ই-কমার্স ওয়েবসাইট বানিয়ে নিন কিস্তিতে

📣কিস্তিতে নিন ওয়েবসাইট!📣

বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সারা পৃথিবীজুড়ে মানুষ যখন অহসায়। অর্থনীতির চাকা যখন স্থবির, ফিজিক্যাল ব্যবসা বানিজ্য যখন সব বন্ধ, প্রয়োজনীয় সকল কিছু বেচা-কেনা যখন কষ্টকর। সে সময়েও আমাদের অনলাইন উদ্যোক্তরা থেমে নেই, যার যার অবস্থান থেকে অনলাইনকে ব্যবহার করে মানুষের চাহিদার যোগান দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেসকল উদ্যোক্তা নিজেস্ব ই-কমার্স ওয়েবসাইট তৈরি করার কথা ভাবছেন তাদের সহযোগিতা করার লক্ষ্যে অ্যান্ট ডিজিটালের পক্ষ থেকে নেয়া হয়েছে “কিস্তিতে ওয়েবসাইট” তৈরি করার উদ্যোগ।

নিয়মাবলীঃ
01) উদ্যোক্তার পছন্দ ও চাহীদার ভিত্তিতে ওয়েবসাইট তৈরি করা হবে।
02) সাইটের বাজেট উদ্যোক্তার সাথে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
03) প্রতিটি সাইটের সাথে একটি ডোমেইন এবং হোষ্টিং অর্ন্তভূক্ত থাকবে।
04) ডোমেইন উদ্যেক্তার পছন্দের (খালি থাকলে) ভিত্তিতে প্রদান করা হবে।
05) হোষ্টিং এর পরিমান উদ্যেক্তার চাহিদার ভিত্তিতে প্রদান করা হবে।

06) কিস্তির ধরন:
(ক) ডিউরেশনঃ সাপ্তাহিক / মাসিক
(খ) কিস্তি প্রদানঃ মাসিক এডভান্স / সাপ্তাহিক এডভান্স
(গ) প্রদান প্রক্রিয়াঃ মোবাইল ব্যাংকিং

07) ওয়েবসাইটের বাজেট 4টি ক্যাটাগরীতে বিভক্ত-ক্যাটাগরি (A, B)
(A) ক্যাটাগরি-বাজেট ২০, ০০০/->>০৪ মাস
(B) ক্যাটাগরি-বাজেট ১৫, ০০০/->>০৩ মাস
(C) ক্যাটাগরি-বাজেট ১০, ০০০/->>০২ মাস

08) ওয়েবসাইট নগদ মূল্যেও তৈরি করা যাবে তবে কিস্তিতে প্রদানের ক্ষেত্রে অতিরিক্ত কোন চার্জ প্রযোজ্য হবে না।
09) মোট মূল্যকে ডিউরেশন দিয়ে ভাগ করে মাসিক কিস্তি নির্ধারণ করা হবে।
10) কিস্তি পূর্ণপরিশোধ সাপেক্ষে ডোমেইন, হোষ্টিং এবং সাইটের শতভাগ কন্ট্রোল Owner কে প্রদান করা হবে।

কিস্তিতে ওয়েবসাইট এ যেসকল সুবিধা পাবেনঃ
✅.com Domain + 5GB hosting
✅Full Search Engine Optimization
✅Native mobile application
✅Live support on 4 platform
✅SSL payment gateway integration
✅Payment directly with Bkash API
✅Payment directly with Nagad API
✅Lifetime free support
✅50 Product Will be Added from Us
✅All Payment Method (Bangladeshi)
✅WordPress admin panel
✅Hosting cPanel
✅Mobile Responsive Design
✅Unlimited product uploads
✅15.Location-based auto shipping charge system
✅Coupon and discount system
✅Order acceptance, order edit
✅Live delivery status, shipment
✅Product management
✅Auto PDF invoice
✅Invoice printing system
✅Messenger live chatting
✅Responsive slider
✅Connect Facebook page
✅Customer registration / login
✅Product Review Options
✅Product search option
✅Unlimited Vendor added
✅Mobile OTP verification Added

{N.B: Service will depend on your package}

visit: ant-bd.com

Message: m.me/ant.com.bd

Facebook: ANT Fb Page

Level 3

আমি মুশফিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস