ওয়ার্ডপ্রেসে ডিফল্ট হিসেবে এডমিন প্যানেলে উইজারদের থিম এডিটর এবং প্লাগিন এডিটর দেখানো থাকে। যদিও এটা ভাল দিক কিন্তু এটা আপনার সাইটের জন্য বিপজ্জনকও বটে। আপনার সাইটকে বাঁচানোর জন্য সবচেয়ে ভালো উপায় হলে থিম এডিটর এবং প্লাগিন এডিটর বন্ধ করে দেয়া আপনার এডমিন প্যানেলে। আপনি এটা সহজেই বন্ধ করতে পারেন। এফটিপি অথবা সিপ্যানেলে ঢুকে আপনার রুট ডিরেক্টরির wp-config.php ফাইলে নিচের কোডটি দিন তাহলেই হয়ে যাবে।
define( 'DISALLOW_FILE_EDIT', true );
আরেকভাবে করতে পারেন, আপনার থিম ফোল্ডারের functions.php ফাইলে পেষ্ট করলেও এটা কাজ করবে।
ভালো থাকবেন
বিঃদ্রঃ লেখাটি আগে আমার ব্লগে প্রকাশিত। ওয়ার্ডপ্রেস নিয়ে সকল টিউটোরিয়াল দেখতে ঘুরে আসতে পারেন আমার ব্লগ থেকে।
আমি Liton-Online.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ওয়েবের উপরে কাজ করছি, সাথে টুকটাক ব্লগিং করি। http://www.liton-online.com সাইটের এডমিন আমি। আপনাদের সাহায্য কামনা করছি। ফেসবুকে আমি https://www.facebook.com/litonice09
বেশ দরকারী একটা বিষয় ! ধন্যবাদ শেয়ার করার জন্য !