সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO)

সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন নিয়ে অনেক পোস্ট লেখা হয়েছে তারপরও SEO কেই বেছে নিলাম পোস্ট এর জন্য। SEO সম্পর্কে সচ্ছ ধারনা দেওয়ার উদ্দেশ্যে আমার এই পোস্ট লেখা। ওয়েবসাইটে ভিসিটর পাওয়ার ক্ষেত্রে SEO এর কোন বিকল্প নাই।
আমরা Website এ ভিসইটর পাই তিনভাবে। যথাঃ
১। Direct traffic:সরাসরি ওয়েব সাইটের টাইপ করে আসে। এই সব ভিজিটর ওয়েব ঠিকানা জেনে ভিজিট করতে আসে।
২। Link visitor: এই সব ভিজিটর অন্য সাইট থেকে আপনার সাইটের লিঙ্ক এ ক্লিক করে আসে।
৩। Search engine traffic: এই সব ভিজিটর সার্চ ইঞ্জিন থেকে আসে।

Search engine থেকেই আপনার কাংক্ষিত ভিজিটর পেতে পারি। তাই সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এ সম্পরকে সচ্ছ ধারনা থাকা দরকার।

প্রথমে জানতে হবে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন কি?
SEO হল ওয়েবে প্রাপ্ত সেবাগুলুর মধ্যে সবচেয়ে প্রতিযোগিতা মুলক সেবা। SEO বলতে আমরা বুঝি সার্চ এঞ্জিনে আমাদের সাইট কে সাবমিট করা। কিন্তু আমি SEO বলতে আর অনেক বেশি কিছু বঝাতে চাই। আমি বলব SEO মানে হল একটি ওয়েব সাইট কে সার্চ ইঞ্জিনে যুক্ত করা এবং কোন নির্দিষ্ট keyword এর জন্য এটিকে সার্চ রেজাল্ট এ উপরে তুলে আনা।

সার্চ এঞ্জিন কিভাবে কাজ করে?
সার্চ এঞ্জিন একটা নির্দিষ্ট সময় পর পর বট বা ক্রলার পাঠায় ওয়েব কে ক্রল করার জন্য। ক্রলার প্রথমে বড় ওয়েব ডিরেক্টরি এবং অন্য সার্চ ইঞ্জিন এর ডাটাবেজ কে ক্রল করে। তারপর page rank অনুযায়ী অন্নান্য ওয়েব সাইট ক্রল করে। এই সব ওয়েবসাইট ক্রল করার সময় ক্রলার কোন HTML লিঙ্ক পায় সেই লিঙ্কটিকে তার ডাটাবেযে যোগ করে। এই জন্যই Sitemap নামে যে পেজ তৈরি করা হয় তা মুলত এই উদ্দেশ্যেই। আর কোন ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিনে যুক্ত করার সবচেয়ে কার্যকরি উপায় হল সার্চ ইঞ্জিনে ক্রল করা কোন ওয়েবসাইটে আপনার website টির লিঙ্ক দিন। ক্রলার কোন লিঙ্ক থেকে আপনার ওয়েবসাইটে আসার পর ইটি প্রথমে নির্দিষ্ট keyword বা meta tag খুজে নির্দেশনা পাওয়ার জন্য। তারপর টেক্সটকে ক্রল করে এবং সেভ করে রাখে। সুতরাং সার্চ ইঞ্জিনে যুক্ত হতে html লিঙ্ক এর কোন বিকল্প নাই।

অনান্য তথ্যের জন্য ভিজিট করতে পারেন itlinks.info

Level 0

আমি Tunemaster। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

SEO koresi >> http://www.martin.cathweld.com
এখানে অংশ গ্রহন করুন।

Level 0

ধন্যবাদ, তবে ব্যবহার পদ্বতি ছবি সহ দিলে আরো ভাল হত।

Level 0

ভাই ধন্যবাদ। আমি একটি প্রশ্ন করব দয়া করে জবাব দিবেন। আমার সাইটি হলো কৃ্ষি বিষয়ক। শ্যামলা বাংলা http://sbangla.yolasite.com এখন প্রশ্ন হলো এই সাইটের জন্য কি কি কিওয়াড ব্যবহার করব জানাবেন কি? আর সম্ভব হলে আমার জন্য কীওয়াড দিবেন। আবারো ধন্যবাদ।

Level 0

ভালো টিউন।আনেকেরই উপকারে আসবে।

টিউন মাস্টার ভাই আমার হেলেন ক্লাব এ কি সমস্যা তা বুঝলাম না।একটু যদি কস্ট করে ই-মেইল করে জানাতেন তাহলে কৃতজ্ঞ থাকতাম।
ইমেইলঃ[email protected]
ওয়েবসাইটঃhttp://www.helenclub.webs.com

Level 0

প্রথমে যেভাবে গুছিয়ে লিখেছেন শেষে সেই রিদমটা বজায় রাখতে পারলেন না। তবু বলবো, ভালো লিখেছেন। নতুনদের অনেক কাজে লাগবে।

Nurjahan apni apnar website ti jehetu krishi bishoyok ebong Bangla vashay lekha. Sutorang apnar target holo bangladeshi traffic ana tai ami bolbo apni nicher keyword gulu dekhte paren:

agriculture bangla, agri bangla, agriculture tool, agri info ei jatiyo keyword gulu basai korte paren.

Tasara apni google adwords er help nite paren. Mobile theke answer dilam, tai english likhte holo.

@ নুরজাহান, গুগল এডওয়ার্ড-এর এড্রেস হলো- https://adwords.google.com/select/KeywordToolExternal
এখান থেকে সাজেশন পেতে পারেন কী ধরণের কী-ওয়ার্ড ইউজ করবেন।