একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার হতে হলে যে ওয়েবসাইট গুলো সম্পর্কে জানা প্রয়োজন

টিউন বিভাগ ওয়েব ডেভেলপমেন্ট
প্রকাশিত
জোসস করেছেন
Level 0
টিউনার, টেকটিউনস, ঢাকা

বর্তমান বিশ্বে প্রতিনিয়ত ওয়েবসাইটের সংখ্যা বাড়ছে। এরই ধারাবাহিকতাকে কেন্দ্র করে প্রতিনিয়ন তৈরি হচ্ছে নতুন নতুন ওয়েব ডেভেলপার। একটি ওয়েবসাইট পরিপূর্ন রূপে তৈরি করার জন্য আপনাকে অবশ্যই একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার  হতে হবে। একটি ওয়েবসাইট ডেভেলপ করা যেমন জরুরী ঠিক তেমনি এর ডিজাইন করাটাও ততোটাই জরুরি। আর এই ডিজাইনের কাজ করে থাকেন ওয়েব ডেভেলপার। একটি প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন কররা জন্য প্রয়োজন  অনেক গুলো ফ্রেমওয়ার্ক, আইকন, ফ্রন্ট, কোড ভ্যালিডেশন ইত্যাদি। আজকের আর্টিকেলে এমন কিছু ওয়েবসাইট সম্পর্কে বলব বা এমন কিছু ওয়েবসাইটর লিংক শেয়ার করব। যে ওয়েবসাইট গুলোর মাধ্যেমে আপনি খুব সহজে একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করার  জন্য ফ্রেমওয়ার্ক, রিসোর্সেস, আইকন, ফ্রন্ট, কোড ভ্যালিডেশন ইত্যাদি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। এবং একটি ওয়েবসাইট তৈরি করার জন্য ওয়েব ডেভেলপারদের এই ওয়েবসাইট গুলো সম্পর্কে জানা অত্যান্ত গুরুত্বপূর্ন।

ফেমওয়ার্ক

একটি ওয়েবসাইটের জন্য ফেমওয়ার্ক অত্যান্ত গুরুত্বপূর্ন। ফেমওয়ার্ক এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটটিকে একটি প্রফেশনার লুক দিতে পারবেন। নিচে কিছু ফেমওয়ার্ক এর ওয়েবসাইট লিংক দেওয়া হলো:

১. Bootstrap 5 - https://getbootstrap.com/

২. Foundation - https://get.foundation/

৩. Bulma - https://bulma.io/

৪. Reflexgrid - https://reflexgrid.com/

ওয়েব

ফন্ট

যেকোনো ওয়েবসাইট ডিজাইনের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ হলো একটি ভাল ফন্ট পছন্দ করা। আপনার ওয়েব ফন্ট যত সুন্দর হবে, সাইটের সৌন্দর্য ততটাই বৃদ্ধি পাবে। ওয়েব ফন্ট ডাউনলট করার জন্য বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। এর মধ্যে কিছু জনপ্রিয় ওয়েব ফন্ট ডাউনলট সাইট হলো:

১. Google Fonts - https://fonts.google.com

২. Custom Fonts - https://www.dafont.com/

ওয়েব আইকন

ওয়েবসাইট ডিজাইন করার জন্য আমাদের নানান ধরনের ওয়েব আইকন ব্যবহার করতে হয়। এই ওয়েব আইকনগুলো আমাদের ওয়েবসাইট এর সৌন্দর্য আরও বহুগুন বৃদ্ধি করে। এখানে জনপ্রিয় কিছু ওয়েব আইকন ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হল। যেখান থেকে আপনি আপনার ইচ্ছামত ওয়েব আইকন পছন্দ করতে পারবেন।

১. Font Awesome - https://fontawesome.com/

২. Line Awesome - https://icons8.com/line-awesome

৩. Icon Finder - https://www.iconfinder.com

৪. Material Icon - https://fonts.google.com/icons?selected=Material+Icons

ওয়েবসাইট স্পীড

একটি ওয়েবসাইটের জন্য স্পীড খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারন যারা ওয়েবসাইট ব্যবহার করেন তাদের মধ্যে বেশির ভাগ মোবাইল ফোনে ওয়েবসাইট ব্যবহার করেন। তাই ওয়েবসাইটের স্পীড যত দ্রুত হবে মোবাইল ফোন থেকে ওয়েবসাইট লোড কম হবে, এবং সময় আর ডাটা কম খরচ হবে। ওয়েবসাইট স্পীড পরীক্ষা করার জন্য অনেক ওয়েবসাইট রয়েছে। তার মধ্যে জনপ্রিয় কিছু ওয়েবসাইট হলো:

১. Google - https://developers.google.com/speed/pagespeed/insights

২. Tools Pingdom - https://tools.pingdom.com

৩. Gtmetrix - https://gtmetrix.com/

কোড ভ্যালিডেশন

একটি ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের বিভিন্ন প্রকার প্রোগামিং কোড লিখতে হয়। এবং কোডগুলো লেখার পর এর ভ্যালিড চেক করতে হয। এইজন্য বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে আপনি কোড আপলোড করে কোড ভ্যালিড চেক করতে পারবেন। এবং কোডের কোন জায়গায় সমস্যা আছে তা চিহ্নিত করে ঠিক করতে পারবেন। কোড ভ্যালিড চেক করার জন্য নানান ওয়েবসাইট রয়েছে। এর মধ্যে জনপ্রিয় কিছু ওয়েবসািইট হলো:

১. Html - https://validator.w3.org

২. Css - https://jigsaw.w3.org/css-validator

আশাকরি উপরের ওয়েবসাইটগুলো আপনার কাজের ক্ষেত্রে অনেক উপকারে আসবে। এই ছিল আজকের মতো এরকম আরো নতুন নতুন আর্টিকেল পেতে আমার প্রোফাইটি ফলো করে রাখুন। এবং টেকটিউনস এর সাথে থাকুন ধন্যবাদ।

 

Level 0

আমি আরজে পলাশ। টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস