আমি প্রথমে বলতে চায় যে, এটা কেবল যারা ফ্রি ওয়েব সাইট বানিয়েছেন বা ফ্রি হোস্টিং নিয়েছেন তাদের জন্য। আর যারা পেইড হোস্টিং ব্যবহার করেন তাদের প্রয়োজন নেই। পেইড হোস্টিং এ ফিচার গুলো সারভার থেকে পাওয়া যায় কিন্তু ফ্রিতে নেই। সুতরাং যারা ফ্রি হোস্টিং নিয়েছেন তারা কি IP ব্লক করতে পারবেন না? হ্যা তারাও পারবেন। নিচের প্রক্রিয়ায়-
প্রথমে http://toolator.com এ গিয়ে ফ্রিতে রেজিট্রশন করে নিন।
আপনার ইমেইল এ ক্লিক করে রেজিট্রশন একটিভ করুন। এবার আরেকটি ইমেইল এ আপনি পাসওয়ার্ড পাবেন। এবার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
IP ব্লক করার জন্য বামপাশের ন্যাভিগেশন মেনু থেকে Block IP তে ক্লিক করুন।
এবার টেক্স বক্সে IP টি লিখুন। যেমন- আপনি যদি মনে করেন গ্রামিনফোন এর কোন গ্রাহক আপনার সাইট দেখতে পারবে না। তাহলে গ্রামিনফোন এর IP টি লিখুন। (১১৯.৩০.৪৫.৪১)। আপনি অন্য সাইটে রিডাইরেক্ট করতে চাইলে তার ঠিকানাটি দিন। কারনও লিখতে পারেন। এগুলো অপশনাল। এবার Block an IP তে ক্লিক করুন।
আবার নেভিগেশন মেনু থেকে website Code এ ক্লিক করুন।
আপনি একটা কোড পাবেন।
এই কোড আপনার সাইটের সোর্স বা নোড প্যাডে পেষ্ট করুন।( নোটপ্যাডের উপরে পেষ্ট করলে ভাল হয়) এবার দেখুনতো আপনার প্রয়োজন অনুসারে কাজ হয় কিনা? আপনি সর্ব্বচ্য তিনটি আই.পি ব্লক করতে পারবেন। এর বেশি প্রয়োজন হলে আপনাকে টাকা দিয়ে প্রিমিয়াম একাউন্ট নিতে হবে।
আমি হাবিবুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 223 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইন্টারনেট সম্পর্কে সামান্য কিছু জানি। ইন্টারনেটেই সারাদিন ঘুরি। আমার নিজ্বস্ব সাইট www.bdwebzone.com. কারো প্রয়োজনে আসলে ধন্য মনে করবো। [email protected]
আপনি কীভাবে গ্রামীনের আইডি বন্ধ করে অন্যের ক্ষতি করবেন!
কেউ যদি তার নিজের সাইট এ এটি করতে চায়, তাহলে করতে পারবে।
আপনি অন্যের সাইটে এটি করতে পারবেন না।
কারণ আপনাকে প্রদত্ত কোডটি সাইটের সোর্স কোড এ সংযোজন করতে হবে।
আপনি অন্যের সাইটের সোর্স কীভাবে পাবেন?
আশা করি বুঝতে পেরেছেন।
দারুন তো। আচ্ছা , তাহলে আমি তো কারো ক্ষতি করতে পারি গ্রামীন এর IP বন্ধ করে