বাংলা ওয়েবসাইটের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। অনেকেই তাদের ইংরেজী সাইটের বাংলা ভার্সন বের করছে। অনেকে বাংলা সাইট ছাড়া অন্য কোথাও যেতেই চাইছে না। আবার বাংলাসাইটগুলো অনেককে নতুন বন্ধুত্বের আর সম্পর্কের সৃষ্টিতে সহায়তা করছে। শিক্ষার উপকরন হিসবেও বাংলা ভাষার সাইটের ভূমিকা ব্যাপকভাবে বাড়ছে।
১. টাকা কামাইয়ের জন্য প্রায় সবাই-ই ইংরেজী ওয়েবসাইট বানায়। হাতেগণা কয়েকটি সাইট আছে বাংলায়।
২. এদেশের মানুষের প্রানের ভাষা বাংলা, পৃথিবীতে ভাষার জন্য প্রান দিয়েছে এরকম উদাহরন বাংলাদেশ ছাড়া আর কোথাও নেই।
বাংলা সাইটগুলোতে বিগত দুই বছর ধরে সংযুক্ত থাকায় এবং আমি নিজে ব্লগস্পটে আর একটি নিজস্ব ডোমেইনে সাইটের অভিজ্ঞতা থেকে বলছি- এখনই সময় যারা বাংলা সাইট এর প্রতি আগ্রহী তারা নিজের পছন্দের বিষয়ের বাংলা সাইট খুলতে পারেন। সফলতা আসার সময় এখনই। বাংলাদেশে একশর মতো বাংলাব্লগই চলছে....বন্ধ হচ্ছে না। অথচ অনেকেই জব, বেচা কেনা ইত্যাদি টাইপের ইংরেজী সাইটখুলে ধরা খাচ্ছে , এক বছর চালিয়েই সাইটের খবর থাকে না।
টেকটিউনস মিটআপে টিনটিনভাই শেয়ার করেছিল টেকটিউনসের প্রাথমিক অবস্থার কথা। দিনে একদুইটা প্রোস্ট তো দূরের কথা কমেন্টও আসতো না। আর এখন তো সবসময়ই টিউনার আর ভিজিটরদের টিউন/কমেন্ট মডারেশনে ব্যস্ত থাকতে হয় কর্তৃপক্ষকে।
আমি মে ২০০৯ এ আমার সাইটি (বেটাভার্শনরূপে) উম্মোক্ত করি। প্রচারের ব্যপারে একদম কাজ করি নি। সার্চ করে করে লোকজন আসছে। লেখা কম পড়লেও ২০০ কাছাকাছি ইউজার রেজিস্ট্রেশন হয়ে গেছে। মনে হয় এক বছর পর আর টিউটরিয়ালবিডি নিয়ে টেনশন করতে হবে না, একা একাই দৌড়াবে। অথচ অনেক আগে থেকেই ইংরেজী সাইট চালিয়ে আসতেছি। ভিজিটর ভাল হলেও স্থায়ী ভিজিটর খুব কম। ইংরেজী সাইটে মজাও পাইতেছিলাম না।
(বিস্তারিত বলতে হলে প্রতিটি পয়েন্টে একটি করে পোস্ট দিতে হবে)
আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub
EOT ফাইল শুধু ইন্টারনেট এক্স এ কাজ করে… এটা একটা সমস্যা…
বাংলা সাইটে স্পন্সর পাওয়া অনেক কঠিন । সামু অনেক পুরানো ব্লগ …আর জনপ্রিয় । প্রথম আলো ব্লগতো প্রথম আলোর জিনিস তাই স্পন্সর পাইয়া গেছে…
শখের বশে বাংলা সাইট করা যায়…