ব্লগ কি? ব্লগিং কিভাবে করব 2021?

ব্লগ কি: হ্যালো বন্ধুরা এটা জেনে ভালো লাগলো যে আপনারাও ব্লগিং করতে চাইছেন আজ আমি এই টিউনের মাধ্যমে আপনাদের বলব ব্লগ কি, ব্লগ মানে কি, What is Blog in Bangla আর আমরা ব্লগিং কিভাবে করব

 

তাহলে চলুন সর্বপ্রথম আমরা জেনে নিই

ব্লগিং এর অর্থ কি?

ব্লগিং এর অর্থ হলো যেকোনো বিষয় বা যে কোন প্রোডাক্ট, সার্ভিস এর সম্বন্ধে অনলাইন তথ্য প্রদান করা যখন আপনারা কোন জিনিস বুঝতে না পারেন তখন আপনারা গুগলে সার্চ করেন আর আপনারা সেই প্রশ্নের হাজারো উত্তর পেয়ে যান

সেই সমস্ত তথ্য কে অনলাইন তথ্য বলা হয় যেটিকে প্রফেশনাল ভাষায় বলা হয় Web writing আর এটিকে content writing ও বলা হয়

কম্পিউটার মোবাইল বা ল্যাপটপ যে কোন ডিভাইসে যখন আপনারা আপনাদের পছন্দের টপিক আর আপনাদের পছন্দের ব্লগিং প্লাটফর্ম এ কিছু আর্টিকেল লিখেন আর সেটিকে ইন্টারনেটে পাবলিশ করেন যাতে অন্যান্য ইন্টারনেট ব্যবহারকারীরা সেই আর্টিকেলটি পড়তে পারে এটিকে ব্লগিং বলা হয়

একটু ভেবে দেখুন যদি আপনাদের কেউ বলে যে আপনার যে বিষয়ে জ্ঞান আর আগ্রহ রয়েছে সেই বিষয়ে লিখুন আর এর বদলে আপনারা ভালো টাকা আয় করতে পারবেন তাহলে আপনাদের কেমন লাগবে আপনারা করতে চান কিনা?

হ্যাঁ ব্লগিং এমন একটা মাধ্যম যেখানে আপনারা আপনাদের পছন্দের যেকোন টপিকের উপর লিখতে পারবেন আর ভালো টাকা আয় করতে পারবেন

এটি এমন একটি ক্যারিয়ার যার মাধ্যমে আপনারা ঘরে বসে আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবেন

 
ব্লগ কি?
ব্লগ হলো এক ধরনের ওয়েবসাইট যেখানে আপনারা যে কোন টপিকের ওপর আপনাদের বিচার ধারাকে লিখতে পারেন যেটিকে ব্লগ টিউন বলা হয় আর সেটিকে ইন্টারনেটের পাবলিশ করা হয় যাতে ইন্টারনেট ব্যবহারকারীরা আপনাদের ব্লগ পড়ে তথ্য সংগ্রহ করতে পারে

সহজ ভাষায় ব্লগকে আপনারা একটি পার্সোনাল ডায়েরি বলতে পারেন সেখানে আপনারা সেই সমস্ত বিষয়ে লিখতে পারেন যে বিষয়ে আপনাদের জ্ঞান বা আগ্রহ রয়েছে

আর ব্লগে ব্লগ টিউন লেখার পর আপনারা পাবলিশ করার অপশন পেয়ে যাবেন যার ফলে আপনার ব্লগ টিউন ইন্টারনেটে শেয়ার হয়ে যাবে

ইন্টারনেটে শেয়ার করার পর সেই সমস্ত মানুষরা যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা আপনার ব্লগে দেওয়া তথ্য পড়তে পারবে

ব্লগ দেখতে কেমন?
সাধারণত ব্লগ 4 ভাগে বিভক্ত Header, Footer, Body Part আর Sidebar
ব্লগ কত প্রকারের হয়?
ব্লগ অনেক প্রকারের হয় যেমন

  • Personal blog
  • Corporate/Business blog
  • Professional blog
  • Niche blog
  • Affiliate blog
  • Media blog
  • Freelance blog
  • Guest post blog/Reserve blog

Level 0

আমি সৌগত দে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

Blogging is my hobby and I like to share free things with you like software,tips & tricks,blogging, SEO, Backlinks topics etc.....visit my site: https://bengalitech.info


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস