ফাইল ট্রান্সপার প্রটোকল – ও সেরা FTP টুলস

আপনি একজন ওয়েব ডিজাইনার/ডেবলপার কিন্তু FTP বা File Transfer Protocol  সম্পর্কে জানেন না এমন হতে পারে না। ফাইল ট্রান্সফার প্রোটোকল হচ্ছেএকটি নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্ক বা সার্ভারে ফাইল আদান প্রদানের একটি জনপ্রিয় ও বহুল প্রচলিত পদ্ধতি। আপনি যদি নিজের একটা সাইট কল্পনা করেন এবং তা যদি নিজস্ব হোস্টে হোস্টিং করতে চান বা কোন ফ্রী হোস্টে ও হোস্টিং করতে চান তাহলে আপনাকে FTP সম্পর্কে একটু ধারনা রাখতে হবে।  FTP প্রোগ্রাম গুলো দ্বারা সার্ভারের ফাইল গুলোকে নিজের কম্পিউটারের মত নিয়ন্ত্রন করা যায়। যেমন কপি, পেস্ট, ডিলেট, মুভ ইত্যাদি। আপনি যদি ব্লগার হয়ে থাকেন এবং নিজের একটা ব্লগ খুলবেন তাহলে আপনাকে ওয়ার্ডপ্রেসের মত একটি ওয়েব বেসড সফটওয়ার ইন্সটল করতে হবে। আর তার জন্য প্রয়জন FTP। তাছাড়া প্লাগইন্স ইন্সটল, থিম ইন্সটল সহ অন্যান্য ডাটা আপনার সাইটে আপলোড করার জন্য প্রয়জন একটি FTP সফটওয়ার। একটি জনপ্রিয় FTP প্রোগ্রাম হচ্ছে ফাইলজিলা। আমি নিজেও ফাইল জিলার ফ্যান।

ফাইল জিলা সম্পর্কে জানতে অথবা ডাউনলোড করতে ভিজিট করুন http://filezilla-project.org/

কিন্তু যারা ভিন্ন স্বাদের কিছু চান তাদের জন্য Core FTP।

Core FTP software

Core FTP ও অসাধারন আরেকটি FTP প্রোগ্রাম যা দিয়ে আপনার সার্ভারের ফাইল গুলো নিয়ন্ত্রন করতে পারেন।  ডাউনলোড/ ব্যবহার/ ও বিস্তারিত জানতে ভিজিট করুন http://www.coreftp.com/

প্রযুক্তির ব্লগ টেকটুইটসে আপনাদের স্বাগতম 🙂

ধন্যবাদ সবাইকে 🙂

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বিস্তারিত জানতে চাই।

    আচ্ছা ঠিক আছে। যেকোন একটার ব্যবহার নিয়ে সুন্দর একটা টিউন করব। ধন্যবাদ জানানোর জন্য।

আমি ভাবলাম জাকির ভাই যখন টিউন করেছেন তখন অবশ্যই তাতে বিস্তারিত আছে। কিন্তু লিঙ্কে ডুকে মন খারাপ হয়ে গেল, আপনার মত টিউনারের কাছে থেকে অবশ্যই আমরা বিস্তারিত লেখা আশা করি। ধন্যবাদ।

    বিস্তারিত কি লিখব তাই খুজে পাচ্ছি না 🙁

Level 0

৩টা FTP সার্ভার এর নাম দিলাম।ট্রাই করে দেখুন।কাজে লাগতে পারে।সবার কাজ হবেনা।
http://www.download.banglanetbd.com
ftp://202.148.56.26
ftp://10.113.3.254 ( username:nipu pass:nipu)

    ধন্যবাদ শেয়ার করার জন্য।

বিস্তারিত

Level 0

এই টিউনটার আরো বিস্তারিতসহ আপডেটেট টিউন আশা করি। হ্যা, অবশ্যয় জাকির ভাই এর কাছ থেকে। ধন্যা……। বাকিটা রেখে দিলাম।

Level 0

ইয়েস ফাইলাজিলাই সেরা।

filezilla আসলেই একটা দারূন সফট ওয়ার। আর যদি ল্যন এ ব্যভার করেন তাহলে ও একটা ভাল অপশন

আর যারা এর টিউটোরিয়াল নিয়ে ভাবছেন তাদের বলছি এটা অনেক ইন্টারেকটিভ সফট ওয়ার। েই লিনকে সুন্দর টিউটোরিয়াল পাবেন
http://wiki.filezilla-project.org/FileZilla_Client_Tutorial_(en)

সত্যি জাকির ভাইয়ের সাথে এই রকম টিউন যায় না।
আরো বিস্তারিত ভাবে টিউনটা আপডেট করবেন আশা করছি,ধন্যবাদ।

আমি ইদানিং ফাইল জিলা ব্যবহার করা শুরু করছি, কিন্তু এতে আমি পজ বা রিজিউম বাটন খুজে পাচ্ছি না ! আমি জানি আমি যথেষ্ট হাস্যকর প্রশ্ন করেছি, কিন্তু আমার চোখ খারাপ না অন্য ব্যপার বুজতে পারছি না ! যদি কেও জানাতেন !

ধন্যবাদ !