Black Friday তে ডোমেইন এবং হোষ্টিং কিনুন ৮০ ডিসকাউন্টে COM ডোমেইন মাত্র 599 টাকা ট্রাষ্টেড হোষ্টিং কোম্পানী চেনার উপায়

আসসালামু আলাইকুম।

প্রিয় টেকটিউনসবাসী। আশাকরি সকলে ভালো আছেন। অনেক দিন পরে আপনাদের সামনে একটি টিউন নিয়ে হাজির হলাম। আশাকরি এতে অনেকেরই উপকার হবে।

একটি ওয়েবসাইটের জন্য ডোমেইন এবং হোষ্টিং বাধ্যতামূলক। কিন্তু এই ডোমেইন হোষ্টিং কেনার জন্য বিশস্ত কোন কোম্পানীর বড়ই অভাব। বিশেষ করে বাংলাদেশে অনেক অনেক ডোমেইন হোষ্টিং কোম্পানী আছে। নামী বেনামী অনেক কোম্পানীই কমবেশি মূল্যে জেনুইন এবং আনজেনুইন হোষ্টিং সেল করে। যদিও জেনুইন হোষ্টিং প্রভাইডারের তালিকা বাংলাদেশে খুবই কম। ট্রাষ্টেড ডোমেইন এবং হোষ্টিং কোম্পানী হাতে গোনা কয়েকটি ছাড়া নেই ই। এখন কথা হলো জেনুইন হোষ্টিং কিভাবে চিনবেন? আমরা অনেকেই হোষ্টিং এর কোয়ালিটি যাচাই না করে করেই নামমাত্র মূল্যের লোভনীয় অফারের মায়ায় পড়ে যেখান-সেখান থেকেই হোষ্টিং কিনে ফেলি। কোন যাচাই বাছাইয়ের প্রয়োজনই মনে করি না। অতঃপর রেজাল্ট টা হয় ২দিন পর ওয়েবসাইট উধাও হয়ে যায় বা মাসে ১৫দিন ডাউন থাকে বা কোন সাপোর্টের জন্য প্রভাইডরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তাই সবসময় হোষ্টিং কেনার আগে, যে কোম্পানীর হোষ্টিং কিনছেন, সেই হোষ্টিং টি জেনুইন কিনা চেক করে নেওয়া খুবই জরুরী। বর্তমান সময়ে হোষ্টিং এর জনপ্রিয় কন্ট্রোল প্যানেল এর নাম হচ্ছে, “সিপ্যানেল” আর হোষ্টিং টি জেনুইন কিনা তা দেখার জন্য ”সিপ্যানেল” এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে ভেরিফাই অপশন এর মাধ্যমে সিপ্যানেল লাইসেন্স ভেরিফাই করে দেখতে পারবেন যে, কাংখিত হোষ্টিং টি জেনুইন কিনা। যদি অফিশিয়াল সিপ্যানেল লাইসেন্স ভেরিফাই এ লাইসেন্স দেখতে পান তবেই বুঝবেন কাংখিত হোষ্টিং টি সম্পূর্ণ নির্ভেজাল এবং জেনুইন। এবং জেনুইন হোষ্টিং প্রভাইডাররা কখনোই চাইবে না যে তাদের সার্ভিসে ত্রটি থাকুক। কেননা তারা হিউজ এমাউন্ট খরচ করে পার্মানেন্ট ব্যবসার জন্য এসেছে। অন্যদিকে, কিছু প্রভাইডার আছে যারা সিপ্যানেল লাইসেন্স ক্রাক করে ব্যবহার করছে, যা সম্পূর্ণই আনজেনুইন বা ইলিগ্যাল বা ক্রাইম বলা যায়। যা আপনার ওয়েবসাইটের জন্য খুবই ঝূকিপূর্ণ। তাই লাইসেন্স ছাড়া ওয়েব হোষ্টিং কেনা থেকে বিরত থাকুন।

আশাকরি উপরোক্ত কথাগুলি সকলে বুঝতে পেরেছেন।
উপরোক্ত সকল নিয়ম মেনে বাংলাদেশের কয়েকটি কোম্পানীর মধ্যে একটি হলো A2Host লিংক https://a2hostbd.com

তারা জেনুইন লাইসেন্স প্রাপ্ত। তাদের লাইসেন্স চেক করতে ভিজিট করুন https://verify.cpanel.net/app/verify?ip=a2hostbd.com

লিংকে প্রবেশ করলেই তাদের লাইসেন্স ইনফরমেশন দেখতে পারবেন।

উক্ত কোম্পানীর Black Friday উপলক্ষে কয়েকটি অফার নিম্নে উল্লেখ করা হলোঃ

হোষ্টিং অফারঃ

  •  ৫জিবি হোষ্টিং ৭৯৯ টাকা
  • *১০ জিবি হোষ্টিং+ ফ্রি.COM ডোমেইন ১১৯৯টাকা
  • *২০ জিবি হোষ্টিং+ ফ্রি.COM ডোমেইন ১৭৯৯টাকা
  • *আনলিমিটেড হোষ্টিং+ ফ্রি.COM ডোমেইন ৬৯৯৯টাকা
  • * আনলিমিটেড রিসেলার হোষ্টিং ৯৯৯৯ টাকা (২০০ জেনুইন সিপ্যানেল)

ডোমেইন অফারঃ

  • .COM 599tk
  • .XYZ 99tk
  • .NET 699tk
  • .INFO 499tk
  • ME 599tk

যারা অফারগুলো সংগ্রহ করতে ইচ্ছুক তারা ভিজিট করুন https://a2hostbd.com

তাদের সুবিধাসমূহঃ

  • বিকাশ, রকেট, নগদে টাকা পাঠিয়ে ডোমেইন হোষ্টিং কেনা যায়
  • ২৪ঘন্টা সাপোর্ট সিষ্টেম
  • বন্ধুসুলভ সুন্দর আচরণ
  • তৎখনাৎ সমস্যা সমধানে সক্রীয়
  • তাদের সার্ভারে ডাউনটাইম খুবই কম। (তাদের একট্রা সাপোর্ট সার্ভার আছে, বাই দ্যা চান্স যদি তাদের মেইন সার্ভার ডাউন হয়ে যায়, তৎক্ষণাৎ তাদের সাপোর্ট সার্ভারে আপনার ওয়েবসাইট লাইভ হয়ে যাবে। তাতে ওয়েবসাইট ডাউন হওয়ার কোন চান্স নেই।
  • London, USA, Singapore পছন্দমতো যেকোন দেশের লোকেশন ব্যবহার করতে পারবেন।

আশাকরি গুরুত্বপূর্ণ একটি টিউন শেয়ার করতে পেরেছি।

টিউনে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমি মানুষ, আর মানুষ মাত্রই ভুল হতে পারে আমার তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে পোষ্টটি দেখবেন।

ধন্যবাদ সবাইকে।

Level 1

আমি অনন্যা আহমেদ। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস