ওয়ার্ডপ্রেসে যখন আমরা পোস্ট করি তখন সব পোস্টই প্রথম পেজে যোগ হয়। কিন্তু আপনি যদি চান যে সে পোস্টটি প্রথম পেজে দেখাবে না তাহলে আপনাকে একটি প্লাগিইনের সাহায্য এই কাজটি করতে হবে। এই প্লাগিইনের মাধ্যমে আপনি প্রথম পেজ, ক্যাটাগরি পেজ, ট্যাগ পেজ, অথর পেজ, আর্কাইভ পেজ অথবা সার্চ রেজাল্ট থেকে হাইড করতে পারবেন।
ডাউনলোড:
এই প্লাগিনটি এখান থেকে ডাউনলোড করুন। আরও তথ্য পাওয়ার জন্য এর প্লাগিন পেজে যেতে পারেন।
ব্যবহারবিধি:
এটি ডাউনলোড করে ইন্সটল করে এ্যাকটিভ করুন। তাহলে পোস্ট করার সময় ডানদিকে ক্যাটাগরির নিচে প্লাগিইনটা দেখতে পাবেন নিচের ইমেজের মতো। সম্পূর্ণ ইমেজটি দেখতে ইমেজের উপরে ক্লিক করুন।
এখান থেকে আপনি নির্বাচন করতে পারবেন প্রথম পেজে দেখাবে কি না।
অথবা আপনি নিচের প্লাগিইনটি ব্যবহার করে কাজ করতে পারবেন।
ডাউনলোড:
এই প্লাগিনটি এখান থেকে ডাউনলোড করুন। আরও তথ্য পাওয়ার জন্য এর প্লাগিন পেজে যেতে পারেন।
ব্যবহারবিধি:
এটি ডাউনলোড করে ইন্সটল করে এ্যাকটিভ করুন। তারপর Settings->Frontpage category filter এ যান। এখান থেকে আপনি সহজেই দেখিয়ে দিতে পারবেন কোন ক্যাটাগরির পোস্ট প্রথম পাতায় প্রদর্শিত হবে না।
পোস্টটি প্রথম প্রকাশ: আইটেক বাংলা ফোরামে
আমি সালেহ আহমদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 365 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অত্যন্ত দরকারী টিউন। ধন্যবাদ আপনাকে।