বাংলা ওয়েবসাইটের ভবিষ্যতবানী : উল্টা পাল্টা চিন্তায় মাথা নস্ট

বাংলা ওয়েবসাইটের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। অনেকেই তাদের ইংরেজী সাইটের বাংলা ভার্সন বের করছে। অনেকে বাংলা সাইট ছাড়া অন্য কোথাও যেতেই চাইছে না। আবার বাংলাসাইটগুলো অনেককে নতুন বন্ধুত্বের আর সম্পর্কের সৃষ্টিতে সহায়তা করছে। শিক্ষার উপকরন হিসবেও বাংলা ভাষার সাইটের ভূমিকা ব্যাপকভাবে বাড়ছে।

জনপ্রিয়তার কারন গুলো হয়তো এরকম:

১. টাকা কামাইয়ের জন্য প্রায় সবাই-ই ইংরেজী ওয়েবসাইট বানায়। হাতেগণা কয়েকটি সাইট আছে বাংলায়।
২. এদেশের মানুষের প্রানের ভাষা বাংলা, পৃথিবীতে ভাষার জন্য প্রান দিয়েছে এরকম উদাহরন বাংলাদেশ ছাড়া আর কোথাও নেই।

  • ৩. আমরা জাতি হিসেবে খুব একটা শিক্ষিত নই বা ইংরেজীতে রয়েছে গভীর অজ্ঞানতা।
  • ৪. বাংলা সবগুলো সাইটেরই রয়েছে মৌলিকত্ব। লিঙ্ক প্রভাইড বা লেখা চুরির ঘটনা অনেক কম।
  • ৫. অধিকাংশ সাইটেরই (ব্লগ বা ফোরাম টাইপের সাইট হওয়ায়) নিজের অবস্থান রাখা যায় বা নিজেকে তুলে ধরা যায়।
  • ৬. বিজ্ঞাপন অনেক কম থাকায় অনেকটা ইউজার ফ্রেন্ডলি (এখনো)।
  • ৭. মুখে মুখে প্রচার অনেক বেশি হয়।

বাংলা সাইট বানানোর মৌসুম এখন

বাংলা সাইটগুলোতে বিগত দুই বছর ধরে সংযুক্ত থাকায় এবং আমি নিজে ব্লগস্পটে আর একটি নিজস্ব ডোমেইনে সাইটের অভিজ্ঞতা থেকে বলছি- এখনই সময় যারা বাংলা সাইট এর প্রতি আগ্রহী তারা নিজের পছন্দের বিষয়ের বাংলা সাইট খুলতে পারেন। সফলতা আসার সময় এখনই। বাংলাদেশে একশর মতো বাংলাব্লগই চলছে....বন্ধ হচ্ছে না। অথচ অনেকেই জব, বেচা কেনা ইত্যাদি টাইপের ইংরেজী সাইটখুলে ধরা খাচ্ছে , এক বছর চালিয়েই সাইটের খবর থাকে না।

বাংলাসাইটের ব্যাপারে অভিজ্ঞতা

টেকটিউনস মিটআপে টিনটিনভাই শেয়ার করেছিল টেকটিউনসের প্রাথমিক অবস্থার কথা। দিনে একদুইটা প্রোস্ট তো দূরের কথা কমেন্টও আসতো না। আর এখন তো সবসময়ই টিউনার আর ভিজিটরদের টিউন/কমেন্ট মডারেশনে ব্যস্ত থাকতে হয় কর্তৃপক্ষকে।
আমি মে ২০০৯ এ আমার সাইটি (বেটাভার্শনরূপে) উম্মোক্ত করি। প্রচারের ব্যপারে একদম কাজ করি নি। সার্চ করে করে লোকজন আসছে। লেখা কম পড়লেও ২০০ কাছাকাছি ইউজার রেজিস্ট্রেশন হয়ে গেছে। মনে হয় এক বছর পর আর টিউটরিয়ালবিডি নিয়ে টেনশন করতে হবে না, একা একাই দৌড়াবে। অথচ অনেক আগে থেকেই ইংরেজী সাইট চালিয়ে আসতেছি। ভিজিটর ভাল হলেও স্থায়ী ভিজিটর খুব কম। ইংরেজী সাইটে মজাও পাইতেছিলাম না।

বাংলা সাইটের সমস্যা

  • ১. প্রথম কথা হলো: বাংলা সাইট কিছু সুনির্দিষ্ট ভিজিটর আছে যারা ইরেজী সাইটে যাইতেই চায় না। তারা আপনার সাইটে ভিজিট করবেই। কিন্তু সারা বিশ্বের যে কোন ব্যক্তির কাছে আপনার সাইটের প্রচার করতে পারবেন না তাই সেই হিসেবে ভিজিটর আসবে কম।
  • ২. আপনার উদ্দেশ্য যদি হয় টাকা কামানো এবং খুব দ্রুত টাকা পাওয়া তাহলে বাংলা সাইটের দিকে না যাওয়াই ভাল তবে টাকা আপনি পাবেন, ধয্য ধরে অপেক্ষা করতে হবে আপনাকে। কম পক্ষে দুই-তিন বছর সাইট চালানোর মতো মানুষিকতা রাখুন। সাইট পপুলার হলে বিজ্ঞাপন পাবেন। প্র-আলোতে প্রথম থেকেই গ্রামীনের বিজ্ঞাপন আছে। সামুতে জুলাই থেকে একটেলের বিজ্ঞাপন দেখা যায়।
  • ৩. ইদানিং বাংলাসাইটের সংখ্যাও অনেক বেড়ে গেছে। মার্কেটপেতে একটু কষ্ট হবে তবে ব্যতিক্রম ধর্মী সাইট (ব্লগ বা ফোরাম নয় এমন) বানালে পাবলিকরে খাওয়াইতে সময় লাগবে না।
  • ৪. ইংরেজী সাইটের হাজার হাজার টেমপ্লেট পাওয়া যায় ফ্রী। একটা এনে লাগালেই হলো। বাংলা সাইট বানাতে গেলেও স্পেশাল কিছু কাজ করতে হয়
  • ক. সোলাইমানলিপি বা এই জাতীয় ইউনিকোড বাংলা ফন্ট ব্যবহার করা।
  • খ. ফন্ট সাইজের ব্যপারে সচেতন থাকতে হয়।
  • গ. সব কম্পিউটারে যাতে সহজে দেখা যায় তাই EOT ফাইল বানিয়ে সেটা আবার সারভারে আপলোড করতে হয়। কোড যুক্ত করতে হয় সাইটের পেজগুলোতে।
  • ঘ. বাংলা ফন্ট ডাউনলোডের ব্যবস্থা রাখতে হয়
  • ঙ. বাংলায় লেখার (আলাদাভাবে টেক্সবক্স বানানো বা রাইটিং প্যাড বানানো) ব্যবস্থা রাখা।

(বিস্তারিত বলতে হলে প্রতিটি পয়েন্টে একটি করে পোস্ট দিতে হবে)

Level 0

আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

EOT ফাইল শুধু ইন্টারনেট এক্স এ কাজ করে… এটা একটা সমস্যা…
বাংলা সাইটে স্পন্সর পাওয়া অনেক কঠিন । সামু অনেক পুরানো ব্লগ …আর জনপ্রিয় । প্রথম আলো ব্লগতো প্রথম আলোর জিনিস তাই স্পন্সর পাইয়া গেছে…
শখের বশে বাংলা সাইট করা যায়…

উইনডোজ হয়তো পরবর্তিতে বাংলা ভাল ফন্টসহ ওএস দিবে ততদিন ফন্ট মেনুয়ালি করতে হবে (:
এ অবস্থা ঠিক হয়ে যাবে। বাংলা সাইটের ট্রাফিক ভাল হলে এড আসবে। অনেকে বাংলা সাইটের মাধ্যমে তার ইংরেজী সাইটের প্রচার করছে, ইংরেজী সাইটের এডসেন্স থেকে টাকা পাইতেছে।

Level New

টিউটো ভাই আপনার টিউন এর সাথে আমি একমত।
আমিও একটা বাংলা সাইট বানাইছি।
সাইট টাকে আমি টেকটিউনস এর ছোটো ভাই মনে করি।

পারলে ঘুরে আসবেন http://4techbd.co.cc

আমার সামান্য মেধা দিয়ে বানাইছি।
মতামত পেইজে আপনার মূল্যবান মতামত আশা করছি।

টিউটো ভাই আপনার ফোন বন্ধ থাকে কেন?

@রলিন: দারুন সাইট বানাইছেন। থিমের style.css ফাইলটি এডিট করে ফন্টগুলো একটু বড় করে দিন। এডমিন প্যানেল বাংলা করা খুব সহজ।

@হাবিবুর ফিরোজ: চালু হবে।

ভাল বাংলা সাইট জনপ্রিয়তা পাবে সহজেই কিন্তু লাভবান হওয়া যাবে না। কারন এদেশে স্পন্সর খুব কম। যারা স্পন্সর তারা বড় সাইটগুলোকেই স্পন্সর করে। কিন্তু লাভবান না হলে একটি সাইট গাটের পয়সা দিয়ে কতদিন চলেরে ভাই? বাস্তবতা কঠিন তাই বাংলা সাইট বানাবার উদ্দ্যেগ নিয়েও আবার বন্ধ করে দিয়েছি।

আর প্রত্যেকে সাইট না বানিয়ে একটি ব্লগে একসাথে থাকাই ভাল। যেমন মেহেদী আকরাম, মাইক্রোকাতার ভাই (ব্যাতিক্রম টিউটো ভাই কারন তার সাইটে অন্যান্যরাও লিখতে পারে) সহ টেকটিউনের অনেকেই একটা করে প্রযুক্তি বিষয়ক সাইট খুলেছে। কিন্তু একজনের সাইটে মানুষ যেতে চায় কম আর মানুষকেই যদি না জানানো হল তাহলে লাভ কি নিজে নিজে সাইট খুলে? এরকম ভাবে চললে একসময় সাইট অনেক হবে কিন্তু তার মান থাকবে না। আর নিজের লেখা দিয়ে ছোট সাইট না বানিয়ে আসুন সবাই মিলে টেকটিউনসকে নিজেদের লেখা দিয়ে সমৃদ্ধ করি। তাতে আমি যেমন আমার জানা বিষয়গুলো মানুষকে জানাতে পারবো তেমনি অনেক কিছু জানতেও পারবো। সাইট তৈরীটা মূল উদ্দেশ্য নয় আমাদের জ্ঞান শেয়ার করাটাই মূল উদ্দেশ্য। ধন্যবাদ সবাইকে।

Level New

টিউটো ভাই আমার নোটিশ বোর্ড এ একটা ঘর খালি আছে। চিন্তা করতেছি আপনার সাইটের লিংক, ছবি ও সামান্য বিবরন লেখে ওই ঘরটা পূরন করে ফেলব।
আমি ওয়ার্ডপ্রেস টা মোটা মুটি বাংলাতে ট্রান্সলেট করতে পারব।
আমার সাইট টা আর কি কি উন্নতি করতে হবে জানাবেন প্লীজ।
পারলে আমার সাইটে আপনি পোস্ট লেখতে পারেন।
টেকটিউনস এ ত লেখেন। আমার টাকে তো আমি টেকটিউনস এর ছোটো ভাই মনে করি।

ঠিক কথা….তবে একটি কথা বলি
এখনো অনেক বিষয়ে বাংলা ভালো সাইট নাই…অন্যান্য ভাষায় যা আছে…টেকিদের জন্য টেকটিউনস।

@কিন্তু লাভবান না হলে একটি সাইট গাটের পয়সা দিয়ে কতদিন চলেরে ভাই?
এ অবস্থা বেশি দিন থাকবে না মনে হয়। একই রকম সাইটে ভরে গেছে বাংলাদেশ- এ জন্যই অনেকে ভিজিটর পাচ্ছে না। মুক্ত চিন্তার জটিল ও কৌশলী সাইট দরকার। টেকটিউনস যখন ছিলনা তখনও প্রযুক্তির লেখা হতো….সামুতে। কিন্তু একটা আলাদা প্লাটফম দরকার হলো কেন? এরকমই এমন এতদিন আসবে….বাংলা সাইটের ভিজিটরও অনেক বেড়ে যাবে, একই চিন্তা ধারার মানুষ এক এক সাইটের দৌড়াবে। কত রকমের পাগল যে আছে…..এই বাংলায়।

Level New

ঠিক বলেছেন টিউটো ভাই।
আমিও পাগল

ধন্যবাদ আপনার এরকম চিন্তার জন্য।

আপনার সাইটটি সম্পূর্ণ বাংলা করা যাবে। কয়েকটি ফাইল এডিট করতে হবে । আমি এ ব্যাপারে পোস্ট দিব ভাবছি। আপাতত ফন্টগুলো বড় করেন আর ইওটি ফাইল তৈরী করেন, যাতে ইন্টারনেট এক্স ইউজাররা ফন্ট সেটআপ না করেও বাংলা দেখতে পায়। ইওটি বানানোর জন্য
http://www.joomla-bd.org/bn/tutorials/unicode-fonts/guide-to-creating-eot-dynamic-font.html
লিঙ্কটি দেখুন।
আপনার সাইটে আমি লিখবো। ধন্যবাদ।

Level New

ধন্যবাদ টিউটো ভাইয়া।

Level New

আপনি যে পোস্ট টি দিবেন পারলে মানে সময় থাকলে আমার সাইট এ ও দিয়েন