আমরা ব্লগস্পট এ যারা গানের সাইট করি তারা প্রায়ই অন্য সাইট থেকে সরাসরি কপি করে আমাদের সাইটে পেস্ট করি।আর এটাই স্বাভাবিক কারন ব্লগস্পট এ যারা সাইট করে তাদের সাধারনত কোন সার্ভার থাকে না।তাই হোস্টিং করতে পারি না।বা বাজেট ও অত থাকে না হোস্টিং কেনার মত।কিন্তু এর একটা বিকল্প রাস্তা আছে,যদিও অধিকাংশ ব্লগার ই এই বিষয়টা জানেন তাই যারা জানেন তারা ক্ষমা করবেন।অনেকে জানলেও একটু বেশি সময় লাগবে বলে সরাসরি অন্য সাইট বা ব্লগসাইট থেকে কপি করে।আমি যে উপায় টা এখন বলব এইটাতেও কপি করব কিন্তু একটু ভিন্ন ভাবে।এবার আসুন কাজের কথায় আসি।
*আমি যে উপায় টা অনুসরণ করি বা আপনাদের আজ শেখাব এটাতে সর্বদাই মিডিয়াফায়ার{Mediafire} এর লিঙ্ক ব্যবহার করতে হবে। এবং আপনাকে অবশ্যই মিডিয়াফায়ার {http://www.mediafire.com}এ একটা ফ্রী অ্যাকাউন্ট খুলতে হবে।
*আপনি যে সাইট বা ব্লগসাইট থেকে অ্যালবাম টি সংগ্রহ করবেন সেটা নির্বাচন করুন যেমন {http://www.doridro.com, http://www.mp3kolkata.com ,http://www.musicjalsha.com,http://www.musicjagat.com,www.aimraj.com }ইত্যাদি।{অবশ্যই সেই সাইট এর সকল লিঙ্ক মিডিয়াফায়ার এর হতে হবে}
*এবার যে গান বা অ্যালবাম টা আপনি আপনার সাইট এ পোস্ট করবেন আপনার ওই নির্বাচন করা সাইট এর সেই লিঙ্ক এ ক্লিক করুন।
*এখন লিঙ্কে ক্লিক করলে মিডিয়াফায়ার এর পেজে নিয়ে যাবে যেখান থেকে আমরা ক্লিক করে ডাউনলোড করি তার ঠিক নিচেই লেখা থাকে {Save To My Account}এখানে ক্লিক করুন{পূর্বে অবশ্যই আপনাকে মিডিয়াফায়ার এ লগ ইন করে নিতে হবে} আর লগ ইন না করে নিলে আপনি সেভ করতে পারবেন না
*এখন মিডিয়াফায়ার এ লগ ইন করা থাকলে দেখবেন উপরে বাম দিকে মাই ফাইলস{My Files} এ ক্লিক করলে মিডিয়াফায়ার এর একটা পেজে নিয়ে যাবে সেখান থেকে আপনি আপনার সেভ করা ফাইল এর ডান দিকে অ্যাকশান{Action} এ ক্লিক করে ফাইল টা রিনেম{Rename}করতে পারবেন।অর্থাৎ আপনি চাইলে আপনার সাইট এর নাম ও ফাইল এর শেষে যোগ করতে পারেন যেমনঃ Jane Mon-Jeet Ganguli.mp3-musicfunbd.blogspot.com
*এবার ব্লগার এর ড্যাশবোর্ড এ পোস্টিং এ গিয়ে অর্থাৎ যেখানে আমরা পোস্ট করি সেখানে গিয়ে অ্যাড এ লিঙ্ক এ ক্লিক করব।এবং উপরে গানের নাম টি লিখবেন আর লিঙ্ক এর যায়গায় আপনার ওই মিডিয়াফায়ার এর লিঙ্ক টি কপি করে পেস্ট করবেন এবং এর পরে আপনার পোস্ট টি পাবলিশ করবেন
আমি টেকটিউনস এর একজন নতুন টিউনার।আমি এর আগে কখনও টিউন করি নাই।সুতরাং সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিবেন।আর আমরা প্রত্যেকে যারা গানের সাইট এ কাজ করি{ব্লগস্পট} তারা যদি এই ভাবে আমাদের কাজ চালিয়ে যাই তাহলে দেখতেও ভাল লাগবে এবং কাঙ্ক্ষিত ভিজিটর ও পাওয়া যাবে।চাইলে এইভাবে অর্থাৎ সরাসরি কপি পেস্ট করে না এমন গানের সাইট{ব্লগস্পট} এর কয়েকটা ঠিকানা দিলাম আমার ব্লগস্পট: http://www.musicfunbd.blogspot.com অথবা http://www.amarsong.blogspot.com ইত্যাদি
আর এই বিষয়ে কোন সমস্যা বা অভিযোগের জন্য অবশ্যই মন্তব্য করবেন অথবা আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক প্রোফাইল এ বন্ধু হতে পারেন http://www.facebook.com/saimon.hossain2
আমি সাইমন হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আসলে একজন প্রযুক্তি প্রেমিক মানুষ।নিজে যা জানি তা অন্যদের মাঝে বিতারন করতে ভালবাশি।বেশি কিছু লিখলাম না।
jotil tune bhi