আমার তৈরী প্রথম গুগল ক্রোম এক্সটেনশন

শুরু করেছিল ফায়ারফ্এক্স প্লাগইন বানানো দিয়ে, হঠাত কি মনে করে ভাবলাম গুগল ক্রোম এর এক্সটেনশন গুলো একটু ট্রাই করে দেখি। অবশেষে আমার তৈরী প্রথম এক্সটেশনটি গুগল স্টোরে আপলোড করলাম।

এক্সটেনশন নামঃ 

Mark as good news - http://www.sukhobor24.com

কাজঃ

ইতিমধ্যে হয়ত আপনারা সুখবর ওয়েব সাইট টি সম্পর্কে জেনেছে। বাংলাদেশের প্রচলিত সংবাদ মাধ্যমের ধারায় আমূল পরিবর্তন আনতে গত ১৯ মে এই ওয়েবসাইটটি চালু হয়। সাইটের বৈশিষ্ট্য হল এখানে শুধুমাত্র পজিটিভ খবর এবং উদ্যোগ এর কথা প্রকাশ করা হয় এবং যে কেউ লিখতে আর লিঙ্ক জমা দিতে পারে। টেকটিউনে প্রকাশিত সুখবরের রিভিউ পড়ুন এখানে।

আমার এই এক্সটেশনটির কাজ হলে মাত্র এক ক্লিকেই অন্য সাইটে বসেই সুখবর২৪.কম এ লিঙ্ক জমা দেয়া। এক্সটেশনটি ইনস্টল করার পর গুগল ক্রোম ওয়েব ব্রাউজারের ডান কোনায় চার রঙের একটি চারকোনা বক্স দেখতে পাবেন। যে সাইট বা নিউজ ভিজিট করছেন সেই পেইজে থাকা অবস্থায় এই চারকোনা বক্সে ক্লিক করলেই এই পেইজ এর লিঙ্কটি সুখবর ওয়েবসাইটে সাবমিট হয়ে যাবে। অতঃপর মডারেটর রা খবরটি প্রকাশযোগ্য মনে করলে মূল পাতায় খবরটি প্রকাশিত হবে।

প্রথম প্রচেষ্টা হিসেবে কেমন হল সেটা আপনাদের কাছে জানতে চাই। ভাল লাগলে রিভিউ দেবেন আশা করি! 🙂

এক্সটেনশনটির লিঙ্কঃ https://chrome.google.com/webstore/detail/pmcmlfbbiladafpbemhfadmcfdeaebph?hl=en-US&hc=search&hcp=main

 

সুখবর, ......শুভ দৃষ্টির পথে

Level 0

আমি নাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

গণনা যন্রের কারিগর।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালোই তো তবে এর সাথে আরো কিছু ফিচার যোগ করা দরকার।

যেমন সুখবরে লগিন করা,লিংক সেন্ডারের নাম বা মেইল যোগ করা,সুখবর লাইক বাটন এইগুলা আরকি।শুধু লিংক পাঠানোর জন্য লোকজন এক্সটেনশান ব্যবহার করবে কিনা সন্দেহ আছে।

সিটিজেন জার্নালিজমের রাস্তাটা আরো ক্লিয়ার করলেন মনে হচ্ছে? এই টিউনই গুড নিউজ হিসেবে সেন্ড কইরা দিলাম 😀 আরো কিছু যোগ করেন, নাইম ভাই যেটা বলছিলেন সেটা না করলে মানুষজন প্রচুর লিঙ্ক পাঠাবে, সুখবরের অ্যাডমিন ফিল্টার করতে করতে কাহিল হয়ে যাবে।

ভালো থাকুন 🙂

ভালো প্রয়াস, চালিয়ে যান

নাহিদ ভাই Best of Luck 😀

শুনে ভালো লাগল। চালিয়ে যান। এক্সটেনশন তৈরী করার কিছু ডকুমেন্ট বা রেফারেন্স কি আমাকে দিতে পারবেন? আমি ফায়ারফক্স নিয়ে একটু শুরু করেছিলাম কিন্তু পরে আর করা হয়নি। মেইল করলে খুশি হব। [email protected]

    @Liton-Online.Com: আচ্ছা, আপনার জন্য একটা video tutorial বানায়া দিমুনে। 🙂

শুনে ভালো লাগল। চালিয়ে যান।

টিউনার রা আসলেই জিনিস। 😛 এই plugin এ এতো features add kora jay. ধারনাই ছিল না।
ধন্যবাদ সবাইকে।

নাহিদ>> তাহলে তো খুবই ভালো হয়। সাথে কিছু বইয়ের লিঙ্ক দিলে খুব ভালো হয়।

সুখবর সাইট টা আসলেই কাজের ।
সব সময় শুধু ভাল খবর।
ভাই আপনার এক্টেন্সান টাও দারুণ ।
উপরের কমেন্ট গুলতে কিছু ফিচার যোগ করার কথা বলা হয়েছে ঐ গুলো যোগ হলে ভাল হয়।

boss আমার একটা উপকার করতে পারেন, আমি দীর্ঘ দিন ধরে ক্রোমের কোন এক্সটেনশন ইন্সটল করতে গেলে বলে currently not availble আবার কি ইন্সটল দিব?

এইবার কি অফলাইন ইন্সটল দিব

ধন্যবাদ

সুখবরের অপেক্ষায় রইলাম