আসুন ওয়েবসাইট তৈরি করি HTML,CSS,JAVA এর সাহায্যে A to Z ( ৫ম পর্ব)

আসসালামুয়ালাইকুম। টেকটিউনসের সকল বন্ধুরা সবাই কেমন আছেন। আশা নয় দৃঢ় বিশ্বাস সাবাই ভাল আছেন। আমিও ভাল আছি টেকটিউন এর ভালবাসায়।আমি মনে মনে অনেক কষ্ট পাই , কারন অনেকেই মন্তব্য করেন না, ভাল হল কি খারাপ হল আমি কিছুই বুজি না। তাই আপনাদের প্রতি আমার বক্তব্য হল একটু কষ্ট করে হলেও কমেন্ট করবেন। ভাল হলে ভাল বলবেন আর খারাপ হলে খারাপ বলবেন।যারা পরবেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন । যাই হোক যারা আমার গত পর্ব গুলো পড়েন নি তারা নিচের লিঙ্ক থেকে পড়ে নিতে পারেন ।
১ম পর্বঃ http://techtweets.com.bd/web-developing/zahid-hassan/2481
২য় পর্বঃhttp://techtweets.com.bd/web-developing/zahid-hassan/2648
৩য় পর্বঃ https://www.techtunes.io/web-development/tune-id/6367
৪র্থ পর্বঃ https://www.techtunes.io/web-development/tune-id/66446/

আমরা শিখসি HTML । আজ আমরা শিখব HTML এর সাহায্যে কিভাবে ফর্ম তৈরি করা যায়। ওয়েবসাইট ডিজাইনারদের জন্য ফর্ম তৈরি করা অনেক গুরুত্তপূর্ণ । HTML এর সাহায্যে ফর্ম তৈরি করে তা সম্পূর্ণভাবে বাস্তবায়িত করার জন্য প্রয়োজন হবে জাভা স্ক্রিপ্ট এর। এখন আমরা HTMLএর সাহায্যে ফর্ম তৈরি করবো, আর এই ফর্মে কিছু জাভা স্ক্রিপ্ট এর কাজ করতে হবে তা আমি যখন জাভা স্ক্রিপ্ট শিখাব।
এটি কোন কলেজে ভর্তির আবেদন পত্রের একটি ফর্ম। এখানে অনেকগুলো ট্যাগ এর ব্যবহার র‍্যেসে। এজন্য আমার আগের লেখা গুলো পড়া একান্ত আবশ্যক । যদি না পড়ে থাকেন তাহলে সেগুল পড়ে নিবেন। চলুন এখন ফর্ম তৈরি করা যাক

<html>
<head>
<body>
<form>
<table border="1">
<tr>
<td colspan="2" align="center"><h5>Student Information</h5></td>
</tr>
      

<tr>
<td>Name :</td>
<td><input type="text" size="20"></td>
</tr>
<tr>
<td>Roll :</td>
<td><input type="text" size="20"></td>
</tr>
<tr>
<td>Registration :</td>
<td><input type="text" size="20"></td>
</tr>
<tr>
<td>Picture :</td>
<td><input type="file"></td>
</tr>
<tr>
<td>Depertment :</td>

<td>
<table>
<tr>
<td><input type="checkbox">Computer</td>
<td><input type="checkbox">Civil</td>
</tr>
<tr>
<td><input type="checkbox">ENT</td>
<td><input type="checkbox">RAC</td>
</tr></table></td></tr>
<tr>
<td>Semesrer :</td>
<td><select>
<option>1st</option><option>2nd</option> <option>3rd</option> <option>4th</option><option>5th</option>  <option>6th</option> <option>7th</option> <option>8th</option>         
</select></td></tr>
<tr>
<td colspan="2" align="center"><input type="submit" value="send">
<input type="reset"></td>
</tr>
</table></form>

</body>
</head>
</html>


ইহার আউটপুট হবে এরকমঃ

 

 

 

 

এখানে অনেক গুলো ট্যাগ র‍্যেসে। ভালভাবে পড়বেন, তাহলেই বুজতে পারবেন। বুজতে সমস্যা হলে আমাকে জানবেন। সবার প্রতি আমার ভালবাসা ও সুভ কামনা রইল।

Level 0

আমি zahid hassan@। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভাল লাগে বৃষ্টিতে ভিজতে , আর সাথে যদি পাশের বাড়ির মেয়েটি থাকে তাহলে তো কথাই নেই, ভাল লাগার সীমা ছাড়িয়ে যায় । আগুলোর চেয়ে বেশি ভাল লাগে কম্পিউটারের সাথে গল্প করতে ।আমার ফেসবুকঃ http://www.facebook.com/home.php#!/profile.php?id=100001514299668


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর করে গুছিয়ে লেখার জন্য ধন্যবাদ। পরের পর্বের আশায় আছি। ধন্যবাদ………

    আপনাকেও ধন্যবাদ Kausar Alam ভাই ।

এটা কি কাজে লাগবে যদি একটু খুলে বলতেন তবে বুঝতাম।

    আপনি যদি কোন কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবডেভেলপার হন তাহলে অনলাইনের মাধ্যমে ভর্তির ফ্রম তৈরির জন্য এই ফর্ম তৈরি করা শিখা একান্ত প্রয়োজন । সেক্ষেত্রে এটি দরকার হবে।

Level 0

Avcbvi †cvóMy‡jv Avgvi Kv‡Q Lye fv‡jv †j‡M‡Q Ges Avwg practice Kwi‡ZwQ|
fvBqv Avwg Avcbvi me¸wj ce© c‡owQ wKš— †Kvb †KvgvÛ Kwi bvB G Rb¨ Avwg `ytw¶Z!
ZvB Avwg me©cÖ_g GKvD›U K‡i cÖ_g ‡K&gvÛ Avcbvi †cv‡ó|
GLb †_‡K wbqwgZ Avgv‡K Avcbvi ‡cv‡ói †Kvgv‡Û †`L‡Z cv‡eb|

    Level 0

    অপনার সবগুলা েপাষ্ট অমার কাছ খুব ভালোগেছ।
    অপনার সবগুেলা েপাষ্ট অািম িনয়িমত পিড়।

    ধন্যবাদ আপনাকে নিয়মিত পড়ার জন্য । আশাকরি এর পর থেকে কমেন্ট করতে ভুলবেন না ।

Level 0

via.
me totally new comer of this site.tis site is so nite and asa korbo ai tuner dharabahikota bojy rakhben bcz me html khub posondo koriiiii