ভাল সার্চ ইঞ্জিন র্যঙ্কিং এর জন্য গতিকে এখন ধরা হবে। আগেয় সার্চ ইঞ্জিন র্যঙ্কিং এর জন্য উইনিক, আসল, মান সম্মত কনটেন্ট ধরা হত। এখন তা আর নেয়।
এখন গতি গতি কেও তুলনা করে গুগল।
গতি কি ?
গতি যা ইংরেজিতে স্পীড বলা হয়। আপনার ওয়েবসাইট এর এড্রেস ব্রাউজার
এ ক্লিক করার পর কতক্ষণ শময় লাগে পূপরই আশতে তাকে ওয়েবসায়ট এর গতি বলা হয়।
কিভাবে মাপবেন আপনার ওয়েবসাইট এর গতি ?
http://gtmetrix.com এ আপনি শহজেই মেপে নিতে পারেন গতির সময..
এই সাইত টির বারতি সুবিধা হল আপনি দুতি সাইট এর মধ্যে গতির পার্থক্য দেখতে পারবেন। যেমন টিউনস এবং আমার ব্লগ এর মধ্যে বিজয়ি হল আমার ব্লগ টি ! নিচের ছবিতি দেখলেই বুজতে পারবেন
Nasif A. Razzaque
আমার অনন্য টিউনসঃ
ভিবিন্ন বিষয়ে যেমন পণ্য এবং সার্ভিস নিয়ে ব্লগ করে টাকা আয় করুন
বিজয় and অভ্র – মোস্তফা জব্বারের প্রতারনা
কিভাবে তৈরি করবেন নিজের মতো করে 404 page ( ওয়ার্ডপ্রেস থেসিস থিম )
আমি ণাসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল 🙂