এটিই আমার প্রথম টিউন। আমি রাঙ্গামাটি জেলার একটি আইটি -র জন্য খুব দুর্গম এলাকা থেকে বলছি। আমি একজন নবাগত ওয়েব ডেভেলপার । আমার এলাকা থেকে আইটি তে কিছু শেখাটা খুব কঠিন । তাও আপনাদের দোয়া ও টেক টিউনের ভাইদের টিউন থেকে শেখার চেষ্টা করি। যে সমস্যা নিয়ে টিউন করছি তা হল নবাগত ওয়েব ডেভেলপাররা কিভাবে তাদের ডিজাইন করা সাইট এ বাংলা ব্যবহার করবেন? যাইহোক আমি অনেকদিন ধরে একটা উপায় খুজছিলাম যে কিভাবে ওয়েবে বাংলা ব্যবহার করা যায় । আমি অভ্র এর অফিসিয়াল ওয়েবসাইট এ যে উপায় দেয়া হয়েছে তা ব্যবহার করি। উল্লেখ্য যে অভ্র এর ওয়েবসাইট এ একটি পদ্ধতি দেয়া হয়েছে । এটা পড়লে বুঝতে পারবেন এখানে যে পদ্ধতিটা দেয়া হয়েছে তাতে একটি eot font শুধু এক ওয়েবসাইট এর জন্য ব্যবহার করা যাবে কিন্তু আমার যে চিন্তাটা কাজ করতো তা হলো eot ফন্ত শুধু IE তে supportable . আর ওখানে বলা হয়েছে অন্য ব্রাউজার গুলোতে বাংলা ফন্ট ব্যবহার করতে হলে ফন্টটার ডাউনলোড লিঙ্ক দিতে। তো আমি এরই মধ্যে সিএসএস @fontface এর সাথে পরিচিত হই। আমি ভাবলাম সিএসএস দিয়ে কেন হবে না। তো এতার জন্য স্যার গুগল কে বললাম । উনি একটি চীনা ওয়েবসাইট লিঙ্ক আমায় এনে দিলেন যেখানে উক্ত চীনা ডেভেলপার সিএসএস দিয়ে চীনা ইউনিকোড ফন্ট ব্যবহার করেছিল। তো আমি যে সমাধানটা পেলাম তা হল- প্রথমে একটি ইউনিকোড বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে। এরপর বাংলা ইউনিকোড সীমা ( বোধহয় এটাই বলে) জানতে হবে । সেটা হল 0980-09FF । নেটে অনেক ফন্ট কনভার্টার আছে। আমার প্রিয় একটি কনভার্টার হল Fontsquirrel । এখন আপনার ফন্টটি আপলোড করুন। এক্সপার্ট সিলেক্ট করুন। কাস্টম ইউনিকোড সাবসেট সিলেক্ট করুন বাংলা ইউনিকোড রেঞ্জটি টাইপ করুন। অন্যান্য পারামিটার গুলো প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করুন। ওদের টার্ম ও এগ্রিমেন্ট এগ্রি করুন ও ডাউনলোড কিট এ ক্লিক করুন। কীটটি ওপেন করে সিএসএস ফাইল টি দেখুন । এইচটিএমএল ফাইল এ হয়তবি ইংলিশ দেখবেন। কিন্তু আপনি বাংলা টাইপ করলে তা বাংলা দেখাবে এবং এটা প্রায় সব ব্রাউজার সাপোর্ট করে। এটা আমার প্রথম টিউন । হয়ত অনেকের কাছে জানা আছে। কিন্তু আমার কাছে নতুন তাই শেয়ার করলাম। ভুল হলে মাফ চাই অবশ্যই ভুলটি ধরিয়ে দিবেন । আর কেউ কম্পিউটার মিউজিক নিয়ে টিউন করলে উপকার হতো। ধন্যবাদ।
আমি fifth-block। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Like to be creative, like to learn , like to share
টেক টিউন্সে আপনাকে স্বাগতম। প্রথম প্রচেষ্টা, ভাল। কিন্তু কিছুটা অগোছালো। পরিষ্কার বুঝা গেল না। পুরাণ টিউনারদের টিউন্সগুলো দেখে দেখে আইডিয়া নিলে আপনি উতরে যাবেন, বিশ্বাস করি। শুভ কামনা রইল।
Kivabe ki korbo kisu e bujlam na. Mone hosse kajer. Prio te raklam. Pore hoyto bujbo.