ফ্রি ওয়েব হোস্টিং লাইফটাইম সম্পূর্ণ বিনামূল্যে ডোমেইন হোস্টিং কিনুন

টিউন বিভাগ ওয়েব ডেভেলপমেন্ট
প্রকাশিত
জোসস করেছেন

টিউন টি পড়ে আপনি উপকৃত হলে অবশ্যই টিউমেন্ট করার চেষ্টা করবেন, আপনাদের মতামত না পেলে নতুন কন্টেন্ট তৈরি করার ইচ্ছা করে না 🥺

শিক্ষার্থীদের জন্য অফেক্স সম্পূর্ন ফ্রিতে ওয়েব হোস্টিং পরিষেবা প্রদান করছে।  অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে অনেকেই প্রোগ্রামিং বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখতে চায় কিন্তু ওয়েব হোস্টিং ডোমেইন কেনার খরচ বহন করতে পারে না।  তাই অর্থনৈতিক বিষয়গুলো মাথায় রেখে অফেক্স শিখতে ইচ্ছুক এমন ব্যক্তিদের জন্য সম্পূর্ণ ফ্রিতে ওয়েব হোস্টিং সার্ভিস প্রদান করার উদ্যোগ নিয়েছে। বর্তমানে ফ্রি হোস্টিং ও সাবডোমেইন  এর সাথে প্লেস্ক কন্ট্রোল প্যানেল প্রোভাইড করা হচ্ছে।

ফ্রি হোস্টিং এ আপনার অ্যাপ্লিকেশন ডেভলপ করার সুবিদার্থে আনলিমিটেড ডোমেইন, ডাটাবেস, FTP, সাবডোমেইন তৈরি করতে পারবেন।  আর মজার বিষয় হচ্ছে আপনি জনপ্রিয়  Apache বা Nginx সার্ভার এর মধ্যে যেকোনোটি ব্যবহার করতে পারবেন।

ফ্রি হোস্টিং ব্যবহার করা সত্ত্বেও যেকোন সময় প্রিমিয়াম হোস্টিং, VPS বা Dedicated সার্ভার এ আপগ্রেড করে নিতে পারবেন।

ফ্রি ওয়েব হোস্টিং এর কিছু সুবিধাঃ

  • আপনাকে ডোমেইন ও হোস্টিং এর জন্য পেমেন্ট করতে হবে না।
  • সম্পূর্ণ ফ্রি-তে আপনি এই হোস্টিং ইনফ্রাস্ট্রাকচার টি ব্যবহার করতে পারবেন।
  • সহজেই এইচটিএমএল, সিএসএস, পিএইচপি, ওয়ার্ডপ্রেস সহ অন্যান্য অ্যাপ্লিকেশন হোস্ট  করতে পারবেন।
  • অফেক্স ফোরাম থেকে সার্বক্ষণিক সাপোর্ট পাবেন। ওয়েব হোস্টিং সঙ্ক্রান্ত যেকোন সমস্যা বা আইডিয়া ফোরামস এ টিউন করতে পারেন।
  • ডাটা ব্যাকাপ ও সিকিউরিটি থাকছে, অর্থাত তথাকথিত ফ্রি হোস্টিং সার্ভিস গুলোর মত হুট করে আপনার কোন ডাটা ডিলিট হবে না।
  • cPanel এর মত Plesk অন্যতম সেরা একটি প্রিমিয়াম ওয়েবসাইট কন্ট্রোল প্যানেল, সো আপনারা সম্পূর্ণ ফ্রি তে প্রিমিয়াম হোস্টিং ইনভায়রনমেন্ট ব্যবহার করতে পারছেন।
  • সহজেই ৫০০+ প্রিমিয়াম ডোমেইন কিনতে পারবেন এবং হোস্টিং এর সাথে যোগ করে নিতে পারবেন।
  • ফ্রি তে সকল ডোমেইন ও সাব ডোমেইন এর জন্য  Let's Encrypt  SSL সার্টিফিকেট  পাচ্ছেন।  যা ২৪ ঘন্টার মধ্যে অ্যাক্টিভেট হবে।

ফ্রি ওয়েব হোস্টিং এর কিছু সীমাবদ্ধতাঃ

  • ইমেইল এর জন্য ওয়েবমেইল ব্যবহার করতে পারবেন না।
  • সীমিত স্টরেজ  এবং ব্যান্ডউইথ ব্যবহার করতে পারবেন।
  • অর্থাৎ ফ্রি হোস্টিং নিয়ে আপনি ব্যবসায়ীক বা হাই ট্রাফিক ওয়েবসাইট করতে পারবেন না।
  • পাইথন, node.js ইত্যাদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবেন না।

বিশেষ দ্রষ্টব্যঃ  একজন ব্যক্তি শুধুমাত্র একটি ফ্রি  হোস্টিং একাউন্ট ব্যবহার করতে পারবেন।  অফেক্স এর  কোন হোস্টিং প্যাকেজ এ হ্যাকিং, স্পামিং বা অন্য যেকোন ইললিগ্যাল ওয়েবসাইট হোস্ট  করা যাবে না।  এ ধরনের কোন একটিভিটিস প্রমাণিত হলে আপনাকে একটি ওয়ার্নিং দেয়া হবে এবং পরবর্তীতে হোস্টিং একাউন্ট টারমিনেট করে দেয়া  হবে।

কিভাবে সম্পূর্ণ ফ্রিতে লাইফ টাইম এর জন্য ওয়েব হোস্টিং সার্ভিস অর্ডার করবেন?

  • প্রথমেই আপনাকে অফেক্স ডটকম  এর অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে।  এরপর স্টুডেন্ট ফ্রি ওয়েব হস্টিং এ ক্লিক করতে হবে।

  • নতুন একটি উইন্ডো ওপেন হবে এবং আপনি স্টুডেন্ট প্লেস্ক হোস্টিং প্যাকেজ দেখতে পারবেন।  এখান থেকে FFH প্যাকেজ টি  সিলেক্ট করে নেবেন।

অফেক্স  হোস্টিং  অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করে যেকোন হোস্টিং সার্ভিস সেল করলেই পাচ্ছেন ২৫% পর্যন্ত কমিশন। অর্থাত ১০০০ টাকার একটি প্যাকেজ কাউকে রেফার করলেই আপনি ২৫০ টাকা বা ১০০ টাকার প্যাকেজ এ ২৫ টাকা পেয়ে যাবেন!

  • পরবর্তী পেজে আপনাকে একটি ডোমেইন বাছাই করতে হবে।  এখানে আপনি একটি নতুন ডোমেইন রেজিস্টার করতে পারেন অথবা  পুরনো ডোমেইন  ব্যবহার করতে পারবেন। এছাড়াও অফেক্স এর থেকে একটি ফ্রিতে সাবডোমেইন অর্ডার করতে পারেন। এখানে আমি test সাবডোমেইন টি দিয়ে অর্ডর প্লেস করছি।

  • পরবর্তী পেজে আপনাকে কে অফেক্স এর কে  ব্যাপারে জানিয়েছে তা লিখতে হবে অর্থাৎ আপনি যদি গুগল থেকে এই ফ্রি হোস্টিং এর ব্যাপারে জানতে পারেন তাহলে গুগল লেখে দিতে পারেন।  বা অন্য কোথাও থেকে জানতে পারলে সেটা দিয়ে দিবেন।

  • পরবর্তী পেজে আপনি দেখতে পারবেন আপনার কার্ট এ  কি রয়েছে।  এখানে চেকাউট -এ ক্লিক করলে আপনি অ্যাকাউন্ট তৈরি করার পেইজ এ  চলে আসবেন।

  • এই ইন্টারফেস  থেকে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।  এরপর সাবমিট এ ক্লিক করলে আপনি দেখতে পারবেন অর্ডারটি সফলভাবে করা হয়ে গেছে।

  • এরপর আপনি কনটিনিউ তে ক্লিক করার মাধ্যমে ক্লায়েন্ট এরিয়া তে  চলে যাবেন এবং এখানে দেখতে পারবেন যে আপনার অর্ডার করা হোস্টিং সার্ভিস  টি অ্যাক্টিভেট হয়ে গেছে।  এই পেজ থেকে আপনি  প্লেস্ক ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেলে লগইন করতে পারবেন।

  • প্লেস্ক হোস্টিং  কন্ট্রোল প্যানেল ইন্টারফেস।

পরবর্তীতে প্লেস্ক কন্ট্রোল প্যানেল সম্পর্কে কিছু টিউটরিয়াল পাবলিস করবো, ইনশাল্লাহ।  ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং অফেক্স এর  সার্ভিসগুলো অন্যদের মাঝে শেয়ার করে দেয়ার চেষ্টা করবেন।  কারণ সার্ভিসটি থেকে যদি কোম্পানি উপকৃত না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে কন্টিনিউ করা সম্ভব হবে না তাই আপনাদের সবাইকে এ বিষয়ে আমাদের সাহায্য করতে হবে।

আশা করছি ভবিষ্যতে আরও কয়েকটি ফ্রি হোস্টিং সার্ভার অফেক্স  ইনফ্রাস্ট্রাকচার এ যোগ করা সম্ভব হবে। টিউমেন্ট এ আপনাদের মতামত জানাতে ভুলবেন না 😉

ওয়েব হোস্টিং বা ডোমেইন এর ডিসকাউন্ট কুপন পেতে চোখ রাখুন প্রোমো পেইজ এ!

প্রথম প্রকাশিতঃ  অফেক্স নলেজবেস এ।

Level 2

আমি মিঃ অক্সিডেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Harder than the hardest | Softer than the softest


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস