আসসালামু আলাইকুম।
প্রিয় টেকটিউনসবাসী। আশাকরি সকলে ভালো আছেন। অনেক দিন পরে আপনাদের সামনে একটি টিউন নিয়ে হাজির হলাম। আশাকরি এতে অনেকেরই উপকার হবে।
একটি ওয়েবসাইটের জন্য ডোমেইন এবং হোষ্টিং বাধ্যতামূলক। কিন্তু এই ডোমেইন হোষ্টিং কেনার জন্য বিশস্ত কোন কোম্পানীর বড়ই অভাব। বিশেষ করে বাংলাদেশে অনেক অনেক ডোমেইন হোষ্টিং কোম্পানী আছে। নামী বেনামী অনেক কোম্পানীই কমবেশি মূল্যে জেনুইন এবং আনজেনুইন হোষ্টিং সেল করে। যদিও জেনুইন হোষ্টিং প্রভাইডারের তালিকা বাংলাদেশে খুবই কম। ট্রাষ্টেড ডোমেইন এবং হোষ্টিং কোম্পানী হাতে গোনা কয়েকটি ছাড়া নেই ই। এখন কথা হলো জেনুইন হোষ্টিং কিভাবে চিনবেন? আমরা অনেকেই হোষ্টিং এর কোয়ালিটি যাচাই না করে করেই নামমাত্র মূল্যের লোভনীয় অফারের মায়ায় পড়ে যেখান-সেখান থেকেই হোষ্টিং কিনে ফেলি। কোন যাচাই বাছাইয়ের প্রয়োজনই মনে করি না। অতঃপর রেজাল্ট টা হয় ২দিন পর ওয়েবসাইট উধাও হয়ে যায় বা মাসে ১৫দিন ডাউন থাকে বা কোন সাপোর্টের জন্য প্রভাইডরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তাই সবসময় হোষ্টিং কেনার আগে, যে কোম্পানীর হোষ্টিং কিনছেন, সেই হোষ্টিং টি জেনুইন কিনা চেক করে নেওয়া খুবই জরুরী। বর্তমান সময়ে হোষ্টিং এর জনপ্রিয় কন্ট্রোল প্যানেল এর নাম হচ্ছে, “সিপ্যানেল” আর হোষ্টিং টি জেনুইন কিনা তা দেখার জন্য ”সিপ্যানেল” এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে ভেরিফাই অপশন এর মাধ্যমে সিপ্যানেল লাইসেন্স ভেরিফাই করে দেখতে পারবেন যে, কাংখিত হোষ্টিং টি জেনুইন কিনা। যদি অফিশিয়াল সিপ্যানেল লাইসেন্স ভেরিফাই এ লাইসেন্স দেখতে পান তবেই বুঝবেন কাংখিত হোষ্টিং টি সম্পূর্ণ নির্ভেজাল এবং জেনুইন। এবং জেনুইন হোষ্টিং প্রভাইডাররা কখনোই চাইবে না যে তাদের সার্ভিসে ত্রটি থাকুক। কেননা তারা হিউজ এমাউন্ট খরচ করে পার্মানেন্ট ব্যবসার জন্য এসেছে। অন্যদিকে, কিছু প্রভাইডার আছে যারা সিপ্যানেল লাইসেন্স ক্রাক করে ব্যবহার করছে, যা সম্পূর্ণই আনজেনুইন বা ইলিগ্যাল বা ক্রাইম বলা যায়। যা আপনার ওয়েবসাইটের জন্য খুবই ঝূকিপূর্ণ। তাই লাইসেন্স ছাড়া ওয়েব হোষ্টিং কেনা থেকে বিরত থাকুন।
আশাকরি উপরোক্ত কথাগুলি সকলে বুঝতে পেরেছেন।
উপরোক্ত সকল নিয়ম মেনে বাংলাদেশের কয়েকটি কোম্পানীর মধ্যে একটি হলো A2Host লিংক https://a2hostbd.com
তারা জেনুইন লাইসেন্স প্রাপ্ত। তাদের লাইসেন্স চেক করতে ভিজিট করুন https://verify.cpanel.net/app/verify?ip=a2hostbd.com
লিংকে প্রবেশ করলেই তাদের লাইসেন্স ইনফরমেশন দেখতে পারবেন।
উক্ত কোম্পানীর Black Friday উপলক্ষে কয়েকটি অফার নিম্নে উল্লেখ করা হলোঃ
হোষ্টিং অফারঃ
ডোমেইন অফারঃ
যারা অফারগুলো সংগ্রহ করতে ইচ্ছুক তারা ভিজিট করুন https://a2hostbd.com
তাদের সুবিধাসমূহঃ
আশাকরি গুরুত্বপূর্ণ একটি টিউন শেয়ার করতে পেরেছি।
টিউনে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমি মানুষ, আর মানুষ মাত্রই ভুল হতে পারে আমার তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে পোষ্টটি দেখবেন।
ধন্যবাদ সবাইকে।
আমি অনন্যা আহমেদ। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।