আজ এসেছি রিমোট ডেস্কটপ নিয়ে কথা বলতে। রিমোট ডেস্কটপ টি অনেক মজার। আপনি আপনার ভিপিএস এ রিমোট ডেস্কটপ সেটাআপ করে আপনার বাসার পিসি থেকে ভিপিএস এ প্রবেশ করতে পারবেন এবং সেখানকার ফায়ারফক্স ইউজ করে ভিপিএস এর ব্যান্ডওয়াইড ইউজ করে কাজ করতে পারবেন। যেমন ধরেন আপনার একটি নাটক ডাউনলোড এর সাইট আছে। আপনি কি করবেন? অন্যান্য সাইট থেকে নাটক পিসি তে নামিয়ে আপনার সার্ভার এ আপ করবেন। তাই তো? কত সময় লাগবে?? ঘন্টা খানেক। আর আমি কি করব জানেন? আমার রিমোট ডেস্কটপ এ ঢুকে অন্যান্য সাইট থেকে নাটক ডাউনলোড করব। ডাউনলোড স্পিড ১০০ MBPS। বেশ মজার না? আমার মুভি নামাতে লাগে বড়জর ২ মিনিট।
যাই হোক খুব ছোট্ট করে দেখাই কিভাবে ইন্সটাল করবেন।
ধাপ ১:
প্রথমেই আপনাকে পুটি ডাউনলোড করে নিতে হবে। পুটি দিয়ে আপনার ভিপিএস এ রিমোটলি কমান্ড দেয়া হয়। পুটি ডাউনলোড করুন এখান থেকে। এবার পুটী রান করি। পুটি রান করলে নিচের মত উইন্ডো ওপেন হবে, এবং এখানে আপনার ভিপিএস এর আইপি এড্রেস টা দিন। এবার ওপেন এ চাপ দিন।
ধাপ ২
পরের উইন্ডো তে আপনি আপনার ইউজার নেম root এবং পাসোয়ার্ড দিয়ে ভিপিএস এ লগইন করুন।
ধাপ ৩
এর পরের ধাপ এ কাজ করতে হলে আগে একটু চেক করে নিন আপনার ভিপিএস এ yum ইন্সটাল্ড কি না। পুটী তে কমান্ড দিন
Yum এবং ইন্টার চাপুন।
Yum ইন্সটাল্ড থাকলে নিচের মত উইন্ডো ওপেন হবে।
ধাপ ৪
এবার আমরা genome desktop environment ইন্সটাল করব। যেটা আপনার ভিপিএস এ গ্রাফিকাল এনভায়োরমেন্ট ইন্সটাল করবে। পুটি তে নিচের কমান্ড দিন
এটা ইন্সটাল হতে ১০-১৫ মিনিট সময় লাগবে।
yum groupinstall 'GNOME Desktop Environment' 'X Window System'
এই সময় আপনার ভিপিএস এর স্পীড এর উপর নির্ভর করে। ইন্সটাল কমপ্লিট হবার পরে নিচের কমান্ড টি লিখুন
yum update
এটা আপনার সিস্টেম আপডেট করবে।
ধাপ ৫
এখন আপনার ভিপিএস এ NX/FREE NX SERVER ইন্সটাল করতে হবে। যেটা আপনার ভিপিএস এ রিমোটলী কানেঙ্ক করবে। NX সার্ভার সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
যাই হোক এবার NX/free nx server ইন্সটাল করতে নিচের কমান্ড লিখি
Yum install nx freenx
ইন্সটাল কমপ্লিট হলে আবার সিস্টেম আপডেট দেই।
Yum update
এবার একটু সার্ভার টা রিস্টার্ট দিতে হবে। নিচের কমান্ড দিয়ে সার্ভার রিস্টার্ট দেই
Shutdown –r now
সার্ভার ২ মিনিট এর মধ্যে রিস্টার্ট নেবে। এবার আপনার পুটি এর কাজ শেষ।
এবার আরেকবার পুটি দিয়ে লগইন করুন আগের মত এবং নিচের কমান্ড টি লিখুন।
cat /var/lib/nxserver/home/.ssh/client.id_dsa.key
এবার ওখানে DSA কি পাবেন। ডিএসএ কি টা ctrl+C চেপে কপি করে অন্য কথাও সেভ করে রেখে দিন।
পুটি ক্লোজ করে দিয়ে বিরি ধরান।
ধাপ ৬
এবার আপনাকে আপনার পিসি তে NX clint ডাউনলোড করতে হবে। সেটা করার জন্য আপনি এখানে ক্লিক করুন।
Nx clint ইন্সটাল করে রান করলে নিচের মত উইন্ডো ওপেন হবে। এবার হস্ট বক্স এ আপনার ভিপিএস এর আইপি বসান এবং পর্ট এর নিচে যে key বাটন দেখতেছেন ওখানে ক্লিক করুন। এখন ওখানে আপনার DSA key টা পেস্ট করে সেভ করুন।
ডেস্কটপ হিসেবে GNOME সেলেক্ট করুন। এবার Ok চাপ দিন।
এবার লগ ইন এ ইউজার নেম root আর root এর পাসোয়ার্ড দিয়ে লগিন করুন। দেখেন যাদু।। নিচের মত স্ক্রিন চলে আসবে। এইবার আপনি ইউএসএ এর আইপি, ১০০ mpbs নেট স্পিড দিয়ে কি করতে চান কইরা ফালান। ডাউনলোদ করতে করতে ভাইঙ্গা ফালান দুনিয়া...।
আর কারো যদি রিজেনেবাল প্রাইস এর মদ্ধ্যে ভিপিএস বা রিসেলার হস্টিং প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আগ্রহীরা যাবতীয় সহযোগীতা আমার কাছে পাবেন । E-mail: [email protected] Mobile: 01717 135531
bangladeshi online radio
আমি spondonradio.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
C.E.O of http://spondonradio.com Buy Hosting and domain at cheap rate....
ধন্যবাদ সুন্দর ও কাজের একটা টিউন করেছেন। এখনই চেষ্টা করে দেখতাছি। সমস্যা হলে হেল্প করবেন। আমি আপনার জিমেইল এ ইনভাইট করেছি গ্রহণ করেন। সমস্যা হলে পিঙ্গ করব।