কিস্তি ওয়েবসাইট বানাই কোনো ঝামেলা ছাড়াই

📣কিস্তিতে নিন ওয়েবসাইট!📣

বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সারা পৃথিবীজুড়ে মানুষ যখন অহসায়। অর্থনীতির চাকা যখন স্থবির, ফিজিক্যাল ব্যবসা বানিজ্য যখন সব বন্ধ, প্রয়োজনীয় সকল কিছু বেচা-কেনা যখন কষ্টকর। সে সময়েও আমাদের অনলাইন উদ্যোক্তরা থেমে নেই, যার যার অবস্থান থেকে অনলাইনকে ব্যবহার করে মানুষের চাহিদার যোগান দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেসকল উদ্যোক্তা নিজেস্ব ই-কমার্স ওয়েবসাইট তৈরি করার কথা ভাবছেন তাদের সহযোগিতা করার লক্ষ্যে অ্যান্ট ডিজিটালের পক্ষ থেকে নেয়া হয়েছে “কিস্তিতে ওয়েবসাইট” তৈরি করার উদ্যোগ।

নিয়মাবলীঃ
01) উদ্যোক্তার পছন্দ ও চাহীদার ভিত্তিতে ওয়েবসাইট তৈরি করা হবে।
02) সাইটের বাজেট উদ্যোক্তার সাথে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
03) প্রতিটি সাইটের সাথে একটি ডোমেইন এবং হোষ্টিং অর্ন্তভূক্ত থাকবে।
04) ডোমেইন উদ্যেক্তার পছন্দের (খালি থাকলে) ভিত্তিতে প্রদান করা হবে।
05) হোষ্টিং এর পরিমান উদ্যেক্তার চাহিদার ভিত্তিতে প্রদান করা হবে।

06) কিস্তির ধরন:
(ক) ডিউরেশনঃ সাপ্তাহিক / মাসিক
(খ) কিস্তি প্রদানঃ মাসিক এডভান্স / সাপ্তাহিক এডভান্স
(গ) প্রদান প্রক্রিয়াঃ মোবাইল ব্যাংকিং

07) ওয়েবসাইটের বাজেট 4টি ক্যাটাগরীতে বিভক্ত-ক্যাটাগরি (A, B, C, D)
(A) ক্যাটাগরি-বাজেট ২০, ০০০/->>০৪ মাস
(B) ক্যাটাগরি-বাজেট ১২, ০০০/->>০৩ মাস
(C) ক্যাটাগরি-বাজেট ৬, ০০০/->>>০২ মাস
(D) ক্যাটাগরি-বাজেট ৩, ০০০/->>>০১ মাস

08) ওয়েবসাইট নগদ মূল্যেও তৈরি করা যাবে তবে কিস্তিতে প্রদানের ক্ষেত্রে অতিরিক্ত কোন চার্জ প্রযোজ্য হবে না।
09) মোট মূল্যকে ডিউরেশন দিয়ে ভাগ করে মাসিক কিস্তি নির্ধারণ করা হবে।
10) কিস্তি পূর্ণপরিশোধ সাপেক্ষে ডোমেইন, হোষ্টিং এবং সাইটের শতভাগ কন্ট্রোল Owner কে প্রদান করা হবে।

কিস্তিতে যে সকল ওয়েবসাইট করা যাবে-
✅ ই-কমার্স ওয়েবসাইট
✅ কোম্পানী ওয়েবসাইট
✅ শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট
✅ ব্যক্তিগত ওয়েবসাইট
✅ ব্লগ ওয়েবসাইট
✅ ট্রেইনিং প্রতিষ্ঠান ওয়েবসাইট
✅ কোচিং সেন্টার ওয়েবসাইট
✅ নিউজপেপার ওয়েবসাট
✅ হোটেল ও পর্যটন ওয়েবসাইট
✅ ফার্নিচার কোম্পানী ওয়েবসাইট
✅ রিয়েল এস্টেট কোম্পানী ওয়েবসাইট
✅ ইঞ্জিনিয়ারিং ওয়েবসাইট
✅ কন্সট্রাকশন কোম্পানী ওয়েবসাইট
✅ গার্মেন্টস ওয়েবসাইট
✅ মার্কেটিং ফার্ম ওয়েবসাইট
✅ ল-ফার্ম ওয়েবসাইট
✅ হাসপাতাল ওয়েবসাইট
✅ ক্লিনিক ওয়েবসাইট

✅ যোগাযোগ
☑ মেসেঞ্জারঃ https://m.me/antdigitals

Level 3

আমি মুশফিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কমার্শিয়াল টিউন তো টেকটিউনস AD দিয়ে প্রকাশ করতে হয়। দুই টাকার এড দেওয়ারও সামর্থ্য নাই এরা আসে আবার ব্যবসা করতে।

এককথায় ভিখারি ব্যবসায়ী