ছোট্ট একটি কোড ব্যবহার করে আপনার যেকোনো ধরনের ওয়েবসাইট থেকে কপি করা বন্ধ করে দিন আপনার সাইটের টিউন/লেখা কেউ কপি করতে পারবে না

টিউন বিভাগ ওয়েব ডেভেলপমেন্ট
প্রকাশিত
জোসস করেছেন

 

বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটি কোড শেয়ার করবো। এই কোড ব্যবহার করে আপনার যেকোনো ধরনের ওয়েবসাইট থেকে কপি করা বন্ধ করে দিতে পারবেন। আপনার সাইটের টিউন/লেখা কেউ কপি করতে পারবে না।

এই কোড টি তৈরী করেছেন আমাদের সকলের পরিচিত বড় ভাই, যাকে আমরা আইটি ওয়ার্ল্ডের কিং বলে থাকি, মানে শাহারিয়ার ইবনে আলম (এস, আই, এ) ভাই।
তিনি তার ব্লগে এই কোডটি শেয়ার করেছিলেন ইংরেজিতে। সেই কোড টাই কপি করে আমি আপনাদের বোঝার জন্য বাংলাতে টিউন করলাম।

যাইহোক আসল কথায় আসি। প্রথমে কোড টি কপি করুন, তারপরে আপনার ওয়েবসাইটের <head> ট্যাগ অথবা Header এ পেস্ট করুন।

কোডটি হলোঃ

<link rel="stylesheet" type="text/css" href="http://sia-cdn.cf/css/sia-copyprotect.css" media="all, handheld"/>

আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে!

Level 0

আমি রাহাত মোল্লা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস