শুরু করেছিল ফায়ারফ্এক্স প্লাগইন বানানো দিয়ে, হঠাত কি মনে করে ভাবলাম গুগল ক্রোম এর এক্সটেনশন গুলো একটু ট্রাই করে দেখি। অবশেষে আমার তৈরী প্রথম এক্সটেশনটি গুগল স্টোরে আপলোড করলাম।
এক্সটেনশন নামঃ
Mark as good news - http://www.sukhobor24.com |
কাজঃ
ইতিমধ্যে হয়ত আপনারা সুখবর ওয়েব সাইট টি সম্পর্কে জেনেছে। বাংলাদেশের প্রচলিত সংবাদ মাধ্যমের ধারায় আমূল পরিবর্তন আনতে গত ১৯ মে এই ওয়েবসাইটটি চালু হয়। সাইটের বৈশিষ্ট্য হল এখানে শুধুমাত্র পজিটিভ খবর এবং উদ্যোগ এর কথা প্রকাশ করা হয় এবং যে কেউ লিখতে আর লিঙ্ক জমা দিতে পারে। টেকটিউনে প্রকাশিত সুখবরের রিভিউ পড়ুন এখানে।
আমার এই এক্সটেশনটির কাজ হলে মাত্র এক ক্লিকেই অন্য সাইটে বসেই সুখবর২৪.কম এ লিঙ্ক জমা দেয়া। এক্সটেশনটি ইনস্টল করার পর গুগল ক্রোম ওয়েব ব্রাউজারের ডান কোনায় চার রঙের একটি চারকোনা বক্স দেখতে পাবেন। যে সাইট বা নিউজ ভিজিট করছেন সেই পেইজে থাকা অবস্থায় এই চারকোনা বক্সে ক্লিক করলেই এই পেইজ এর লিঙ্কটি সুখবর ওয়েবসাইটে সাবমিট হয়ে যাবে। অতঃপর মডারেটর রা খবরটি প্রকাশযোগ্য মনে করলে মূল পাতায় খবরটি প্রকাশিত হবে।
প্রথম প্রচেষ্টা হিসেবে কেমন হল সেটা আপনাদের কাছে জানতে চাই। ভাল লাগলে রিভিউ দেবেন আশা করি! 🙂
এক্সটেনশনটির লিঙ্কঃ https://chrome.google.com/webstore/detail/pmcmlfbbiladafpbemhfadmcfdeaebph?hl=en-US&hc=search&hcp=main
সুখবর, ......শুভ দৃষ্টির পথে
আমি নাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
গণনা যন্রের কারিগর।
ভালোই তো তবে এর সাথে আরো কিছু ফিচার যোগ করা দরকার।