

    শাকিল ভাই ভূল পেলে অবশ্যই ধরিয়ে দিবেন ।ভয় পাবেন পাবেন না ।আর আপনি ঠিক বলেছেন আমিও ট্রাই করে দেখেছি আপনি ঠিক বলেছেন।আপনার টিউনের অপেক্ষায় আছি

ভাই,blogspot এ keyword কিভাবে submit করে?কেউ ans করেন please…আমার mail এ [email protected]

Level 0

শাকিল ভাই সবাই কি বলুক না বলুক তা বড় কথা নয় এখন সকলেরই উচিত কিছুটা ছাড় দেয়া । অনেক তো হল । আর নিজের পারসোনাল ওয়েবসাই নিয়ে এত মাথা ঘামানি কেন তা আমি এখনও বুঝতে পারলাম না । আপনি যেহেতু টপটিউনার সুতরাং এইরকম ব্যপার আসবেই । আপনি কি একটা জিনিষ দেখেছেন যেকয় জন মন্তব্য করেছে তারা কয়টি টিউন করেছে । হয়তবা ২-১ টা । ধরেন আপনি অন্য সাইট থেকে তথ্য নিয়েছেন কিন্তু তাতে তো এতদিন কিছু কেউ বলল না । একজন বলার পরে কেন সবাই একসাথে ফুসে উঠল । আপনি আবারও টিউন করা শুরু করুন । আশা করি এই পরিস্থতির শীঘ্রই পরিসমাপ্তি ঘটবে ।

    আপনাকে অনেক ধন্যবাদ আমার খারাপ সময়ে আমার পাশে থাকার জন্য। তবে ভাই আর ওসব নিয়ে মাথা ঘামাতে চাই না যা আমি করি নাই। এখন থেকে যে যা বলুক আর কিছু বলব না। তবে একটা অনুরোধ আমার লেখা গুলো কি আসলেই কপি পেষ্ট? একটু দেখে বলবেন।

    শাকিল ভাই, আবার টিউন করা শুরু করো।
    টেকটিউনসে তোমার অনেক অবদান আছে। অনেকে তোমাকে নিয়ে অনেক জায়গায় আনেক কথা বলেছে তাতে কি? তোমার প্রশংসাও অনেক যায়গায় আছে। একটা ব্যাপার কি এসব ঝামেলা থেকে মুক্ত থাকাটা খুব কঠিন কাজ। সব কিছু যে সবার ভাল লাগবে – তা না। নিজের মতো চলতে চাই আমি। বাংলাদেশের অনেকে ভাবে টিউন করে করে অনেক ভিজিটর নিচ্ছি আমরা আমাদের সাইটে। আমি দেখলাম তারচেয়ে অনেক বেশি ভিজিটর অন্য ভাবে আসছে-তারা কৃতজ্ঞও হচ্ছে সাইট পেয়ে। এ জন্য আমি্ আমার ব্লগস্পটের পাঁচ-ছয়টা সাইটের নাম ভুলেও বাংলা সাইটগুলোতে জানাই না। হিতে বিপরীতে হতে পারে। ..ফিরে এসো শাকিল।

Level 0

শাকিল ভাই আমি সবই দেখেছি কিন্তু কি আর করা বলুন হাসান ভাইয়ের উচিত ছিল যখনই ৪-৫ টা খারাপ মন্তব্য তার টিউনে পরেছে তখনই টিউনটি ডিলেট করে দিলে এই বিভ্রান্তিকর পরিস্থতি হত না । যাই হোক এখন আর এই বিষয়টি নিয়ে চিন্তা করে কি হবে । যা হবার তা হয়েছে । হাসান ভাই বুঝলাম না কেন এই রকম করল । সে যদি আপনার খারাপ কিছু পেতো তাহলে আপনাকে মেইলের মাধ্যমে জানিয়েও সাবধান করতে পারত । কিন্তু এই রকম ইনসাল্ট করার দরকার ছিল না । বুঝিনা একজনে খারাপ কমেন্ট করলে আরও ৫ জনে এগিয়ে আসে খারাপ কমেন্ট করার জন্য কিন্তু ভেবেও দেখেনা কিছুটা হলেও যে তারা উপকৃত হয়েছিল । আসলে সবাই খুব সেলফিস ।

Level New

ভাল টিউন। শাকিল ভাই আপনি এধরনের ট্রিকস নিয়ে টিউন করুন। আপনার শত্রুরা আসবে আর যাবে। আপনি থেমে থাকবেননা। হাসান ভাই লিখলে লিখুক। আমরা ওই টিউন তো কমেন্ট ও করিনাই। জাস্ট ইগনোর।

Dhonnobad vai comment er jonno. Shakil vai apnar CTR koto bolben ki?

Level 0

সুন্দর একটা টিউনের জন্য ধন্যবাদ।

————————————————–
Free Web Hosting | Free SEO Tools

ভাইয়া আপনার সাথে কথা বলতে চাই।

Level New

okhaddo

ভালো হয়েছে টিউনটা। আপনি ইচ্ছা করলে আপনার SEO রিলেটেড সকল পোষ্ট বাংলা এসইও ব্লগেও শেয়ার করতে পারেন।
——————————————————————–
WebSeoGuide.Net | বাংলাদেশের সর্ব প্রথম পূর্ণাঙ্গ বাংলা এস.ই.ও. ব্লগ

Level 0

ভালো হয়েছে
কিন্তু কি ওয়ার্ড যত ছোট হবে তত ভালো—
যেমন androvid pro 2.4.4 এই কিওয়ার্ডটি দিলে আমার সাইট fullapkpro.com Google search a প্রথমে আসে