Banckle Live chat সম্পরকে আমার একটি টিউন করার কথা ছিলো।আগে এটির একটি লিঙ্ক দেয়েছিলাম।কিন্তু সেটি ছিলো ইংরেজিতে।তাই অনেকেই সেটি বুজেন্নি।যাদের একটি ব্লগ বা ওয়েবসাইট আছে তাদের সবার জন্যই এটি প্রয়োজনীয়।এটির মাধ্যমে আপনার ব্লগারের ভিজিটররা আপনার সাথে অথবা অন্য ভিজিটরের সাথে Real Time চ্যাট করতে পারবে।এতে আপনি আপনার ব্লগের বা ওয়েবসাইটের ভিজিটর ধরে রাখতে পারবেন।আপনার ব্লগের ভিজিটরদের কোন সমস্যা আপনি সলভ করতে পারবেন।
তো আপনাকে কি করতে হবে।
Step 1: Getting the Deployment Widget code
সরাসরি এই লিঙ্কে চলে যান।এখানে নতুন একটি account করে নিন।২ মিঃ লাগবে।তারপর sign in করুন।
---From the Banckle Toolbar, click Admin
----লেফট পেনেল থেকে লাইভ চ্যাট এ ক্লিক করুন।
===তারপর development widget এ ক্লিক করুন।আপনার চ্যাট b0x টির ধরন কিরকম হবে সেটি এখান থেকে ঠিক করে নিন।ঠিক গুগল adsense এর মত সব শেসে এখান থেকে কোড টি কপি করে নিন
নোটঃএই ওয়েবসাইট্টি ফ্লাশ বেস।প্রথমে যাওয়ার পর অনেক্ষন অপেক্ষা করতে হবে।মানে লোড হতে একটু সময় নিবে।
Step 2: Login to Blogger
Step 3: Edit your Blogger Template
Step by Step চলে যান Blogger dashboard-----Design---edit HTML----Tick Expand
এখন CTRL+F চাপুন এবং </html> কোডটি খুজুন।ঠিক </html> এর আগে cursor বসিয়ে আপনার কপি ক্রিত কোডটী পেস্ট করে দিন।কাজ শেস।এখন সেভ করলেই হয়ে যাবে।
আরো পড়ুন অথবা Related Post Or You may also Interest Feature গুলো যোগ করুন। টিউন্টি বড় করলাম না।next time এ এটির বাংলা লেখা হবে।
পারলে একবার আমার ওয়েব সাইট্টি ঘুরে আসবেন। বিডি টেক জোন
ধন্যবাদ
আমি মোঃ মোশারফ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সাহায্য চাই
আমার ডোমেন সেটআপ করতে পারছি না ব্লগারের আমাকে সাহায্য করুন।