আসসালামু আলাইকুম। ওয়েবসাইটের কাজ শিখতে গিয়ে মাঝে মাঝে ইচ্ছে করে, আমার ওয়েবসাইট যদি সার্ভারে হোষ্ট করে দেখি তাহলে কেমন দেখাবে যদি একটু দেখে নিতে পারতাম! অথবা ওয়েবসাইট হোষ্ট করে অনলাইনে SEO কিভাবে করতে হয় তা বিস্তারিত শিখে নিতে পারতাম! আপনার এ ধরনের ইচ্ছা গুলোকে বাস্তবে রূপ দেয়ার জন্য আজকে আমার এই টিউটোরিয়াল 😊
আজকে আমি অফেক্স ওয়েব হোস্টিং এ ৫ জিবি ফ্রি ওয়েব হোস্টিং নেয়ার পদ্ধতি শেয়ার করবো। সাথে একটি ফ্রি সাবডোমেইন ও নিয়ে নিতে পারবেন। অফেক্স হোস্টিং সম্পর্কে আপনারা নিশ্চই জানেন, আমি আগেও টিউন করেছিলাম। যাইহোক আর বেশি কিছু বলছি না, আপনি হোস্টিং ব্যবহার করলেই বুঝতে পারবেন সবকিছু। অফেক্স এর তিন বছরপূর্তি উপলক্ষে এই ফ্রি হোস্টিং ক্যাম্পেইন টি চলছে 🎁
লিঙ্ক এ ক্লিক করলে আপনি সরাসরি ডোমেইন সিলেকশন পেজ এ চলে আসবেন। এখানে প্রথম অপশন টিতে নতুন ডোমেইন রেজিস্টার করতে পারবেন। বর্তমানে.XYZ.FUN.PW ডোমেইন মাত্র ১০০ টাকায় নিতে পারবেন এবং.COM ডোমেইন ৮৯৯ টাকায়।
দ্বিতীয় অপশন টির মাধ্যমে অন্য প্রোভাইডার এর ডোমেইন অফেক্স এ ট্রান্সফার করে নিতে পারবেন আর তৃতীয় অপশন এ ট্রান্সফার না করেই অন্য যেকোন ডোমেইন ব্যবহার করতে পারবেন।
আর এখানে চতুর্থ অপশন এ আপনি সম্পূর্ণ ফ্রি তে আজীবন এর জন্য একটি সাব ডোমেইন পেয়ে যাবেন। আপনার কোন ডোমেইন না থাকলে এবং নতুন ডোমেইন রেজিস্টার করতে না চাইলে আপনি এই অপশন টা দিয়ে সহজে হোস্টিং নিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারবেন ☺️
এরপর হোস্টিং কনফিগারেশন পেজ এ চলে আসবেন, এখানে আপনাকে Monthly Billing সেলেক্ট করতে হবে। অন্য কোন বিলিং সাইকেল সিলেক্ট করলে আপনার ১ মাসের জন্য ফ্রি অফার টি নিতে পারবেন না। আর আপনি যদি বার্ষিক হোস্টিং প্যাকেজ নিতে চান তাহলে এখানে ক্লিক করুন 👈
এরপর আপনি কার্ট পেজ এ চলে আসবেন, এখানে আপনি দেখতে পারবেন কি কি প্রোডাক্ট সিলেক্ট করেছেন। যদি কোন ভুল প্যাকেজ সিলেক্ট করেন তাহলে "Empty Cart" এ ক্লিক করলে আপনার কার্ট রিফ্রেশ হয়ে যাবে। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে চেকআউট এ ক্লিক করতে পারেন।
এখানে আপনি আপনার ডিটেইলস দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। অ্যাকাউন্ট সম্পূর্ণ করলেই আপনার হোস্টিং অ্যাকাউন্ট সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি ইমেইল এ সব ডিটেইলস পেয়ে যাবেন। আর যদি কোন সমস্যা ফেস করেন তাহলে একটি টিকেট ওপেন করতে পারেন।
এই হোস্টিং প্যাকেজ টির রিনিউ ফি ১০০ টাকা পরের মাস থেকে। তবে আমরা লাইফটাইম সম্পূর্ণ ফ্রি তে ওয়েব হোস্টিং সার্ভিস এর একটি সুবিধা চালু করতে চাচ্ছি 🔥 আপনারা ইন্টারেস্টেড থাকলে টিউমেন্ট এ জানাবেন তাহলে ইনশাআল্লাহ কাজ শুরু করে দেবো 🙄
এই ছিলো আজকের টিউটোরিয়াল। আপনার কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট এ জানাতে পারেন আর লিঙ্ক কাজ না করলে জানাবেন 🥰 ওয়েব হোস্টিং সঙ্ক্রান্ত বিভিন্ন সমস্যা আলোচনা করতে আমাদের ফেসবুক গ্রুপ এ জয়েন করতে পারেন -
আমি মিঃ অক্সিডেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Harder than the hardest | Softer than the softest