আইডিবি IT স্কলারশিপ কোর্স সম্পর্কে গোপন কিছু জেনে নিন

আসসালামুয়ালাইকুম,  আমি, আইডিবি (IDB-BISEW) ৩৭ রাউন্ড এর একজন গর্বিত ছাত্র। এখানে কোর্স করে আমি বর্তমানে একটি আইটি ফার্মে জবে আছি। ইদানিং বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পার্সোনাল মেসেজ এ অনেকে জানতে চান আই ডি বি এর আইটি স্কলারশিপ সম্পর্কে।

IsDB-BISEW আইটি স্কলারশিপ প্রোগ্রাম সম্পূর্ণ বিনামূল্যে পেশাদার আইটি প্রশিক্ষণ প্রদান করে ৷ বর্তমানে এই প্রোগ্রামটি তার ঊনবিংশ বছরে পদার্পণ করেছে ৷ এই প্রোগ্রামের লক্ষ্য মেধাবী মুসলিম যুবকদের আন্তর্জাতিক স্তরের পেশাদার আইটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রোগ্রামটি এ পর্যন্ত ১৪, ৮১১+ জন আইটি প্রফেশনাল তৈরি করেছে যারা দেশ এবং বিদেশের ২, ৮০৫+ টিরও বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছে। তথঃ idber-website

আমি এই টিউনে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করছি। উল্লেখ্য আইডিবি  এর বর্তমান নাম আই এস ডি বি (ISDB-BISEW)।  আইডিবি এর বেশ কতগুলো  স্কলারশিপ প্রোজেক্ট রয়েছে। আমি এখানে শুধুমাত্র আইটি রিলেটেড  প্রোজেক্ট এর ব্যাপারে আলোচনা করব।  ISDB-BISEW  নন  CSE স্টুডেন্টদের  জন্য.

আইটি প্রোজেক্ট ঃ- এটি মূলত দুই ভাগে বিভক্ত

(১) বাচেলর /ফাজিল / কামিল /মাস্টার্স সমমানের পরীক্ষারথীদের জন্য।

(২) চার বছর মেয়াদী ডিপ্লোমা ধারীদের জন্য।

বাচেলর দের জনা রয়েছে ঃ

Candidates with Bachelor/Fazil/Master/Kamil
SLCourse nameHours
1Database Design and Development (DDD)880
2Enterprise Systems Analysis & Design - C#.NET (ESAD-C#.NET)980
3Enterprise Systems Analysis & Design - JEE (ESAD-JEE)940
4Graphics, Animation & Video Editing (GAVE)876
5Networking Technologies (NT)896
6Web Application Development with PHP and Frameworks (WDPF)900

উল্লেখ এই বিষয় গুলো isdb web সাইট এ ইংলিশে দাওয়া আছে যে গোপন  বিষয় গুলো আপনাদের জানানোর জন্য টিউন এখানে থেকে পড়ুন এই টিউন এর নিচের দিকে পাবেন।  আপনার মতামত জানাতে ভুলবেন না

Level 2

আমি জাহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

Professional Web Developer


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস