আপনার ওয়েব সাইট এর ডাটাবেজ ব্যাকআপ রাখবেন যেভাবে…

আপনার ওয়েব সাইট হ্যাক হয়ে গেলে আপনার সব কিছু হারিয়ে যাওয়ার সম্ভবনা অনেক। বা সফটওয়্যার (ওয়ার্ডপ্রেস, জুমলা ইত্যাদি) আপগ্রেট করার সময় ও এসকিউএল ডাটাবেজ মুছে বা কিছু তথ্য হারিয়ে যেতে পারে। তাই আপনার ওয়েব সাইট এর এসকিউএল ডাটাবেজ ব্যাকআপ রাখা অত্যন্ত জরুরি। তাই আমি ধাপে ধাপে শিখিয়ে দেব কিভাবে আপনি আপনার ওয়েব সাইট এর ডাটাবেজ আপনার সংরক্ষণে রাখবেন।

SQL ডাটাবেজ ব্যাকআপ

প্রথমে আপনার সিপ্যনেলে লগইন করুন তার পর নিচের দেখানো ছবির মত Database >> phpMyAdmin মেন্যু তে ক্লিক করুন।

013 আপনার ওয়েব সাইট এর ডাটাবেজ ব্যাকআপ রাখবেন যেভাবে... || বিডিরঙ.কম

এবার ডাটাবেজ লোকালহোস্ট ওপেন হবে নিচের ছবিতে দেখানো আপনি আপনার ওয়েব সাইট এর যে ডাটাবেজ টি ব্যাকআপ করবেন সেটা সিলেক্ট করুন।

023 আপনার ওয়েব সাইট এর ডাটাবেজ ব্যাকআপ রাখবেন যেভাবে... || বিডিরঙ.কম

এবার নিচের ছবির মত ওপেন হলে সেখানে দেখানো বাটনে (Export) ক্লিক করুন

031 আপনার ওয়েব সাইট এর ডাটাবেজ ব্যাকআপ রাখবেন যেভাবে... || বিডিরঙ.কম

এখন যে পেজটি ওপেন হবে সেটাতে কোন পরিবর্তন না করে সব নিচে GO বাটনে ক্লিক করুন (যারা এক্সপার্ট তারা তাদের মত করে টেবিল সিলেক্ট করুন)

04 আপনার ওয়েব সাইট এর ডাটাবেজ ব্যাকআপ রাখবেন যেভাবে... || বিডিরঙ.কম

এবার আপনাকে একটা ফাইল ডাউনলোড এর জন্য দেয়া হবে সেটা ডাউনলোড করে সংরক্ষণ করুন। এটাই হচ্ছে আপনার ওয়েব সাইটের ডাটাবেজ ব্যাকআপ ফাইল।

05 আপনার ওয়েব সাইট এর ডাটাবেজ ব্যাকআপ রাখবেন যেভাবে... || বিডিরঙ.কম

061 আপনার ওয়েব সাইট এর ডাটাবেজ ব্যাকআপ রাখবেন যেভাবে... || বিডিরঙ.কম

মাঝে মাঝে এভাবে আপনার ওয়েব সাইট এর ডাটাবেজ ব্যাকআপ রাখবেন।

SQL ডাটাবেজ রিস্টোর

ডাটাবেজ রিস্টোর করার জন্য আগের মতোই সিপ্যনালে লগইন করে Database >> phpMyAdmin >> যে ডাটাবেজ এ রিস্টোর করবেন সেটা সিলেক্ট করুন এবার নিচের ছবির মত আসলে সেখানে দেখানো ইম্পোর্ট কর (Import)  বাটনে ক্লিক করুন।

07 আপনার ওয়েব সাইট এর ডাটাবেজ ব্যাকআপ রাখবেন যেভাবে... || বিডিরঙ.কম

০১) ডাটাবেজ রিস্টোর করার জন্য Import (ইম্পোর্ট কর) বাটনে ক্লিক করুন।

০২) Brows… বাটনে ক্লিক করে আপনার কম্পিউটারে ব্যাকআপ করা ফাইলটি (.sql) সিলেক্ট করুন।

০৩) সব কিছু ঠিকঠাক সম্পন্ন হয়ে গেলে GO বাটনে ক্লিক করুন। ব্যাস তাহলেই আপনার ডাটাবেজ আগের অবস্থায় চলে আসবে।

যদি আপনাদের কোন সমস্যা হয় তাহলে আমাকে মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন আমি যতদূর পারি সাহায্য করতে চেষ্টা করবো।

লেখাটি প্রথমে বিডিরঙ.কম এ প্রকাশিত

http://bdrong.com/?p=1416

আপনাকে ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য।

Level 2

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

bd rong.com এ দেখলাম তার পর অ ১০০০ বার ধন্নবাদ টিটি তে টিউন করার জন্য

ধন্যবাদ আমিনুল ভাইকে সুন্দর একটা বিষয় নিয়ে টিউন করার জন্য।

দেখি কয়েকদিনের ভিতরে অটো ব্যাকআপের একটা টিউন দিতে পারি।

Level 0

আপনাকে অনেক ধন্যবাদ। আমি ওয়ার্ডপ্রেস দিয়ে একটি সাইট বানালাম কিন্তু কিছু হেল্প দরকার। আমি রেজিস্ট্র্যাশন পেজ ও লগ ইন পেজ এ লোগো এড কিভাবে করব জানালে খুশি হব।আমি white level CMS ইন্সটল করেছি। আর register plus redux ও করেছি। কিন্তু কিভাবে লোগো সেট করব বুজতেছিনা।লোগো কোন ফরম্যাট এ বানাতে হবে এবং সাইজ কত হবে? সাহায্য করলে কৃতজ্ঞ থাকব।

    white level CMS ও register plus redux কনফিগার মেন্যু থেকে আপনাকে সকল কাজ গুলো করতে হবে। শুধু প্লাগইন ইন্সটল করলেই অটো সব কিছু হয়না। তাই নিজে একটু একটু করে করে নিতে হয়।

    আর যদি বুঝতে বেশি সমস্যা হয় তাহলে আমাকে আপনার সাইটের ইনফো মেইল করবেন আমি করে দেবো। [email protected]

দারুন কাজে আসছে আমার। আমি এটা ভালো মত জানতাম না !

Level 0

ধরা যাক আমার একটা সাইট a.com আর আরেকটা b.com আমি a.com এর backup mysql ফাইলটি সেভ করেছি,এখন এটি b.com এর database এ insert/import করতে চাই, তা কি করে করা যায়….জানাতে পারলে ভাল হত