কেমন আছেন সবাই ?
আশাকরি আল্লাহ্র রহমতে ভালো আছেন ।
আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র রহমতে ভালো আছি ।
আজতো বাংলাদেশের সব চেয়ে ভয়ংকর ভূমিকম্প হল , আমাদের চট্টগ্রামে তেমন কিছুই হয়নি।
যাক এবার কাজের কথায় আসি।
আমাদের সবারই কোন না কোন ব্লগ আছে, নতুন ব্লগারদের একটি সমস্যা তাহলো ব্লগকে ইন্ডেক্স করা নিয়ে। আপনার ব্লগ যদি ঠিক মত ইনডেক্সই না হয় তাহলে ভিজিটর পাবেন কোথা থেকে ???
ব্লগ ইনডেক্স করা নিয়ে আর চিন্তা নাই, আমি কিছু সাইট শেয়ার করছি যেই সাইটগুলি আপনার ব্লগকে ইনডেক্স করতে খুব সহায়তা করবে।
http://feedshark.brainbliss.com
আর এগুলার ব্যবহার সম্পর্কে কিছুই বলা লাগবেনা আপনি সাইতগুলাতে ধুক্লেই বুঝবেন।
আশাকরি যারা আমার মত নতুন ব্লগার তাদের কাজে লাগবে। ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।
কোন ভুল হলে ক্ষমা সুন্দর দিষ্টিতে দেখবেন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই আসিফ পাগলা সাব্বির।
আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...
ভাল টিউন।পিং সাধারণত নতুন লেখা পোস্ট করার সাথে সাথে করলে ভাল হয়।