আসসালামুয়ালাইকুম, আমি, আইডিবি (IDB-BISEW) ৩৭ রাউন্ড এর একজন গর্বিত ছাত্র। এখানে কোর্স করে আমি বর্তমানে একটি আইটি ফার্মে জবে আছি। ইদানিং বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পার্সোনাল মেসেজ এ অনেকে জানতে চান আই ডি বি এর আইটি স্কলারশিপ সম্পর্কে।
IsDB-BISEW আইটি স্কলারশিপ প্রোগ্রাম সম্পূর্ণ বিনামূল্যে পেশাদার আইটি প্রশিক্ষণ প্রদান করে ৷ বর্তমানে এই প্রোগ্রামটি তার ঊনবিংশ বছরে পদার্পণ করেছে ৷ এই প্রোগ্রামের লক্ষ্য মেধাবী মুসলিম যুবকদের আন্তর্জাতিক স্তরের পেশাদার আইটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রোগ্রামটি এ পর্যন্ত ১৪, ৮১১+ জন আইটি প্রফেশনাল তৈরি করেছে যারা দেশ এবং বিদেশের ২, ৮০৫+ টিরও বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছে। তথঃ idber-website
আমি এই টিউনে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করছি। উল্লেখ্য আইডিবি এর বর্তমান নাম আই এস ডি বি (ISDB-BISEW)। আইডিবি এর বেশ কতগুলো স্কলারশিপ প্রোজেক্ট রয়েছে। আমি এখানে শুধুমাত্র আইটি রিলেটেড প্রোজেক্ট এর ব্যাপারে আলোচনা করব। ISDB-BISEW নন CSE স্টুডেন্টদের জন্য.
আইটি প্রোজেক্ট ঃ- এটি মূলত দুই ভাগে বিভক্ত
(১) বাচেলর /ফাজিল / কামিল /মাস্টার্স সমমানের পরীক্ষারথীদের জন্য।
(২) চার বছর মেয়াদী ডিপ্লোমা ধারীদের জন্য।
বাচেলর দের জনা রয়েছে ঃ
Candidates with Bachelor/Fazil/Master/Kamil | ||
SL | Course name | Hours |
1 | Database Design and Development (DDD) | 880 |
2 | Enterprise Systems Analysis & Design - C#.NET (ESAD-C#.NET) | 980 |
3 | Enterprise Systems Analysis & Design - JEE (ESAD-JEE) | 940 |
4 | Graphics, Animation & Video Editing (GAVE) | 876 |
5 | Networking Technologies (NT) | 896 |
6 | Web Application Development with PHP and Frameworks (WDPF) | 900 |
উল্লেখ এই বিষয় গুলো isdb web সাইট এ ইংলিশে দাওয়া আছে যে গোপন বিষয় গুলো আপনাদের জানানোর জন্য টিউন এখানে থেকে পড়ুন এই টিউন এর নিচের দিকে পাবেন। আপনার মতামত জানাতে ভুলবেন না
আমি জাহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
Professional Web Developer