প্রথমেই বলে নিই যে আমি কোন ওয়েব-ডিজাইনার না (প্রো হওয়া তো দুরের কথা, আমি একজন Amateur ও নই)। তাই আমি সাধারণত ওয়েব-ডিজাইন সম্পর্কিত কিছু শেয়ার করি না। কিন্তু কিছুদিন আগে অসাধারণ একটি ব্লগার Template দেখতে পেয়ে তা শেয়ার না করে পারলাম না। Devil’s Workshop নাম এর ম্যাগাজিন স্টাইল এই ব্লগার Template টি হতে পারে আপনার ব্লগ এর জন্য অসাধারণ এক সংযোজন। তো চলুন দেখে নি কেমন এই জিনিস টি।
ব্লগার এর জন্য কয়েক কোটি Template আপনি খুজে পাবেন ইন্টারনেট এ সার্চ দিয়ে। আমি আমার নিজের ব্লগ এর জন্য অন্তত ১০০ টির মত Template নিজে ব্যবহার করে দেখেছি। কিন্তু মোটামুটি সব গুলোই খুব অল্প সময় নিয়ে তাড়াহুড়ো করে বানানো যার ফলে সেগুলোতে নিদেনপক্ষে শ-খানেক Bug (ত্রুটি) থাকে। এই Template গুলো ব্যবহার করা আর নিজের পায়ে নিজে কুরাল মারা একই কথা। মাঝে মাঝে কিছু সেলফ-ডিজাইনড Template পাওয়া যায় যেগুলো ব্যবহার করা যেমন মজার ঠিক তেমনি দেখতেও ভাল লাগে। তেমন ই একটি Template হল এই Devil’s Workshop। চলুন দেখে নেই এর অসাধারণ কিছু Feature:
Template টি ডিজাইন করেছেন Mukund SureshKumar নাম এর একজন ডিজাইনার।
সৌজন্যে: http://www.abctrick.net/
আমি রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 136 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজেকে মাঝে মাঝে অপরাধী মনে হয়। যে ভাষার জন্য এত রক্তক্ষরণ টা বাদ দিয়ে আমি কিনা বিজাতীয় ইংরেজি ভাষায় ব্লগিং করছি! ছিঃ! টেকটিউনস কে ধন্যবাদ।
ধন্যবাদ ভাই।