বাংলাদেশেও বর্তমানে বেশ কয়েকটি মানসম্মত ওয়েব হোস্টিং কোম্পানি গড়ে উঠেছে। যারা সফল ভালে ব্যবসা করছে এবং ভালে সার্ভিস ও দিচ্ছে। এমনই একটি কম্পানি হলো পুতুল হোস্ট (Putul Host)। এরা মাত্র ১৫০০ টাকায় ৫ জিবি ওয়েব হোস্টিং এর সাথে.com ডোমেইন ফ্রি দিচ্ছে। ফাটাফাটি ওয়েব হোস্টিং অফার - হোস্টিং কিনলে.com ডোমেইন ফ্রি
আমি প্রায় ১ বছর যাব পুতুল হোস্ট এর হোস্টিং ব্যবহার করছি। এখন পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হতে হয় নি। আসলো অনেকের মনে প্রশ্ন থাকে যে দেশি হোস্টিং প্রোভাইডার গুলো ভালো হবে কি হবে না, এর উত্তর হলো অবশ্যই ভালো হবে।
আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, সার্ভার আপটাইম ৯৫% এর উপরে, লোডিং স্পিড ও অনেক ভালো, ২৪x৭ কাস্টমার সাপোর্ট, সুলভ মূ্ল্য।
হোস্টিং এর ক্ষেত্রে আপটাইম, লোডিং স্পিড খুবই গুরুত্বপূর্ণ। আর একটি বিষয়, বিদেশি হোস্টিং বা ডোমেইন কিনতে গেলে ক্রেডিট কার্ড বা পেপাল লাগে, কিন্তু দেশি হেস্টিং কিনতে বিকাশ, রকেট বা নগদ দিয়েও কেনা যায়, যাতে করে হোস্টিং কেনাটা সহজ হয়ে যায়।
পুতুল হোস্ট সম্পর্কে হয়ত আপনি জানেন, এটা নতুন কম্পানি নয়, বেশ কয়েক বছর যাবত এরা ডোমেইন এবং ওয়েব হোস্টিং সার্ভিস সেবা দিয়ে আসছে। যদি জানা না থাকে তাহলে পুতুল হোস্টের ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন।
এখন জানাবো পুতুল হোস্টের কম্বো প্যাকেজ গুলো সম্পর্কে। এদের অনেক গুলো হোস্টিং প্লান আছে। আমি ৪ টি কম্বো প্লান এর একটি টেবিল আপনাদের সাথে শেয়ার করবো। এতে সহজে প্যাকেজ এবং খরচ সম্পর্কে ধরনা নেয়া যাবে।
প্লান | স্টোরেজ | ফ্রি ডোমেইন | প্রতি বছরে মূল্য | প্রতি বছরে রিনিউ মূল্য |
---|---|---|---|---|
প্লান ১ | ৫ জিবি | .com | ১৫০০৳ | ১০০০৳ |
প্লান ২ | ১০ জিবি | .com | ২০০০৳ | ১৫০০৳ |
প্লান ৩ | ২০ জিবি | .com | ৩০০০৳ | ২৫০০৳ |
প্লান ৪ | আনলিমিটেড | .com | ৩৫০০৳ | ৩০০০৳ |
কম্বো প্যাকেজে ১ বছরের জন্য.com ডোমেইন ফ্রি থাকছে। .com ডোমেইন এর রিনিউ মূল্য ৮৫০৳। অন্যান্য বাংলাদেশি ওয়েব হোস্টিং কোম্পানি গুলোর প্যাকেজ মূল্যের থেকে তুলনামূলক পুতুল হোস্টের প্যাকেজ মূল্য কম এবং কোনো, হিডেন চার্জ নেই।
কুপন কোড: COMB20 এই কুপন কোডটি ব্যবহার করে ১৯৯ টাকা ডিসকাউন্ট পাবেন, শুধু মাত্র কম্বো প্যাকেজ গুলোর ক্ষেত্রে।
অর্ডার করুনঃ পুতুল হোস্ট কম্বো প্যাক অফার ২০২১
ওয়েব হোস্টিং বিষয়ক কোনো প্রশ্ন থাকলে টিউমেন্ট করে জানাবেন, উত্তর দেয়ার চেষ্টা করব। আমার ব্লগিং বিষয়ক ওয়েবসাইট ব্লগিং পিডিয়া থেকে ঘুরে আসার আমন্ত্রণ রইল।
আমি রাকিব আহমেদ। Founder, Webmasterbn - ব্লগিং পিডিয়া বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।