সার্ভার এ রিমোট ডেস্কটপ ইন্সটাল করে কয়েক সেকেন্ড এ মুভি নামায়া দেখেন

আজ এসেছি রিমোট ডেস্কটপ নিয়ে কথা বলতে। রিমোট ডেস্কটপ টি অনেক মজার। আপনি আপনার ভিপিএস এ রিমোট ডেস্কটপ সেটাআপ করে আপনার বাসার পিসি থেকে ভিপিএস এ প্রবেশ করতে পারবেন এবং সেখানকার ফায়ারফক্স ইউজ করে ভিপিএস এর ব্যান্ডওয়াইড ইউজ করে কাজ করতে পারবেন। যেমন ধরেন আপনার একটি নাটক ডাউনলোড এর সাইট আছে। আপনি কি করবেন? অন্যান্য সাইট থেকে নাটক পিসি তে নামিয়ে আপনার সার্ভার এ আপ করবেন। তাই তো? কত সময় লাগবে?? ঘন্টা খানেক। আর আমি কি করব জানেন? আমার রিমোট ডেস্কটপ এ ঢুকে অন্যান্য সাইট থেকে নাটক ডাউনলোড করব। ডাউনলোড স্পিড ১০০ MBPS। বেশ মজার না? আমার মুভি নামাতে লাগে বড়জর ২ মিনিট।

যাই হোক খুব ছোট্ট করে দেখাই কিভাবে ইন্সটাল করবেন।

ধাপ ১:

প্রথমেই আপনাকে পুটি ডাউনলোড করে নিতে হবে। পুটি দিয়ে আপনার ভিপিএস এ রিমোটলি কমান্ড দেয়া হয়। পুটি ডাউনলোড করুন এখান থেকে। এবার পুটী রান করি। পুটি রান করলে নিচের মত উইন্ডো ওপেন হবে, এবং এখানে আপনার ভিপিএস এর আইপি এড্রেস টা দিন। এবার ওপেন এ চাপ দিন।

ধাপ ২

পরের উইন্ডো তে আপনি আপনার ইউজার নেম root এবং পাসোয়ার্ড দিয়ে ভিপিএস এ লগইন করুন।

ধাপ ৩

এর পরের ধাপ এ কাজ করতে হলে আগে একটু চেক করে নিন আপনার ভিপিএস এ yum ইন্সটাল্ড কি না। পুটী তে কমান্ড দিন

Yum এবং ইন্টার চাপুন।

Yum ইন্সটাল্ড থাকলে নিচের মত উইন্ডো ওপেন হবে।

ধাপ ৪

এবার আমরা genome desktop environment ইন্সটাল করব। যেটা আপনার ভিপিএস এ গ্রাফিকাল এনভায়োরমেন্ট ইন্সটাল করবে। পুটি তে নিচের কমান্ড দিন

এটা ইন্সটাল হতে ১০-১৫ মিনিট সময় লাগবে।

yum groupinstall 'GNOME Desktop Environment' 'X Window System'

এই সময় আপনার ভিপিএস এর স্পীড এর উপর নির্ভর করে।  ইন্সটাল কমপ্লিট হবার পরে নিচের কমান্ড টি লিখুন

yum update

এটা আপনার সিস্টেম আপডেট করবে।

ধাপ ৫

এখন আপনার ভিপিএস এ NX/FREE NX SERVER ইন্সটাল করতে হবে। যেটা আপনার ভিপিএস এ রিমোটলী কানেঙ্ক করবে। NX সার্ভার সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

যাই হোক এবার NX/free nx server ইন্সটাল করতে নিচের কমান্ড লিখি

Yum install nx freenx

ইন্সটাল কমপ্লিট হলে আবার সিস্টেম আপডেট দেই।

Yum update

এবার একটু সার্ভার টা রিস্টার্ট দিতে হবে। নিচের কমান্ড দিয়ে সার্ভার রিস্টার্ট দেই

Shutdown –r now

সার্ভার ২ মিনিট এর মধ্যে রিস্টার্ট নেবে। এবার আপনার পুটি এর কাজ শেষ।

এবার আরেকবার পুটি দিয়ে লগইন করুন আগের মত এবং নিচের কমান্ড টি লিখুন।

cat /var/lib/nxserver/home/.ssh/client.id_dsa.key

এবার ওখানে DSA কি পাবেন। ডিএসএ কি টা ctrl+C চেপে কপি করে অন্য কথাও সেভ করে রেখে দিন।

পুটি ক্লোজ করে দিয়ে বিরি ধরান।

ধাপ ৬

এবার আপনাকে আপনার পিসি তে NX clint ডাউনলোড করতে হবে। সেটা করার জন্য আপনি এখানে ক্লিক করুন।

Nx clint ইন্সটাল করে রান করলে নিচের মত উইন্ডো ওপেন হবে। এবার হস্ট বক্স এ আপনার ভিপিএস এর আইপি বসান এবং পর্ট এর নিচে যে key বাটন দেখতেছেন ওখানে ক্লিক করুন। এখন ওখানে আপনার DSA key  টা পেস্ট করে সেভ করুন।

ডেস্কটপ হিসেবে GNOME  সেলেক্ট করুন। এবার Ok চাপ দিন।

এবার লগ ইন এ ইউজার নেম root আর root এর পাসোয়ার্ড দিয়ে লগিন করুন। দেখেন যাদু।। নিচের মত স্ক্রিন চলে আসবে। এইবার আপনি ইউএসএ এর আইপি, ১০০ mpbs নেট স্পিড দিয়ে কি করতে চান কইরা ফালান। ডাউনলোদ করতে করতে ভাইঙ্গা ফালান দুনিয়া...।

আর কারো যদি রিজেনেবাল প্রাইস এর মদ্ধ্যে ভিপিএস বা রিসেলার হস্টিং প্রয়োজন হয় তাহলে
আমার সাথে যোগাযোগ করতে পারেন। আগ্রহীরা যাবতীয় সহযোগীতা আমার কাছে পাবেন ।

E-mail: [email protected]
Mobile: 01717 135531
bangladeshi online radio

Level 0

আমি spondonradio.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

C.E.O of http://spondonradio.com Buy Hosting and domain at cheap rate....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ধন্যবাদ সুন্দর ও কাজের একটা টিউন করেছেন। এখনই চেষ্টা করে দেখতাছি। সমস্যা হলে হেল্প করবেন। আমি আপনার জিমেইল এ ইনভাইট করেছি গ্রহণ করেন। সমস্যা হলে পিঙ্গ করব।

vai chorom tune…

আমি কিছু বুজি নাই।

    জি ভাইয়া আপনি কি ভি পি এস সার্ভার ইউজ করেন?? যদি না করেন তাহলে বোঝার কথা না…।

Level 0

Vaia valo hoesa. Vps ip addressta kivaba pabo?

    কিনতে হবে ভিপিএস। এজন্য আপনাকে আলাদা পে করতে হবে। প্রতিমাসে মিনিমাস আপনাকে ৬-১০ ডলার পে করতে হবে।

ভিপিএস সার্ভার জিনিস টা কী ?
😛
আমার বাসা যশোর , জিপির নেট ইউস করি | কিভাবে দ্রুত ডাউনলোড করা যায় |

    VPS= virtual private server… না ভাই আপনার পিসি তে ডাউনলোদ করতে পারবেন না। ভিপিএস সার্ভার কিনলে সেই সার্ভার এ ঢুকে আপনি সার্ভার এর পিসি ইউজ করে ডাউনলোদ করতে পারবেন।, মুভি দেখতে পারবেন। আপনার লোকাল পিসি তে করতে পারবেন না,…

    vps সার্ভার টা সহজ ভাবে বলি।
    vps হচ্ছে একটি ভার্চুয়ালি আপনাকে কিছু র‍্যাম, জায়গা, সহ একটা ড্রাইভ এ একটি অপারেটিং সিস্টেম ইন্সটাল করা থাকে। যেটা দিয়ে আপনি অনেক শেয়ার্ড হস্টিং বানাতে পারবেন। যারা হস্টিং বিজনেস করে তারা ভিপি এস সার্ভার কিনে হস্টিং বিক্রি করে।
    আর ভিপিএস নিয়ে আমি আগামীতে পোস্ট দিব

    ভাই আমি সুমন ০১৬৭৬০৮৪১৭২ আমি আজকে সকালে আপনাকে ফোন দিয়েছিলাম। ভাই ভি পি এস সার্ভার নিয়ে খুব তারাতারি একটা পোষ্ট করেন। আমার আর সজ্য হচ্চেনা।

ভাই আমরা যারা ব্রডব্যান্ড ইউজ করি, এইটা করলে কি ব্রডব্যান্ড সার্ভার থেকে মুভি তাড়াতাড়ি নামানো যাবে ??? একটু হেল্পান দয়াকরে 🙂

    ভাই আমি ব্রডব্যান্ডের প্যাকেজ সম্পর্কে জানতে চাই, ব্রডব্যান্ডের কি কি প্যাকেজ আছে এবং কোন প্যাকেজের মূল্য কত?

    ভাই ব্রডব্যান্ড এর মূল্য নিরভর করে সেবাদাতা প্রতিষ্ঠানের উপর… তারা যদি আপনার মামু খালু হয়, তাইলে মাগনা পাবেন , আর আপনার কাছ থেকে কেমন টাকা নেবে এইটা তাদের বাপার…তবে সাধারনত ১৬০kbps-650 tk, 128-500 r 500 kbps -1000 tk নেয় ……

    না, এটা ভিপিএসে রিমোট ডেস্কটপ সেটাপ দেয়ার টিউটরিয়াল। আপনাকে ভিপিএস কিনতে হবে, এজন্য আপনাকে আলাদা পে করতে হবে। প্রতিমাসে মিনিমাস আপনাকে ৬-১০ ডলার পে করতে হবে।

ami gp net use kori ami kibabe 100mbps pabo ami pai 25kbps

VPS server kii

    vps সার্ভার টা সহজ ভাবে বলি।
    vps হচ্ছে একটি ভার্চুয়ালি আপনাকে কিছু র‍্যাম, জায়গা, সহ একটা ড্রাইভ এ একটি অপারেটিং সিস্টেম ইন্সটাল করা থাকে। যেটা দিয়ে আপনি অনেক শেয়ার্ড হস্টিং বানাতে পারবেন। যারা হস্টিং বিজনেস করে তারা ভিপি এস সার্ভার কিনে হস্টিং বিক্রি করে।
    আর ভিপিএস নিয়ে আমি আগামীতে পোস্ট দিব

ভিপিএস সার্ভার টা কি একটু ভেঙ্গে বললে কি সমস্যা…
টিউন যদি সবার উপকারে না লাগে তাহলে আপনার কষ্ট পুরাপুরি সার্থক হবে না…।

    vps সার্ভার টা সহজ ভাবে বলি।
    vps হচ্ছে একটি ভার্চুয়ালি আপনাকে কিছু র‍্যাম, জায়গা, সহ একটা ড্রাইভ এ একটি অপারেটিং সিস্টেম ইন্সটাল করা থাকে। যেটা দিয়ে আপনি অনেক শেয়ার্ড হস্টিং বানাতে পারবেন। যারা হস্টিং বিজনেস করে তারা ভিপি এস সার্ভার কিনে হস্টিং বিক্রি করে।
    আর ভিপিএস নিয়ে আমি আগামীতে পোস্ট দিব

সুবহান আল্লাহ্‌ । আমার যদি একখানা ভিপিএস নেয়ার পয়সা থাকতো তাহলে আমি ৫০ টি ডোমেইন নিয়ে মিউজিক ভিডিও ও অডিওর ওয়েব সাইট বানাইতাম ভাই।

তবে একটা কথা আপনি এই টিউন কার জন্য করেছেন? আসলে কয়জন বা ভিপিএস সম্বন্ধে জানে? তাই একটু ভেঙ্গে চুরে ভিপিএস সম্বন্ধে লিখলে মনে হয় নতুন দের জন্য অনেক কাজে লাগবে। উপরের কমেন্ট গুলো পরলেই বুঝতে পারবেন।

ধন্যবাদ সুন্দর একটা টিউন করার জন্য। বিডিরঙ.কম এ আপনার আগমন কামনা করছি! http://bdrong.com/

    ধন্যবাদ ভাইয়া। এখন অনেকেই ভিপিএস ইউজ করে। আমি তাদের জন্যেই পোষ্ট টা করেছি। আর অনেক রিজেনেবল প্রাইস এ vps পাওয়া যায়।। দরকার হলে জানিয়েন।।
    আবারো ধন্যবাদ

এত কিছু না করে সিম্পল একটা কমান্ডের মাধ্যমেই তো ডাউনলোড করার যায় ভিপিএসে।

Putty দিয়ে লগিন করে নিচের কমান্ড দিলেই খুব সহজে কাজ হয়ে যাবে।

cd /home লিখে এন্টার চাপুন তারপর নিচের কমান্ড লিখে এন্টার চাপুন।

wget http://domain.tld/filename

কিছু সময়ের ভিতরেই হোম ফোল্ডারের ভিতরে ডাউনলোড হয়ে যাবে।

    জি ভাই আপনি ওনেক ভালো কতাহ কইছেন। আপনি এখন আমারে কন র‍্যাপিড শেয়ার থেকে ভিপিএস এ কেম্নে ডাউনলোদ করবেন? ভিপিএস এ কমান্ড দিয়ে মুভি কেম্নে দেখবেন? সব সময় আপনার এত পোংটামী বেশী বেশী। রিমোট ডেস্ক টপ কেমন কাজের জিনিষ সেটা আপনার ধারণা নেই। আর আপনি সাইডে থাকেন।। আজাইরা পেচাল বন্ধ করেন।

    ভাই আপনি টিউন কি দিয়ে শুরু করছেন আর কি দিয়ে শেষ করছেন ভাল করে পড়ে দেখেন।

    ""আজ এসেছি রিমোট ডেস্কটপ নিয়ে কথা বলতে। রিমোট ডেস্কটপ টি অনেক মজার। আপনি আপনার ভিপিএস এ রিমোট ডেস্কটপ সেটাআপ করে আপনার বাসার পিসি থেকে ভিপিএস এ প্রবেশ করতে পারবেন এবং সেখানকার ফায়ারফক্স ইউজ করে ভিপিএস এর ব্যান্ডওয়াইড ইউজ করে কাজ করতে পারবেন। যেমন ধরেন আপনার একটি নাটক ডাউনলোড এর সাইট আছে। আপনি কি করবেন? অন্যান্য সাইট থেকে নাটক পিসি তে নামিয়ে আপনার সার্ভার এ আপ করবেন। তাই তো? কত সময় লাগবে?? ঘন্টা খানেক। আর আমি কি করব জানেন? আমার রিমোট ডেস্কটপ এ ঢুকে অন্যান্য সাইট থেকে নাটক ডাউনলোড করব। ডাউনলোড স্পিড ১০০ MBPS। বেশ মজার না? আমার মুভি নামাতে লাগে বড়জর ২ মিনিট।""

    আপনি কোথায় ভিপিএস দিয়ে মুভি দেখার কথা বলেছেন? আপনি তো ডাউনলোড আর আপলোডের কথা বললেন। আর ভিপিএস দিয়ে রেপিডশেয়ার থেকে ও যে কোন কিছু নামানো যায়। আর টিউনে মন্তব্য করা নিষেধ টিটির রুলসে খুজে পাইনি। আপনি বাজে ভাষা ব্যবহার করে আপনি কেমন মানুষ তার বহি:প্রকাশ করলেন। কথায় আছে না "ব্যবহারে বংশের পরিচয়"। কথাটা আবার স্মরণ করিয়ে দিলাম। আপনার টিউন পড়ে যতজন মন্তব্য করছে দেখুন কতজন বুঝতে পেরেছে।

    আপনি আমাকে প্রশ্ন করার আগে আপনার টিউন পড়ে দেখুন মানুষজন ডাউনলোড করে পরে কিভাবে দেখবে, কি করবে এসব কিছুই বলেননি।

    remote desktop install korar tune korechi ami… ar kivabey movie dekha jabey sheta use korlei bujhbey.. shobai apnar moto na jey kivabey movie dekha jay eta sikhano lagbey.. ar apnar lojja thakley amar tune e post koiren na…

আমি আপনার জিমেইল এ ইনভাইট করেছি গ্রহণ করেন। ([email protected] )

মাথা মুন্ড কিছুই বুছতে পারিনি। তবে বুঝলাম যে অনেক বড় মাপের টিউন। আমার জন্য নয়।

Level 2

আমি BTCL এর ২৫৬ kbps উসে করি । আমার টায় কি হবে?

    উনি লোকাল কানেকশনের কথা বলেননি। উনি ভিপিএস কিনে ভিপিএসে ডাউনলোড করার কথা বলেছেন।

Level 0

achha ami banglalion er king 512kbps use korchi amar ta diye ki hobe???

    উনি নিজের ইন্টারনেট কানেকশনের কথা বলেননি। উনি ভিপিএস কিনে ভিপিএসে ডাউনলোড করার কথা বলেছেন।

Level New

vps use kore ami download korbo kmne ??
username r password e ki likhbo ??
IP adress e kisher ip dibo ?
ejonno ki amk alada pay korte hobe? ektu bujhai bolen pls….

    জ্বি এজন্য আপনাকে আলাদা পে করতে হবে। প্রতিমাসে মিনিমাস আপনাকে ৬-১০ ডলার পে করতে হবে।

amare akta movie download koira den @paglu

Level New

vai v.p.s id kivabe pabo?v.p.s. sarver ki?ami kom bosi.aro ekto valo kore bolen.thanks.

    এজন্য আপনাকে আলাদা পে করতে হবে। প্রতিমাসে মিনিমাস আপনাকে ৬-১০ ডলার পে করতে হবে।

Level New

vai putty download korsi.kinto are parina..amar eta khob valo lagse.thanks.I WANT TO DO IT ANY HOW?

    ভিপিএস কিনতে হবে। এজন্য আপনাকে আলাদা পে করতে হবে। প্রতিমাসে মিনিমাস আপনাকে ৬-১০ ডলার পে করতে হবে।

টিউন পরলাম কমেন্টসও পরলাম।আপনার এইটিউটোরিয়ালে মনে হয় মানুষের দুই পয়সার লাভও হয় নাই।নিচের দেয়া লিঙ্কে ক্লিক করে দেখুন ওই টিউটোরিয়াল দাড়া কিছু কিছু মানুষের হাজার হাজার টাকা বেছে যাচ্ছে ।
http://projukti.mywibes.com/Folder/index.amp

ভাই আমি সুমন ০১৬৭৬০৮৪১৭২ আমি আজকে সকালে আপনাকে ফোন দিয়েছিলাম। ভাই ভি পি এস সার্ভার নিয়ে খুব তারাতারি একটা পোষ্ট করেন। আমার আর সজ্য হচ্চেনা।

Read more: https://www.techtunes.io/web-development/tune-id/79833/#ixzz1S38BmD8V

    ভাই কষ্ট করে গুগলে সার্চ দেন ভিপিএস নিয়ে আশাকরি অনেক কিছু পাবেন।

    Level 0

    broadband/DSL conncetion e kivabe druto movie namano jai (server/ftp chara) etir upor ekta tune korle valo hoi.

ধন্যবাদ । আমরা এতটা অগ্রসর হতে পারিনি এখনো। তাতে কি যারা ভিপিএস সার্ভারে কাজ করে তাদের অনেক কাজে লাগবে।

Level 2

vaia,beparta khub valo laglo,ami vps server e jog dite chai,amar phn no dilam,plz jogajog koren
+8801717748955

    বুঝে শুনে যোগ দেন। ভিপিএস কি আগে বুঝেন।

Level 0

VAI KEMON AACHEN ????

AMAR DOLLER MERE DIE KOTODIN SUKHE THAKLEN ?

CHINTA KOIREN NA, AMI OI KOIEKTA DOLLER HARIE FOKIR HOI NAI, BORONG NIJEI HOSTING COMPANY KHULCHI.
DEKHTE PAREN=> http://www.friendhost.in

r apnar jodi free lage jogajog koiren=>

GTALK> [email protected]
a.
apnare ami block kori nai.

Level 0

@SPONDON