আমি মূলত এই টিউটোরিয়ালগুলো লিখছি যারা নতুন এবং একটু এক্সপার্ট তাদেরকে লক্ষ্য করে। কিছুদিন আগে আমি একটা ডাটাবেজ এর প্রজেক্ট করেছিলাম আর উনার সাইটটা ছিল ওয়ার্ডপ্রেসে। আমি করেছি মাইএসকিউএলে। এখন কিভাবে আমার ডাটাবেজকে ওয়ার্ডপ্রেসে ঢোকাবো তাই নিয়ে চিন্তায় পড়ে গেলাম,আবার ওয়ার্ডপ্রেসের লেআউট দিতে হবে। তার মানে আমার ম্যানুয়ালি করা কাজকে ওয়ার্ডপ্রেসে ঢোকাতে হবে এবং ডাটাবেসকেও ওয়ার্ডপ্রেসে ঢোকাতে হবে!!! যাই হোক আমি সেটা করতে পেরেছিলাম। তবে মজার বিষয় হল আমি উনাকে প্রথমে বলেছিলাম যে এটা সম্ভব নয় এবং আমি পুরো ম্যানুয়াল পেজ মানে কোন হেডার নাই, ফুটার নাই কিছুই নাই এমন পেজ দিয়েছিলাম। এধরনের সমস্যায় হয়ত অনেকেই পরে থাকবেন, তবে যারা জানেন তাদের জন্য এই লেখা নয়। অনেক বকেছি, এবার কাজের কথায় আসি।
প্রথমে যে পেজটিতে কাজ করেছেন সেটার প্রথমে নিচের কোডটি লিখুন
<?php
/*
Template Name: gallery
*/
?>
নিচে দেখুন কিভাবে লিখেছি,
আমার নিজস্ব কাজ করা Gallery পেজটির উপরে কোডটুকু লিখেছি।
এখন আপনার ড্যাসবোর্ডে যান New Page এ ক্লিক করুন। আপনার নতুন পেজের নাম দিন।এবার ডান পাশে দেখুন Template এর আন্ডারে আপনার পেজটির নাম gallery এসেছে। নিচে দেখুন,
আমার সব পেজের লিস্ট এসেছে তার মধ্যে gallery পেজটাও আছে। এবার gallery সিলেক্ট করে পাবলিশ করুন। আপনার কাজ শেষ। আমার করা গ্যালারী পেজটা একটু দেখুন,
ইমেজ-২
চাইলে এক নজর ঘুরে আসতে পারেন সাইটটি থেকে। দেখতে ক্লিক করুন।
তবে অনেক টাইম লাগবে লোড হতে কারন প্রচুর ইমেজ আছে সাইটটিতে।
ভালো থাকবেন সবাই।
বিঃদ্রঃ লেখাটি আগে আমার ব্লগে প্রকাশিত। ওয়ার্ডপ্রেস নিয়ে সকল টিউটোরিয়াল দেখতে ঘুরে আসতে পারেন আমার ব্লগ থেকে।
আমি Liton-Online.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ওয়েবের উপরে কাজ করছি, সাথে টুকটাক ব্লগিং করি। http://www.liton-online.com সাইটের এডমিন আমি। আপনাদের সাহায্য কামনা করছি। ফেসবুকে আমি https://www.facebook.com/litonice09
Vai mind korben na..temon kisui bujhlam na.Ektu kholasha kore bolben ki? Apnar gallery page take kothai upload koresen mysql ke kivabe wordpress database e transfer korlen ebong gallery take front page e ki kore anlen?