গুগল এ্যাডসেন্সঃ আমি যেভাবে পেয়েছি আর আপনি যেভাবে পেতে পারেন!!

যারা শখের বশে কিংবা ইনকামের উদ্দেশ্যে ব্লগিং করছেন কিংবা ওয়েবসাইট  খুলেছেন তাদের সবারই মূল টার্গেট থাকে গুগলের এ্যাড পাওয়া। আর গুগলের এ্যাড পাওয়া আমাদের দেশ থেকে যে কতটা কঠিন তা শুধুমাত্র ভুক্তভোগীরাই জানে। সবার মত আমিও গত 3 মাস ধরে গুগলের এ্যাড পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাওয়ার পর ঈদের আগের দিন সফল হয়েছি। ইনকাম নয় গুগলের এ্যাড পেয়েই আমি নিজেকে সফল মনে করছি। কারণ গুগলের ইনকামের চেয়ে এ্যাড পাওয়াটা বেশি কঠিন। যাই হোক গুগলের এ্যাডসেন্স পেতে আমি কি করেছি, আর আপনারা কি করতে পারেন সেই বিষয়ে আমার আজকের টিউন। একটা কথা বলে রাখা ভালো, একেক জন গুগলের এ্যাড পেয়েছে একেক রকম অভিজ্ঞতা নিয়ে। তাই আমার অভিজ্ঞতাটা হয়তো সবার মনঃপুত নাও হতে পারে। তারপর ও আশা করি চেষ্টা করে দেখবেন।

যাত্রা হলো শুরুঃ

আমি যখন প্রথম গুগলের এ্যাডসেন্স এর জন্য এপ্লাই করি তখন গুগলের রিপ্লাই পাই 3 দিন পর। গুগল আমার আবেদন গ্রহণ করেনি এই মর্মে মেইল পাঠায়। সেখানে গুগল আমাকে এডসেন্স না দেওয়ার পেছনে ইস্যু দেখিয়েছে “পেজ টাইপ”.  তখন আমি আমার সাইটের গিয়ে দেখলাম আমার সাইটের কি সমস্যা। তখন আমি দেখলাম যে আমার সাইটে অনেকগুলো আর্টিকেল আছে যা হুবহু অন্য সাইট থেকে কপি করা। আমি সেই সব আর্টি কেল ডিলিট করে দিলাম। এর কয়দিন পর আমি পুণরায় একই মেইল থেকে আবার আবেদন  রিসেন্ড করি। এবার রিপ্লে আসলো 4 দিন পর। গুগল আমাকে এবারও আমাকে এডসেন্স না দেওয়ার পেছনে ইস্যু দেখালো “পেজ টাইপ”. এবার আমি আবার আমার সাইটে গিয়ে খুজতে লাগলাম সমস্যা কোথায়। তখন দেখি যে আমার সাইটে বেশির ভাগ কন্টেন্ট ছিল বাংলায়। তখন আমি কয়েক দিন অপেক্ষা করে ধৈর্য্য ধরে কিছু ইংরেজিতে ভালোমানের আর্টিকেল পোস্ট করলাম। এবং আবার গুগলের কাছে একাউন্ট চেয়ে আবেদন করলাম সেই একই মেইল থেকে। এবারও রিপ্লে আসলো “পেজ টাইপ”. এবার আমার মাথা সত্যি সত্যি হ্যাং হয়ে গেলো। কিছু না করেই সাথে সাথে আবার আবেদন করলাম সেই একই মেইল থেকে। এবার গুগল রিপ্লে করলো 2 দিন পর। একাউন্ট পেলাম না এবারও। কারণ হিসেবে দেখালো “ডোমেইন ওনারশিপ”. এর মানে হচ্ছে আমি যেই সাইটের জন্য একাউন্ট চেয়ে আবেদন করেছি সেটা যে আমার সাইট তার প্রমাণ কি? বুঝুন অবস্থা!!! কি আর করা কিছুই করলাম না। না করে আগের বারের মতো এবার ও আবেদন রিসেন্ড করলাম। এর চার দিন পর এই মেইলটি আসে:

Hello Rashead Hasan Akash,

Thank you for your interest in Google AdSense. Unfortunately, after
reviewing your application, we're unable to accept you into Google
AdSense at this time.

We did not approve your application for the reasons listed below.

Issues:

- Domain ownership not evident

---------------------

Further detail:

Domain ownership: To complete our review, we need to confirm your
ownership of the site you've submitted. Please follow the steps below:
- Access the source code of your website.
- Create a separate page on the site and paste "This post confirms my
ownership of the site and that this site adheres to Google AdSense
program policies and Terms and Conditions: 00000000000000000"
- Resubmit the application as described below after replacing the
current URL in the 'Website URL' field with the URL of the page where
you have pasted the snippet.

---------------------

For a complete list of AdSense criteria, please visit:

https://www.google.com/adsense/policies?hl=en_US

https://www.google.com/adsense/localized_tarms?rc?_=BD&c#e=1&hl=en_US

To update and resubmit your application, please visit
https://www.google.com/adsense?#### and sign in using the email
address and password you submitted with your application. Our
specialists will review your account for compliance with our program
policies, so please make sure to resolve all of the issues listed above
before resubmitting.

Sincerely,

The Google AdSense Team

এবার আমি আমার মেইনে ডোমেইন উপরোক্ত লাল রঙ্গের লেখাটি একটি এইচটিএমল পেজে পেস্ট করে তা সাইটে আপলোড করে দেই এবং সাই পেজটার ঠিকানা দিয়ে আবার গুগলের একই মেইল থেকে আবেদন করি।তবে  এবার সাইটের এ্যাড্রেস হিসেবে আমি দেই http//www.edunews4u.com/my domain.html . এরপর রিসেন্ড করি। মেইল রিসেন্ড করার 4 দিন পর অর্থ্যাৎ ঈদের আগের দিন গুগল আমাকে এই মেইল টি পাঠায় আর জানায় আমার আবেদন গুগল গ্রহণ করেছে। আপনাদের সুবিধার্থে মেইলটি নিচে পোষ্ট করে দিলাম। 

Congratulations!

Your Google AdSense application has been approved. To activate your
account and get started with AdSense, follow the steps below.  Or, for
a detailed walkthrough of everything you need to know as a new AdSense
publisher, visit Newbie Central:
https://www.google.com/adsense/support/as/bin/static.pyde=1045789&sct=app-afc-ics&hl=en_US .

STEP 1: Access your account.

Visit https://www.google.com/adsense?sct=sdfapp-afc-il=en_US and sign
in using the email address and password that you submitted with your
application. Before being able to display AdSense ads, you will have to
accept the Terms & Conditions. If you've forgotten your password,
visit:
https://www.google.com/adsense/support/as/bin/stsdfic.py?pagesdf=ts.cs&ts=10sdf&sct=app-afc-ics&hl=en_US .

STEP 2: Create an AdSense ad unit.

Visit the "My Ads" tab, confirm the product selected is "Content" and
click "New ad unit."

STEP 3: Display AdSense ads on your pages.

After you create your ad unit, we'll give you the ad code to paste into
the HTML source of your website so that you can show ads. For help
adding the code to your pages, visit our Code Implementation Guide at:
https://www.google.com/adsense/support/bin/static?page=guide.sdfcs&guide=28893&sct=app-afc-hl=as=us=en_US .
If you don't have access to edit the HTML source of your pages, please
contact your webmaster or hosting company.

IMPORTANT NOTES:

* Please don't click on your ads, even to test them -- doing so isn't
permitted by the AdSense program policies:
https://www.google.com/adsense/policies?hl=en_US .

* As part of changes made in the application approval system, your new
account will be closely monitored for compliance with our policies. If
policy violations are detected, ad serving to your pages may be stopped
or your account disabled.

* You can add the AdSense code to a new page or site that complies with
our program policies at any time. There's no need to inform us or apply
for a new account when you do.

Have more questions? You can find answers in our Help Center at
https://www.google.com/adsense/support/asertive/?sctooMo=app-afc-ics&hl=en_US ,
or the AdSense blog at http://adsenswwe.bloghspot.com?sct=app-afc-ics . In
addition, you can post your questions to the AdSense Help Forum at
http://www.google.com/support/fordsfum/p/sdfAdSense?ssdfct=sdf?_app-dsfafc-icssdfas&hl=en_US .

Sincerely,

The Google AdSense Team

This message was sent from a notification-only email address that does
not accept incoming email. Please do not reply to this message.

Email preferences: You have received this mandatory email service
announcement to update you about important changes to your AdSense
product or account.

Google Inc.
1600 Amphitheatre Parkway
Mountain View, CA 94043

আর এভাবেই আমি অবশেষে জয় করি গুগলের সোনার হরিণ খ্যাত “গুগল এ্যাডসেন্স একাউন্ট”. তাই আপনাদের বলছি থামবেন না, চালিয়ে যান। দেখবেন আপনিও একদিন সফল হবেন। তবে একটা কথা, গুগলের একাউন্ট পেতে চাইলে আর কিছু না শুধুমাত্র আপনার ওয়েবসাইটে বেশি বেশি ভালো মানের আর্টিকেল পোস্ট করুন এবং তা হতে হবে অবশ্যই ইউনিক। কারণ, গুগল ইউনিক আর্টিকেল ছাড়া আপনার সাইটকে কখনোই এ্যাডসেন্স এর পারমিশান দিবে না।

Level 0

আমি অচেনা বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a simple Man.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Jotil carry on……………

Level 0

ওরে বাবা আমি আয় করব না

একবার করে এই পোস্ট টা পড়ে আসবেন মিয়া ভাই… আপনার কাছে অনুরোধ রইলো আর অবশ্য সব কমেন্টস গুলো ওঁ পড়বেন। এটা আপনার ভালোর জন্যই যা আপনাকে সতঁর্ক করবে অনেক ব্যাপারে। ধন্যবাদ। শুভ কামনা আপনার জন্য।

গুগল এডসেন্স ধারীরা সাবধান হোন : এডসেন্স ব্যান এড়াতে টিউনটিতে বিশেষ দৃষ্টি দিন

    @তাহের চৌধুরী (সুমন): অনেক ধন্যবাদ তাহের ভাই। কয়েকটি প্রশ্ন আপনার প্রতি, আশা করি উত্তর দিবেনঃ
    1. গুগলের এ্যাড গুলো আমার সাইটে সব সময় এক কর্ণারে শো করে যার কারণে আমি এ্যাড গুলোতে ডিভ এলাইন দিয়ে সেন্টার পয়েন্টে শো করাচ্ছি।এতে কি কোনো সমস্যা হবে?
    2. আমার ই-বুক সাইটে বই ডাউনলোড করার জন্য বিভিন্ন সাইটের লিঙ্ক ডাউনলোড লিঙ্ক হিসেবে দেয়া আছে, এতে কি কোন সমস্যা হতে পারে?
    3. আমার গুগলের এ্যাডগুলো কি আমি আমার সাব-ডোমেইন এ ব্যবহার করতে পারবো? যেমন: edunews4u.com এটা আমার ডোমেইন এখন এই এ্যাডগুলো কি আমি e-book.edunews4u.com এ ব্যবহার করতে পারবো?
    4. Page CTR, CPC, Page RPM এগুলোর মানে কি?
    5. Estimated earnings কি?

    আশা করি দয়া করে উত্তর দিবেন। ধন্যবাদ।

      @রাশেদ হাসান আকাশ:
      Adsense এর Terms & Condition অনুযায়ী,
      ১. আপনি অ্যাডসেন্স এর কোড কোনরকম পরিবর্তন করতে পারবেন না। Div Block এর সিএসএস পরিবর্তন করতে পারবেন, অ্যাড ব্লক গুলোও Re-Arrange করতে পারবেন।
      ২. আপনি পর্ণ, Warez, Copied/Duplicated Post ছাড়া অন্য যেকোনো সাইট এ অ্যাডসেন্স এর অ্যাড ব্যবহার করতে পারবেন।
      ৩. উপরের ২ নং পড়ুন।
      ৪. Page CTR= Click Through Rate = Number Of Clicks/Number Of Ad Impression
      CPC = Cost Per Click = How Much You Get Per Click (Average)
      RPM = Rate Per 1000 Impressions = How much you have earned per 1000 impression।
      ৫. এটি একটি আনুমানিক হিসাব। প্রতি মাস এর শেষে গুগল অ্যাডসেন্স টিম Unique Ad Zone Click হিসাব করে Final Earnings দিবে।

      @রাশেদ হাসান আকাশ: দুঃখিত সেদিনের পর আপনার টিউনে আর আশা হয়নি বলে উত্তর টা দিতে পারিনি। রিয়াদ ভাই উত্তর গুলো দিয়েছে তারপরও আমি সামান্য লিখছি।

      ১। ডিভ এলাইন ইউজ করা যাবে, কোন সমস্যা নাই। কোডের কোন রুপ পরিবর্তন না করলেই হবে।
      ২। আপনি ফাইল শেয়ারিং সাইটের ডাউনলোড লিংক দিতে পারেন সেটা আপনার বা যে কারোরি হোক, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যেসব সাইট তাদের নিজস্ব ডাউনলোড লিংক ইউজ করে তাদের লিংক আপনার সাইটে দেয়া কোন কোন ক্ষেত্রে রিস্ক হয়ে যায়, আর কপি রাইট আইনের কথাওঁ মাথায় রাখতে হবে।
      ৩। হ্যাঁ অবশ্যই পারবেন। আপনি চাইলে আপনার বন্ধুর সাইটেও এডসেন্স ইউজ করতে পারবেন
      ৪। রিয়াদ ভাইয়ের CTR ক্যালকুলেশনে একটু প্রবলেম আছে। CTR টা হবে = Number Of Clicks ইনটু 100 ডিভাইডেড বাই Number Of Ad Impression। আর বাকী গুলা ঠিক আছে
      ৫। নির্দিস্ট একটা সময় থেকে এখন পর্যন্ত কত আয় করলেন সেটা ই হচ্ছে Estimated earnings।

      ধন্যবাদ। ভালো থাকবেন।

আপ্নার সাইট আমার লিনাক্স-মিন্টে এরকম লেখা দেখায়। কিন্তু গুগলের এডগুলো ভালই দেখতে পারছি। সমস্যাটা কোথায়?

PvKwii mv¶vrKvi w`‡Z wM‡q wee«ZKi Ae¯’vq ev mgm¨vq c‡obwb Ggb c«v_©x Lye KgB

    @মাসপি likes Mandriva, A linux based OS: আপনি যে লেখাগুলো মন্তব্যের মাধ্যমে পোস্ট করেছেন এগুলো আমার সাইটে বাংলা লেখা হিসেবে আছে। আর আমি এগুলো ইউনিকোডে লিখিনি। এগুলো সুটুনি এমজে ফন্ট ব্যবহার করে লিখেছি। কারণ, আমার জুমলা সাইট এ আমি ইউনিকোড ব্যবহার করতে পারছি না। তাই বাধ্য হয়ে সুটুনি এমজে ফন্ট ব্যবহার করছি। সেজন্যিই এমন দেখায়।

ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য…

Level 0

carry on bro

Level New

অনেকবার টেকটিউনসহ বিভিন্ন সাইটে একই কথা বলেছি আমি এবং আরো অনেক এডসেন্স পাবলিশারগণ- দয়া করে এডসেন্সের এপ্লিকেশন করার আগে তাদের টার্মস এন্ড কন্ডিশনের পৃষ্ঠাটা ভালো করে পড়ে নিন। এবং ওয়েবসাইটের ডেভেলপারদের জন্য আলাদা গাইডলাইনও তাদের সাইটে আছে। সেটা পড়ে কাজ করলে বারবার কষ্ট করতে হবে না, ইনশাল্লাহ একবারেই একাউন্ট এপ্রুভ হয়ে যাবে।
আর গেল সপ্তাহে এডসেন্স এপ্লিকেশন প্রসেসিং এর নিয়ম পরিবর্তন হয়েছে। নতুনরা সেটা মাথায় রাখবেন।

ধন্যবাদ আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আপনার জন্য একটা সাজেসন। সাইটের লিঙ্কটা রিমুভ করে দিন। আপনি অনেক কষ্ট করে পেয়েছেন। যারা গুগল অ্যাডসেন্স ইউজ করে তারা বাংলাদেশি কোন কম্যুনিটি বা কারও কাছে তাদের সাইটের লিঙ্ক শেয়ার করেনা। কারন আমাদের মনমানসিকতা এতটাই নিচে যে স্রেফ মজা করার জন্য ধুমসে ক্লিকিয়ে আপনার অ্যাকাউন্ট যে কেউ ব্যান করিয়ে দিতে পারে। আমার কথাগুলো ভুলভাবে নিবেন না। আমি আপনার ভালর জন্যই বলছি।

Level 0

apni jokhon adsense apply koren thokho apnar total post r daily visitor koto chilo?

Level 0

google adsense pete hole amake total koiti post dite hobe r daily koto jon visitor lagbe?
ami 1 year try korci kintu parci na…plz help me!

    Level New

    @apurbo333:
    এরকম নির্দিষ্ট কোনো আইন নেই। তবে কমপক্ষে সাইটের বয়স যেন এক মাস হয় এবং ১০টির মতো ইউনিক আর্টিকেল থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। এছাড়া এডসেন্সের নিয়মবিরোধী কোনো কিছু সাইটে থাকতে পারবে না।

Nice tune

সাত সমুদ্দুর 13 river ফারি ধিয়া success
🙂

ধন্যবাদ সুন্দর লেখার জন্য!অনেকের কাজে আসবে।

দারুন।

Level 2

Site ar link share korsen to morsen

Level 0

vai apnar acc bashi din thakbe na payment er age ban kore dibe. karon apnar site Banglaty. ( ami ai porjonto joto gular jonno acc apply korsi sob gulatai approve hoise ) valo moto site banale ato reject hoao lage na.

প্রেরণা পেলাম। ধন্যবাদ।

Level 0

ami 6 month dhore apply korchi, sudhu bolche amar address vul, onno address die try korechi, tao otai bole. Keu help korben plz !

Level 0

vai google adds pawar por ki copy paste korle problem ase????????????????

Hello XYZ,

Thank you for your interest in Google AdSense. After reviewing your
application, our specialists have found that it does not meet our program
criteria. Therefore, we are unable to accept you into our program.

We have certain policies in place that we believe will help ensure the
effectiveness of Google ads for our publishers as well as for our
advertisers. We review all publishers, and we reserve the right to decline
any application. As we grow, we may find that we are able to expand our
program to more web publishers with a wider variety of web content.

Please note that we may not be able to respond to inquiries regarding the
specific reasons for our decision. Thank you for your understanding.

Sincerely,

The Google AdSense Team

এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার কি উপায়?

Level 0

ভাইয়া আপনার মত গুগল এডসেন্স নিয়ে সমস্যায় পরেছি। আমার সমস্যাটা Issues:
– Contact address incorrect, incomplete or not provided
এইটা ঠিক করে কয়েকবার রিসাবমিট করেছি । রিসাবমিট করার পর এক ঘন্টার মধ্যে গুগল আমাকে দুইটা মেসেজ দেয়। প্রথমে উপরেরটা পরে
Follow the steps below to begin placing ad code on your site:

STEP 1: Access your account.

Visit http://www.google.com/adsense and sign in using the email address and password you submitted with your application. If you’ve forgotten your password, visit: http://www.google.com/adsense/support/as/bin/static.py?page=ts.cs&ts=1054302&sct=app-api. Please also make sure you have valid contact information in your account.

STEP 2: Create an AdSense ad unit.

Visit the “My ads” tab, confirm the product selected is “Content” and click “+New ad unit” or use the guided tour: http://goo.gl/umUzL

STEP 3: Implement the ad code on your pages.

After you create your ad unit, click “Save and get code” to generate the ad code to paste into the HTML source of your website. For help implementing the code, visit our Code Implementation Guide: http://goo.gl/u4pGI এই মেসেজটা । এই মেসেজ থেকে একাউণ্ড একসেস করতে ক্লিক করলে পুনরায় রিসাবমিটের পেজটা চলে আসতেছে। এই ভাবে দুইদিন ধরে চেষ্টা করতেছি কিন্তু কিছুই হচ্ছেনা।ভাইয়া দয়াকরে আমার সমস্যার সুন্দর একটা সমাধানে দেখিয়েদিন। ধন্যবাদ।

Level 0

আমি বলছি
STEP 1: আপনি আপনার মেইল এর আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন http://www.google.com/adsense গিয়ে ।
STEP 2: আপনাকে অ্যাড তৈরি করতে বলছে “+New ad unit” এ ক্লিক করে ।
STEP 3: এবং আপনার Add code টি আপনার সাইট এ insert করতে বলা হইছে।

আসা করি বুজতে পেরেছেন ।

অ্যাডসেন্স এর কোড কিভাবে সাইট এ Manually insert করবেন:
http://techupdatenews24.com/manually-add-adsense-every-wordpress-post/

ভাই একটু সাহায‌্য চাই, দয়া করে দিবেন। আমার একটা বাংলা নিউজ সাইট আছে, সেটা আমি প্রায় ৩ বছর ধরে নিয়মিত চালাই। আমার একটি ইমেল দিয়ে গত ২ বছর আগে গুগল এ্যাডসন্সের জন্য এপ্লাই করি। কিন্তু হয় না। মাঝে মধ্যে ঐ ইমেইল দিয়ে চেক করি। লগিন হয় না। ম্যাসেজ দেখায় গুগল এ্যাডসেন্স এপ্রুভ হয়নি। অনেক দিন যাবত ঐ ইমেইল দিয়ে আর চেক করি নাই। গত কয়েকদিন আগে নতুন একটি মেইল দিয়ে এ্যাডসেন্সের জন্য এপ্লাই করি। নতুন মেইলে ম্যাসেজ আসে যে আগের মেইলে এপ্রুভ হয়েছে। এটা হোস্টেল একাউন্ট। সেখান থেকে কোড নিয়ে আমার সাইটে বসিয়েছি। কিন্তু সাইটে এড এর জায়গা নিয়েছে কিন্তু এড দেখাচ্ছে না। কারণটা একটু বিস্তারিত জানালে খুব খুশি হব ভাই। অনুরোধ রইল।
আর একটি রহস্য আমার অজানা। আমার সাইট বাংলা, মাঝে মধ্যে কপিরাইটও করি। কিন্তু গুগল এ‌্যাডসেন্স এপ্রুভ হলো কি করে?