ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কেন শিখবেন? মাসে কত টাকা আয় করতে পারবেন এবং এর ভবিষ্যৎ কি?

Level 15
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

বন্ধুরা আশাকরি সকলেই ভালো আছেন। যুগের সাথে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে একটি ওয়েবসাইট থাকার কোনো বিকল্প নেই। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট শিখতে হলে আপনাকে কি করতে হবে? কেমন আয় করতে পারবেন? এবং এর ভবিষ্যত কি?

ক্রিয়েটিভ বা সৃজনশীল পেশা গুলোর মধ্যে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট একটি। তথ্য প্রযুক্তির মধ্যে জনপ্রিয় এবং আকর্ষণীয় কাজ হচ্ছে ওয়েব ডেভলপমেন্ট। যুগের প্রয়োজনে প্রতিটি প্রতিষ্ঠানের একটি করে ওয়েবসাইট অপরিহার্য হয়ে উঠেছে। আর বিষয়কে লক্ষ্য রেখেই বাড়ছে এ বিষয়ে পেশাদারীদের সংখ্যা। তাই বলাই চলে আগামীতে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট হতে চলেছে সবচাইতে চাহিদা সম্পন্ন পেশা।

ওয়েবসাইট ডিজাইন শিখতে হলে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে?

ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে হলে আপনাকে অবশ্যই ভালোভাবে ইংরেজি জানতে হবে। কেননা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোকে ভালোভাবে আয়ত্ত করতে এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরিতে অবশ্যই ইংরেজি দরকার। এছাড়া ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে অবশ্যই ইংরেজিতে পারদর্শী হওয়া দরকার। এ সেক্টরে কাজ করতে হলে আপনাকে অধিক ধৈর্য রাখতে হবে। আর তা না হলে খুব তাড়াতাড়ি শিখতে গিয়ে অনেক বিষয় ভালোভাবে জানা নাও হতে পারে। এছাড়া দরকার প্রচুর অনুশীলন। আর পেশাদার ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার হতে হলে আপনার দরকার চূড়ান্ত দক্ষতা।

কিভাবে ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখবেন?

যারা কম্পিউটার সাইন্স নিয়ে পড়াশোনা করেন তারা সেখানে ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখে যায়। তবে আপনারাও চাইলে নিজে থেকে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট বিষয়ে কোন ভালো প্রতিষ্ঠান থেকে কোর্স করতে পারেন। আপনি কত দ্রুত শিখবেন সেটি নির্ভর করে আপনার প্রচেষ্ঠার উপর।

ওয়েব ডিজাইন শিখতে হলে আপনাকে অবশ্যই গ্রাফিক ডিজাইন ভালোভাবে শিখতে হবে। তাহলে আপনার ওয়েব ডেভলপার হওয়া আরো সহজ হবে। এজন্য আপনাকে জানতে হবে এডোবি ফটোশপ, এডোবি ইলাস্ট্রেটর।

তবে আপনার এডোবি ফটোশপ জানা থাকলে সেটি দিয়ে শুরুতে একটি ওয়েবসাইটের চেহারা দাঁড় করানো যাবে যে, আপনার ওয়েবসাইটটি কিরকম হবে। এরপর গ্রাহকের চাহিদা এবং পছন্দমতো সেটি পরিবর্তন করে নিতে পারবেন। যার ফলে এডোবি ফটোশপ শিখেও এ কাজে অনেকাংশ করা যাবে। এছাড়া আপনার ওয়েবসাইটটি কে আকর্ষণীয় করার জন্য এডোবি ইলাস্ট্রেটর এর ব্যবহার আপনাকে জানতে হবে।

এসবের বাইরে আপনার ওয়েবসাইটটিকে সত্যিকার অর্থে অর্থবহ করার জন্য যেটির প্রয়োজন (হাইপার টেক্সট মার্কআপ ল্যাংগুয়েজ) বা এইচটিএমএল।

HTML (এইচটিএমএল)

একটি ওয়েবসাইট শুরুর প্রথম উপাদান হচ্ছে এইচটিএমএল। এটি হলো একটি মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এর ট্যাগ সমূহ ব্যবহার করে একটি ওয়েবপেজের বেসিক কাঠামো তৈরি করা হয়ে থাকে। এটি একটি মার্কআপ ল্যাংগুয়েজ যা একসারি মার্কআপ ট্যাগ এর সমন্বয়ে গঠিত। এটি কোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়। ইন্টারনেটে তথা ওয়েবসাইটে ওয়েবপেজ তৈরিতে এইচটিএমএল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এইচটিএমএল ট্যাগসমূহ ব্যবহার করে একটি ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা হয়।

সিএসএস (CSS)

এইচটিএমএল এর বাইরে আরও একটি জরুরি জিনিস হলো Cascading Style Sheets বা CSS। সিএসএস হচ্ছে ডিজাইনকে আকর্ষণীয় করে তোলার অন্যতম হাতিয়ার। এইচটিএমএলের মত মার্কআপ ভাষায় লিখিত ডকুমেন্ট কীভাবে উপস্থাপিত হবে তা বর্ণনা করতে ব্যবহৃত css ব্যবহৃত হয়।

সিএসএস দিয়ে একটি ওয়েবসাইটের মূল বিষয়বস্তুর রং, ফ্রন্ট ইত্যাদি পৃথকভাবে নির্ধারণ করা যায়। এই পৃথকীকরণ একজন ওয়েব ডেভেলপারকে বেশ কিছু সুবিধা দেয়। কারণ অনেকগুলো ওয়েবপেজের বিন্যাস, রং ইত্যাদি পৃথক.css ফাইল দ্বারা নির্ধারণ করা যায়। এর ফলে অনেক জটিলতা কমে যায় এবং একই বিষয় এর পুনরাবৃত্তি হয় না। সিএসএস এর মাধ্যমে একই পাতাকে বিভিন্ন ডিভাইসে এবং ব্রাউজারে বিভিন্নভাবে উপস্থাপন করা যায়।

এসবের বাইরে ওয়েবসাইটে কোন এনিমেশন যুক্ত করতে Flash জানা দরকার। একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে প্রোগ্রামিং ভাষা জানা অনেক জরুরী। এজন্য JavaScript PHP, MySQL শেখা জরুরি। একজন ওয়েব ডেভেলপারকে বিভিন্ন প্রোগ্রামিং ভাষা সম্বন্ধে জানতে হয়। একজন ওয়েব ডেভেলপারকে (X)HTML5, CSS, jQuery, JavaScript, PHP, MySQL, Java, Python, C, C+ ইত্যাদি সম্পর্কে ভালোভাবে জানতে হয়। এছাড়া একজন ওয়েব ডেভেলপারকে Server related যেমনঃ ASP, AJAX, NET ইত্যাদি সম্পর্কে জানতে হয়।

আপনি যদি শুধুমাত্র ওয়েব ডিজাইনার হতে চান তাহলে আপনার এইচটিএমএল, সিএসএস এবং ফটোশপ, ইলাস্ট্রেটর জানা থাকলেই হবে। আর আপনি যদি ওয়েব ডেভলপার হতে চান, তাহলে আপনাকে বাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোকে ভালোভাবে জানতে হবে। আপনি ওয়েব ডিজাইনার হলেও আপনাকে বাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে কিছু বেসিক ধারণা থাকতে হবে। যাতে করে আপনার ডিজাইনকৃত ওয়েবসাইটকে একজন ডেভেলপার এর জন্য ডেভেলপ করতে সহজ হয়।

কেমন আয় করতে পারবেন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখে?

প্রথমেই বলে নেই আপনার আয় নির্ভর করবে আপনার পরিশ্রম এবং আপনার দক্ষতার ওপর। আপনি যদি একজন ভাল ওয়েব ডেভলপার হয়ে থাকেন তাহলে আপনি শুরুতে হয়তোবা কিছুটা কম আয় করতে পারবেন। সময় এবং আপনার দক্ষতা বাড়ার সঙ্গে সঙ্গে আপনার আয় বাড়তে থাকবে।

তবে এটি বলা যায় যে, আপনার ওয়েব ডিজাইন জানা থাকলে শুরুতে 15 থেকে 30 হাজার টাকা আয় করতে পারবেন। আপনার দক্ষতা যত বাড়বে তত আপনি বেশি আয় করতে পারবেন। এমনকি আপনি যদি ভাল ওয়েব সাইট ডেভলপ করতে পারেন দক্ষতার সঙ্গে, তাহলে আপনি প্রতিমাসে লক্ষ টাকার উপরে টাকা আয় করতে পারবেন।

ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এর ভবিষ্যৎ কি?

বর্তমানে সকল প্রতিষ্ঠানের অনলাইনে অ্যাক্টিভিটির জন্য দরকার একটি ওয়েবসাইট। বর্তমানে যে প্রতিষ্ঠানের অনলাইনে যত বেশি অ্যাক্টিভিটি রয়েছে সে প্রতিষ্ঠানের জনপ্রিয়তা তত বেশি। তাই এটা নির্দিধায় বলা যায় যে, ভবিষ্যতে সকল প্রতিষ্ঠানেে ব্যবসায়িক পরিধি বাড়ানোর জন্য দরকার একটি করে ওয়েবসাইট। আর সে ওয়েবসাইট পরিচালনা করতেও দরকার একজন ওয়েব ডেভেলপারের।

এসব দিক থেকে বলা যায় যে, একজন ওয়েব ডেভেলপার এর ভবিষ্যৎ শ্রমবাজার অনেক প্রসারিত। একজন ওয়েব ডেভলপার চাইলে নিজে কোন প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে অথবা অন্যকোন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে চুক্তিভিত্তিক কাজ করতে পারে। একজন ওয়েব ডেভেলপার ফ্রিল্যান্সিং, ফাইবার, আপওয়ার্ক ইত্যাদি মার্কেটপ্লেসে কাজ করতে পারে। যতই দিন যাবে ততই বাড়তে থাকবে ওয়েবসাইট তৈরির চাহিদা এবং সেই সাথে পাল্লা দিয়ে বাড়বে ওয়েব ডেভেলপারের আয়ের পরিমাণ।

বন্ধুরা এই ছিল ওয়েব ডিজাইন এন্ড ডেভলপমেন্ট সম্পর্কে সম্পূর্ণ টিউন। আশাকরি টিউনটি আপনাদের কাছে ভালো লেগেছে। সম্পূর্ণ টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।

Level 15

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস