ওয়েভ ডেভলেপমেন্ট করে আয় করা ও কিভাবে ওয়েব ডেভলেপমেন্ট শিখবেন

ওয়েব ডেভলেপমেন্ট কি, ওয়েব ডেভলেপমেন্ট কিভাবে শিখা যাবে, ওয়েব ডেভলেপমেন্ট করে কত টাকা আয় করা যায়, ওয়েব ডেভলেপমেন্ট শিখতে কতদিন লাগে এগুলো জানতে চাইলে আজকের আর্টিকেলটি আপনার জন্য।

ওয়েব ডেভলেপমেন্ট কি
_

বর্তমানে স্মার্টফোন ব্যবহার করে না এমন মানুষ খুব কমই আছে, আর এসব ফোন বা কম্পিউটারে যেসব সফটওয়্যার, অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট থাকে এগুলো তৈরী করা পুরোটাই ওয়েব ডেভলেপমেন্টের কাজ। অর্থাৎ বিভিন্ন সফটওয়্যার, ওয়েবসাইটকে কোডিং ও প্রোগ্রামিং করার মাধ্যমে তৈরী করাকে ওয়েব ডেভলেপমেন্ট বলে।  ওয়েব সাইট ডিজাইন ও ওয়েব ডেভলেপমেন্ট কিছুটা একই।  তবে ওয়েব ডেভলেপমেন্টের কাজ ব্যাপক।

ওয়েব ডেভলেপমেন্ট শিখতে কি কি লাগে
ওয়েব ডেভলেপমেন্ট শিখতে কি লাগে তা নিচে বিস্তারিত আলোচনা করা হলো

  • ওয়েব ডেভলেপমেন্ট শিখতে হলে আপনার ভালো মানের ল্যাপটপ বা কম্পিউটার থাকতে হবে
  • ওয়েব ডেভলেপমেন্ট শিখতে ও জানতে হলে আপনার অনেক ধৈর্য, আগ্রহ ও মনোযোগ থাকতে হবে। কারন ওয়েব ডেভলেপমেন্ট খুবই কঠিন একটি কাজ।
  • ওয়েব ডেভলেপমেন্ট শিখতে হলে আপনাকে কোডিং ও প্রোগ্রামিং ভাষা শিখতে হবে।
  • ওয়েব ডেভলেপমেন্ট করতে হলে আপনাকে ইংরেজী জানতে হবে ভালো ভাবে।  অন্তত বেসিক ইংরেজী জানতে হবে।
  • ওয়েব ডেভলেপমেন্ট শিখতে হলে আপনাকে আগে ওয়েব ডিজাইন শিখতে হবে। কারন ওয়েব ডিজাইন না শিখলে ওয়েব ডেভলেপমেন্ট শিখা যায় না। অ্যাডোবি ফটোশপ  সম্পর্কে ভালো ধারনা ও এডিটিং জানতে হবে।
  • ওয়েব ডেভলেপমেন্ট শিখতে হলে আপনার সৃজনশীলতা থাকতে হবে। কারন এটি একটি কোডিং ও প্রোগ্রামিং  কাজ, তাই সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি না থাকলে এ কাজ সহজে করা যাবে না।
  • ওয়েব ডেভলেপমেন্ট শেখার জন্য আপনার ডেকস্টপে কিছু সফটওয়্যার ডাউনলোড করে নিবেন। নোটপ্যাড+ অ্যাডোবি ড্রিমওয়্যার ইত্যাদি।

ওয়েব ডেভলেপমেন্ট করে কত আয় করা যায় ও কিভাবে

 


ওয়েব ডেভলেপমেন্টের চাহিদা এখন ব্যাপক। কারন পৃথিবীতে যত ওয়েবসাইট আছে, সফটওয়্যার, অ্যাপ্লিকেশন আছে সবগুলোই ওয়েব ডেভলেপমেন্টের কাজ এবং ডেভলেপারদের দ্বারা তৈরী করা। কাজেই আপনি বুঝতে পারছেন একজন ওয়েব ডেভলেপমেন্টের কি পরিমান চাহিদা রয়েছে৷ বর্তমান বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা দিন দিন বাড়ছে। মানুষের সবকিছুই অনলাইনের হয়ে পড়ছে। তাই ওয়েব ডেভলেপমেন্টের চাহিদা ক্রমশ বাড়ছে। আপনি যদি ওয়েব ডেভলেপমেন্টের কাজ পারেন তাহলে আপনার টাকার অভাব হবে না।  অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলো তে গেলই আপনি বুঝবেন কি পরিমান ওয়েব ডেভলেপমেন্টের কাজ রয়েছে। বড় বড় ফ্রিল্যান্সার রা ওয়েব ডেভলেপমেন্টের কাজ করে মাসে লাখ টাকা আয় করছে৷ ফাইবার, আপওয়ার্ক এসব মার্কেটপ্লেসে একবার কাজ পেলে আপনার আর কাজের অভাব হবে না। আপনি তখন অনায়েসেই মাসে ৫-৬ লাখ টাকা আয় করতে পারবেন। তবে এটা নির্ভর করবে আপনার দক্ষতা ও কাজের ওপর।  আপনি কি পরিমান কাজ করবেন, কতটুকু পরিশ্রম করবেন সেই হিসেবেই আপনি আয় করবেন। কাজ বেশি করলে আয় ও বেশি হবে।

ওয়েব ডেভলেপমেন্ট শিখতে কতদিন লাগে।

আপনি যদি ধৈর্য ও মনোযোগ সহকারে শিখেন তাহলে বেশিদিন লাগবে না। ১ বছরের মধ্যেই শিখে যাবেন।

তাহলে আজকে আমরা জানলাম ওয়েব ডেভলেপমেন্ট কী, ওয়েব ডেভলেপমেন্ট শিখতে কি লাগে, ওয়েব ডেভলেপমেন্ট করে কত টাকা আয় হয়।

Level 2

আমি অপুর্ব আহমেদ। , Matlab, chandpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস