ফ্রি হোস্টিং এবং ডোমেইনসহ মাত্র এক ঘণ্টায় তৈরি করুন নিজের একটি ওয়েবসাইট বা ব্লগ সাইট

নিজের একটি ওয়েবসাইট থাকুক, কে না চায়?
তাই দেরি না করে চলুন এখনি একটি ওয়েবসাইট বানিয়ে ফেলি নিজের জন্য।

কী কী করতে হবে?
""""""""""""""""""

১. একটি ডোমেইন রেজিস্ট্রেশন করতে হবে।
২. হোস্টিং স্পেস রেজিস্ট্রেশন করতে হবে।
৩. সেটাপ করতে হবে।

ব্যাস, হয়ে গেলো আপনার ওয়েবসাইট।

এবার আসুন সংক্ষিপ্ত বর্ণনায় যাই :

১. ডোমেইন রেজিস্ট্রেশন
''''''''''''''''''''''''''''''''''''''''

প্রথমেই একটি ডোমেইন চয়েজ করতে হবে। কী নামে আপনি আপনার ওয়েবসাইট করতে চান, সেটি।
এটা হতে পারে আপনার নিজের নামে, কিংবা আপনার প্রতিষ্ঠানের নামে অথবা আপনার কোনো প্রিয় মানুষের নামে।
তবে ডোমেইন চয়েজ করার সময় যে দিকটা মনে রাখবেন সবচে' বেশি সেটা হলো, এমন কোনো নাম পছন্দ করুন যেটা সবার খুব সহজেই মনে থাকে, এবং মুখে বললেই অন্যজন বুঝতে পারে।

ডোমেইন নাম বাছাই করার পর, আপনাকে এখন দেখতে হবে, সেই ডোমেইনটি খালি আছে কিনা।

তাহলে আর দেরি নয়। ডোমেইন নেম নির্বাচন এবং রেস্ট্রিশন করতে চলে যান কো.সিসিতে।

এখানে ক্লিক করুন
1 - Sign Up

প্রথমেই এখানে একটা একাউন্ট খুলে ফেলুন। একাউন্ট খুলতে কোনো ফি দিতে হয় না। সম্পূর্ণই ফ্রি।
একাউন্ট খোলার পর লগ-ইন করার পর যে পৃষ্ঠাটি সেখান থেকে Getting A New Domain বাটনে ক্লিক করুন।

2 - Getting New Domain

খালি বক্সে আপনার চয়েজবল নামটি দিয়ে চেক এভেইলেবিটি বাটনে ক্লিক করুন।

3 - Domain Select

ধরি আপনার পছন্দের নামটি হচ্ছে mywebsiteblog ।

এই সাইটির নাম খালি আছে তাই এটি রেজিস্ট্রেশন করা যাবে। এতে কোনো ফি লাগবে না।

4 - domain available

Continue to registration বাটনে ক্লিক করুন।

এবার একটি বার্তা দেখতে পাবেন_ Your new domain has been successfully registered.

ব্যাস, ডোমেইন রেজিস্ট্রেশন হয়ে গেলো। আপাতত এখানের কাজ শেষ। এই উইন্ডোটি বন্ধ করবেন না। এটি এভাবেই রেখেদিন।

২. হোস্টিং রেজিস্ট্রেশন
'''''''''''''''''''''''''''''''''''''

ডোমেইন তো ফ্রিতে পাওয়া গেলো। এবার প্রয়োজন হোস্টিং স্পেস। হোস্টিং হলো যেখানে আমার ওয়েবসাইটের ফাইলগুলো থাকে। কম্পিউটারে যেমন হার্ডডিস্ক, তেমনি অনলাইনের হার্ডডিস্ক হলো হোস্ট স্পেস।

হোস্ট স্পেস ফ্রি পাওয়া এরকম অনেক আছে। তবে আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে ফ্রিহোস্টিয়া।
তাদের সিপ্যানেল খুবই সহজ সরল। লগ-ইন করলে আপনার কাছে সহ ক্লিয়ার হয়ে যাবে।

কথা আর না বাড়িয়ে চলুন, ফ্রি হোস্টিয়াতে যাই।

------------------------------------ ফ্রিহোস্টিয়া -------------------------------
ফ্রিহোস্টিয়ার চকোলেট প্যাকেজটি ফ্রি। অন্যদুটির জন্য আপনাকে পয়সা দিতে হেব। সুতরাং চকোলেট-ই এখন আমাদের টার্গেট।

চলুন চকোলেট রেজিস্ট্রেশনের ধাপগুলো দেখি।

Host 1

১. Take a Bite বাটনে ক্লিক করুন।

২. এবার যে পেজটি আসবে, এটি সাইনআপ ফরম। একটু কেয়ার নিয়ে পূরণ করতে হবে।

Host 2

এখানে আপনার ডোমেইন নেমটি লিখতে হবে। দেখুন লাল চিহ্নিত স্থানগুলো।

৩. ফরম পূরণ শেষ হলে নিচে একটি ওয়ার্ড ভেরিফিকেশন ইমেজ আছে। ইমেজের ঘরে থাকা নম্বর ও অক্ষরগুলো লিখে Continue বাটনে ক্লিক করুন।

Host 3

৪. লগিন কন্ট্রোল প্যানেল বাটনে দেখতে পাবেন। কিন্তু লগিন করার কোনো দরকার নেই। উইন্ডো ক্লোজ করে দিন।

৫. আপনার ইমেইল ওপেন করুন। ফ্রিহোস্টিয়া থেকে একটি মেইল চলে এসেছে আপনার ইনবক্সে। এই ইমেইলে আছে, আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, এফটিপি লগিন বিস্তারিত, ডিএনএস ইত্যাদি। বিস্তারিত না বুঝলে সমস্যা নেই।
৬. আপনি আবারও ফ্রিহোস্টিয়া তে চলে যান। ইমেইলে পাওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।

৭. লগিন হতে থাক, এই ফাঁকে ডোমেইন কো.সিসি-তে চলুন, যেখানে রেখে গিয়েছিলাম- সেখানে।

৮. সেটাপ বাটনে ক্লিক করুন।

Host 4

৯. Manage Domain এর সেটাপ অপশনে ক্লিক করুন।

Host 5

১০. এক নাম্বারে আছে দেখুন Name Server । Name Server-এর রেডিও বাটনে ক্লিক করলে দুটি বক্স আসবে। সেখানে আপনি ইমেইলে পেয়েছিলেন দুটি ডিএনএস ঠিকানা।
dns1.freehostia.com
dns2.freehostia.com

এই ডিএনএস ঠিকানা দুটি ছবির মতো করে লিখে দিয়ে সেটআপ বাটনে ক্লিক করুন

Host 6

১১. তারপর যে পেজটি আসবে, সেখানে ওকে করে দিন। ব্যাস এখানে আর কোনো কাজ নেই আপনার। এখান থেকে লগ-আউট হয়ে বের হয়ে আসতে পারেন।
এবার চলুন, ফ্রিহোস্টিয়াতে যাই।

১২. ফ্রিহোস্টিয়াতে লগিন করার সাথে সাথে আমার হোস্ট কন্ট্রোল প্যানেলে চলে আসবো আমি। এখানের Site Manager ড্রপডাউন বাটন থেকে Hosted Domains-এ ক্লিক করুন।

Host 7

১৩. নিচের ছবির মতো করে এখানে আপনার ডোমেইন নামটি লিখে দিন। তারপর Add Domain বাটনে ক্লিক করুন।

Host 8

১৪. মূলত আপনার কাজ শতকরা ৯০ ভাগ শেষ হয়ে গেছে। বাকী দশ ভাগ কাজ হচ্ছে, আপনার সাইটে আপনি এখন কী রাখবেন, তা ঠিক করা।

১৫. আমি আগে জুমলা ব্যবহার করতাম। বর্তমানে আমি ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করি। ওয়ার্ডপ্রেস খুব ভালো লাগে, এটা সহজ এবং কনটেন্ট ব্যবহার করা যায় অতি সহজে।

ফ্রিহোস্টিয়া দিয়ে জুমলা, দ্রুপল কিংবা ওয়ার্ডপ্রেস খুব সহজেই ইনস্টল করে কাজ করা যায়।

ফ্রিহোস্টিয়ার কন্ট্রোল প্যানেলের ওয়েব টুলস ব্যবহার করে মাত্র এক ক্লিকে এসব সিএমস ইনস্টল করা যায়। এজন্য আপনাকে কোনো প্রোগ্রামিং ভাষা জানতে হবে না।

যেকোনো সমস্যায় আমাকে মেইল (bishoshk(এট)yahoo.com) করতে পারেন।
এই টিউটোরিয়ালটি বুঝতে সমস্যা হলে, দয়া করে জানাবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো আপনাকে হেল্প করতে। আমি চেষ্টা করেছি আরও সংক্ষিপ্তাকারে লেখার। কিন্তু পারিনি। আশা করি আপনাদের কাজে লাগবে।
আমার ভুল-ভ্রান্তি হওয়া স্বাভাবিক। যদি এখানে কোনো ভুল হয়ে থাকে দয়া করে জানিয়ে কৃতার্থ করবেন।
------------------------------------------------
লেখাটি পূর্বে অন্য দু'টি প্রকাশ করা হয়েছিলো। এছাড়াও এই লেখাটি আমার ব্যক্তিগত ব্লগেও আছে। কেউ দয়া করে লেখাটি কপি পেস্ট করবেন না।

কেউ যদি এই লেখাটি তার নিজের ব্লগ/ওয়েবসাইটে রাখতে চান, রাখতে পারেন, সেক্ষেত্রে আমার ব্যক্তিগত ব্লগ টিনটব (http://tintob.wordpress.com)-এ যেয়ে আমাকে জানিয়ে তারপর রাখতে পারবেন।

Level 0

আমি পান্থ বিহোস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মূলত গল্প লিখতেই অনলাইন ব্লগিং জগতে প্রবেশ। এখনও লিখি তবে গল্প না, কোড... ;) । ওয়েবসাইট বানানো আমার পেশা। সেই সাথে ডোমেইন-হোস্টিং-এর ছোট্ট বিজনেস আছে। আমার জানার পরিধি ওয়ার্ডপ্রেস পর্যন্তই। এই ব্যাপারে কোনো হেল্প লাগলে আমাকে নক করতে পারেন। চেষ্টা করবো। ও আরেকটি কথা বলতে ভুলে গেছি, আমি ভালোবাসি বই,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই ফ্রিটা কি এক বছরের না বছর শেষে নবায়ন করা লাগবে জানালে ভাল হতো।

ami akta korci kintu matha nosto hoajai tar ca amar blogspot e valo free hisaba

http://www.msc20.blogspot.com

দারুন টিউন। ব্যাপারগুলো পরিচিত হলেও আপনি চমৎকারভাবে সেটিকে ব্যাখ্যা করেছেন। সত্যিই জটিল। চালিয়ে যান।

শাকিল ভাই, আপনার কমেন্টস পেয়ে ভালো লাগছে। আপনি জানেন আমি খুব ভালো জানিনা। যতটুকু জানি শেয়ার করতে ভালো লাগে সবার সাথে।

Level 0

পান্থ বিহোসদা, খুবই উঁচুদরের টিউন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে বিষয়টা এত সুন্দর করে গুছিয়ে লেখার জন্য। আশা করি আপনার কাছ থেকে আরও ভাল ভাল টিউন পাব।
আপনার অনুমতি নিয়ে টেকটিউনসে একটা ঘোষণা দিতে চাই,
techtunes be aware of PANTHA THE GREAT……..

samehood, ধন্যবাদ। একটু বেশি বেশি হয়ে গেলো না? ………. তবে কারও যদি সত্যিই কোনো কাজে লাগে এই পোস্ট তাহলেই আমি সবচেয়ে বেশি খুশি হবো।

জটিল টিউন করেছেন।অনেকটা স্বচ্ছ ধারনা পেলাম।ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ আপনােক, আিম অেনক িদন ধরে এমন িকছ্র খুজছিলাম
তবে যদি সতি্যই ফ্রি হয তাহেল আপনােক আবারো Many many thanks…………….

Level 0

ভাই আপনাকে ধন্যবাদ না দিলে ছোট করা হবে। তাই অনেক অনেক ধন্যবাদ এবং আপনার সুন্দর জীবন কামনা করছি ভালো থাকুন।

আরমান ভাই, Farhad pk ভাই, mindfaish ভাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ। টিউনসটি আসলেই যদি কারও কাজে লাগে তাহলেই কেবল এর প্রয়োজনীতাটুকু অনুভব হবে, স্বার্থকতা খুঁজে পাবো…

Level 2

বিহোস ভাই। জটিল হইসে। আপনাকে নিয়মিত এখানে দেখতে চাই।

Level 0

10 min হযে গেল েহািস্টযা েতা আমােক E-mail পাঠালনা িক করি…

হোস্টিয়া থেকে মেইল পেতে অনেক সময় ১০/১৫ মিনিট লেট হয়। আশা করছি এতোক্ষণে পেয়ে গেছেন।
সবার জন্য: হোস্টিয়ার মেইল পেতে যদি কারও দেরি হয় তাহলে হোস্টিয়া টোট্যালি বন্ধ করে আপনার মেইল লগ আউট করুন। কম্পিউটার রিফ্রেশ করে আবার মেইলে লগইন করুন। সব মিলিয়ে পাঁচ মিনিট সময় নিলে পেয়ে যাবার কথা। তবে কখনো কখনো আধাঘণ্টাও সময়ও লাগে। এটা সাধারণত ব্যতিক্রম। আমি ফ্রিহোস্টিয়াতে অনেক সাইট হোস্ট করেছি। আমার সর্বোচ্চ ১৫ মিনিট লেগেছে।

@পান্থ বিহোস;

ফ্রী হোস্টিয়া এক বছরের জন্য জায়গা ফ্রী দেয় এটা আপনি বলেননি। পরে রিনিউ করার সুযোগ নাই।

    @সালেহ আহমেদ !
    ভাই, আমি অতোটা জ্ঞানী-গুণী নই। আমার জানার পরিধি খুবই কম।
    তবে এটুকু জানি, ডোমেইন, হোস্টিং সাধারণত এক বছরের জন্যই রেজিস্ট্রেশন করা হয়। তারপর ইচ্ছে করলে আগের কোম্পানীতেই রিনিউ করা যায় ইচ্ছা না করলে অন্য যেকোনো কোম্পানীতেই হোস্ট ট্রান্সফার করা যায়।
    এক বছর কেন, আপনার সাইট যদি জনপ্রিয় হয় তাহলে তো আমি বলবো ছয় মাস পরেই হোস্ট চেঞ্জ করে নিন। কারণ সবাই জানে, সস্তার তিন অবস্থা।
    —————————————–
    কো.সিসি এবং ফ্রিহোস্টিয়া কিংবা এরকম ফ্রি সার্ভিস টাকা খরচ করে কেন দেয়া হয়? কেন তাড়া ঘরের খেয়ে বনের মোষ তাড়াবে? কারণ চিন্তা করে নিন। তাই বলবো, প্রফেশনাল কাজের জন্য অবশ্যই অবশ্যই টাকা খরচ করে ডোমেইন এবং হোস্টিং কিনে নিন। আর পরীক্ষা-নীরিক্ষা এবং কাজ জানার জন্য কো.সিসি এবং ফ্রিহোস্টিয়ার কোনো তুলনা নেই।
    ——————————————
    আশা করছি, আপনার মনের ক্লেশ দূর করতে পেরেছি। যদি আরও কিছু জানার থাকে নির্দ্বিধায় প্রশ্ন করুন। আমার জ্ঞানের সামর্থ থাকলে অবশ্যই জবাব পাবেন।
    —————————————–
    ভালো থাকুন, ভালো থাকুক আপনার বন্ধুরাও….

    পান্থ বিহোস says:
    ২৬ অগাষ্ট, ২০০৯ at 6:31 পুর্বাহ্ন

    @সালেহ আহমেদ !
    ভাই, আমি অতোটা জ্ঞানী-গুণী নই। আমার জানার পরিধি খুবই কম।
    তবে এটুকু জানি, ডোমেইন, হোস্টিং সাধারণত এক বছরের জন্যই রেজিস্ট্রেশন করা হয়। তারপর ইচ্ছে করলে আগের কোম্পানীতেই রিনিউ করা যায় ইচ্ছা না করলে অন্য যেকোনো কোম্পানীতেই হোস্ট ট্রান্সফার করা যায়।
    এক বছর কেন, আপনার সাইট যদি জনপ্রিয় হয় তাহলে তো আমি বলবো ছয় মাস পরেই হোস্ট চেঞ্জ করে নিন। কারণ সবাই জানে, সস্তার তিন অবস্থা।
    —————————————–
    কো.সিসি এবং ফ্রিহোস্টিয়া কিংবা এরকম ফ্রি সার্ভিস টাকা খরচ করে কেন দেয়া হয়? কেন তাড়া ঘরের খেয়ে বনের মোষ তাড়াবে? কারণ চিন্তা করে নিন। তাই বলবো, প্রফেশনাল কাজের জন্য অবশ্যই অবশ্যই টাকা খরচ করে ডোমেইন এবং হোস্টিং কিনে নিন। আর পরীক্ষা-নীরিক্ষা এবং কাজ জানার জন্য কো.সিসি এবং ফ্রিহোস্টিয়ার কোনো তুলনা নেই।
    ——————————————
    আশা করছি, আপনার মনের ক্লেশ দূর করতে পেরেছি। যদি আরও কিছু জানার থাকে নির্দ্বিধায় প্রশ্ন করুন। আমার জ্ঞানের সামর্থ থাকলে অবশ্যই জবাব পাবেন।
    —————————————–
    ভালো থাকুন, ভালো থাকুক আপনার বন্ধুরাও….

    হোস্টিং একবছরের জন্য রেজিস্ট্রেশন করা হয় এ কথা মানতে পারলাম না। আর মনে করেন কেউ ব্লগ করল নিজের জন্য তার টাকা ও নেই পেইড হোস্টিং এ যাওয়ার তখন কী করবে? এর চেয়ে কি ভাল হবে না co.cc ডোমেইনটা যে হোস্টিং কোম্পানি আনলিমিটেড সময়ের হোস্ট করার সুযোগ দেয় সেখানে হোস্ট করতে।

    ভাই আশা করি আমি কি বলতে চেয়েছি বুঝতে পেরেছেন।

আমার জন্য খুবই উপকার হয়েছে

Level 0

ভাই আমার খুব কাজে লাগসে

Level 0

ইন্টারনেটে আয় করার মত অনেকপদ্ধতির নাম আমরাশুনেছি।কিন্তু
কোনটির আয় করার পদ্ধতি কিরকম তার বিস্তারিতআমরা অনেকেইএখনোভালভাবে
জানিনা। তবে এটা সত্য যে আমরা যদি অনলাইন থেকে আয়ের ব্যাপারেএকটুসতর্কহই
এবং ভালভাবে জ্ঞান লাভ করি তবে আমরা প্রত্যেকেই বিপুল
পরিমানবৈদেশিকমুদ্রা অর্জন করতে পারি। link:- http://www.earnnews24.com

ভাই,পারলাম না। “২. এবার যে পেজটি আসবে, এটি সাইনআপ ফরম। একটু কেয়ার নিয়ে পূরণ করতে হবে।”এখানে use a subdomain এই Option টা নেই। এজন্য অনেক চেষ্টা করেও সব বিফলে গেল। ভাই,আর কি কোন পদ্ধতি আছে? আমার ইমেল [email protected]

বেশ জটিল মনে হচ্ছে।প্রিয় টিউনসে রাখলাম অন্য সময় ট্রাই করে দেখবো। ধন্যবাদ।

Level New

পান্থ ভাই আপনার এ টিউনটি দৃষ্টি আকর্ষণ করছি, সব কিছু ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে ২ নাম্বার এ mack kore ( Use a subdomain) এ অপশন টা আসছে না। বাকি সব ঠিক আছে। এ অপশনটার জন্য বাকি কাজ গুলো করতে পারছি না। এর জন্য আমাকে সাহায্য করতে পারবেন?

Level 0

free hostia তে host domain এ আমার ওয়েব লিঙ্ক দিলে invalid domain show করে । please আমার সমস্যাটা সমাধান করার নিয়ম জানান।

Level 0

free hostia তে host domain এ আমার ওয়েব লিঙ্ক দিলে invalid domain show করে । please আমার সমস্যাটা সমাধান করার নিয়ম জানান।

vai ra 5 month hoilo wordpress er pichone lagse kinto akhono porjonto jante parlam na asole shoro kothay ai wordpress er….mane wordpress dea site banate hole amar prothom ki korte hobe

Dear Pantho bruvo,it was really impressive & was going well but from the point no.12 i could not find any option to put the domain name and add,it might be because free hostia have changed their look.It will be very helpful if you give a solution .Thanks in advance

Level 0

ভাই আমার একটা সাইট আছে কিন্তু বাংলা লেখা যাচ্ছে না। wordpress
wp-config এর cht change করে UTF-8 লেখি save হয় না বাংলা আসেনা
বলে this page could not be saved
language folder এ bn_BD.MO upload করেছি but save হয় না
http://www.sahajjo.co.cc

আর http://www.bdstudent.tk র joomla নাম সহ ছবি change করতে পারছি না
একটু help করেন। আপনি অনেক কিছু জানেন ।আপনার tune আমি নিয়মিত পরি
bye

ভাইয়া hostiaতে আর .co.cc .tk domain সাপোর্ট করে না় ।