সকল ইউজারকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজ এবং পরের ক্লাসটি এই কোর্সের সব থেকে মূল্যবান ক্লাস। কেননা আমাদের এই কোর্সটি সবার থেকে আলাদা যে কারণে সেটাই হচ্ছে আমাদের এই দুই ক্লাস। অর্থাৎ আপনি যে সকল ক্লাস এখান থেকে অথবা ইউটিউব থেকে করছেন। সেই সকল ক্লাস শেষ করার পর আপনি কিভাবে প্রাকটিস করবেন এবং আপনার প্রাকটিস কৃত ফাইল ও কাজ ঠিক আছে কিনা সেটা আপনি আমাদের কাছে দিতে পারবেন। আর এই সমস্ত কিছুই আজ এবং পরবর্তী ক্লাসে পাইবেন। আজ শুরু করছি কিভাবে সম্পূর্ণ প্রাকটিস করবেন।
সবার আগে আপনাকে আমাদের এই ক্লাস সমূহ এখান থেকে অথবা ইউটিউব থেকে দেখতে হবে। আপনি এইখান থেকে নিয়মিত টিউন দেখেও যেটি পাবেন, ইউটিউব ভিডিও থেকেও সেটাই পাবেন। যাহোক, আপনি প্রতিটা ক্লাস শেষ করবেন। এবং ক্লাস শেষ হবার পর ঐ ক্লাসে কি শিখলেন তা নিজে প্রাকটিস করবেন।
আমাদের ক্লাস শেষে আমরা ক্লাসে যে কাজ করছি তার একটি সোর্স ফাইল আপনি নিচের দিকে ডাউনলোড করতে পারবেন। নিচের দিক দেখে সেই সোর্স কোড টি ডাউনলোড করে নিবেন।
কম্পিউটার ইউজারদের জন্যঃ
ডাউনলোড কৃত ফাইলটি একটি zip ফাইল আকারে থাকবে। আপনি যদি কম্পিউটার ইউজার হয়ে থাকেন তবে একটি সফটওয়ার ডাউনলোড করে ইন্সটল করে নিবেন। সফটওয়্যারটির নাম WinRAR, এটি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন অথবা http://www.win-rar.com এড্রেস থেকে ডাউনলোড করে নিন। এরপর ইন্সটল করবেন।
এবার আপনি আপনার কম্পিউটারের যে ড্রাইভে কাজ করবেন সেইখানে নিচের মত করে ফোল্ডার গুলো তৈরী করে নিন। এরপর প্রতিটা ফোল্ডারে কি করবেন সেটা আমি এক এক করে বলছি।
এখানে আপনার ড্রাইভে গিয়ে প্রথমে Web Ground ফোল্ডার তৈরী করেন। এর ভেতরে Practice এবং Assignment নামে দুইটি ফোল্ডার করেন। এরপর Practice ফোল্ডার এর মাঝের দুইটা ফোল্ডার Original Files এবং My Files নামে দুইটি ফোল্ডার করে নিন।
এখন উপরের স্টেপে ফিরে যাই। আপনি আমাদের দেওয়া সোর্স ফাইলটি ডাউনলোড করে নিলে দেখবেন সেখানে একটি জিপ ফাইল আছে। যেহেতু আপনি আগেই WinRAR সফটওয়্যারটি ইন্সটল করেছেন (করে না থাকলে করে নিন)। এখন আপনি ডাউনলোড করা সোর্স ফাইলটি Web Ground → Practice → Original Files এর মাঝে সোর্স ফাইলের ক্লাস নামে একটি ফোল্ডার করে তার মাঝে নিয়ে রাখেন।
মনে করুন আপনি ক্লাস ০৩ এর সোর্স ফাইল ডাউনলোড করেছেন। তাহলে আপনি Class 03 ফোল্ডারের মাঝে সোর্স এর জিপটি রেখেছেন।
এখন আপনি সোর্স ফাইলের জিপটির উপর মাউস রেখে মাউসের ডান বাটনে চাপ দিন আর নিচের মত দেখতে পাবেন।
মার্ক করা লেখাটায় চাপ দিন। তাহলে দেখবেন ওখানে একটি ফোল্ডার তৈরী হয়ে গেছে এবং তার মাঝে আমাদের সোর্স ফাইলটি পেয়ে যাবেন। নিচের মত করে দেখতে পাবেন।
তাহলে পেয়ে গেলেন আমাদের সোর্স ফাইল। এটাকে ডাবল ক্লিক করে ব্রাউজারে ওপেন করে রাখবেন।
এখন আপনি তো ক্লাসের ভিডিওটি অথবা পোস্টটি পড়েছেন, সেই অনুযায়ী আপনি কোড লিখে সেটাকেও ব্রাউজারে ওপেন করবেন। এখন আপনার তৈরী করা ফাইলের ব্রাউজারের স্ক্রিন আর আমাদের সোর্স ফাইলের ব্রাউজার ভিউ মিলিয়ে দেখবেন। এভাবে আপনি প্রাকটিস করবেন।
যদি এমন হয় যে আপনি কোথাও ভুল করছেন কিন্তু ধরতে পারছেন না, তখন আমাদের সোর্স ফাইলটি Notepad এ ওপেন করে চেক করে নিবেন।
আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তবে আপনি টিউমেন্ট করবেন। আর অবশ্যই এই ক্লাসটি ভিডিওতেও দেখতে পাবেন। এখন আমরা আমাদের ফোল্ডার তৈরীর সময় যে My Files নামে ফোল্ডার করেছিলেন, আপনার প্রতিদিনের প্রাকটিস করা ফাইলটি সেই ফোল্ডারে ক্লাস অনুযায়ী সাজিয়ে রাখবেন। তাহলে সকল ক্লাস সব সময়ে আপনি সহজেই পেয়ে যাবেন।
মোবাইল ইউজারদের জন্যঃ
আপনি উপরের সমস্ত লেখাগুলো ভালোভাবে পড়ুন। সকল সোর্স ফাইল গুলো ডাউনলোড করে নিন। যেহেতু আমাদের আর্কাইভ (জিপ) ফাইল। সেহেতু আপনার একটি ভালো ফাইল ম্যানেজার অথবা আর্কাইভার এপ প্রয়োজন। আপনি প্লে স্টোর থেকে RAR নামের এপ্টি ইন্সটল করে নিন।
এখন আপনার ডাউনলোড কৃত ফাইলটিকে আনজিপ করার জন্য নিচের মত করে ফলো করুন।
আপনার ডাউনলোডকৃত আর্কাইভ (জিপ) সোর্স ফাইলটি খুঁজে বের করে সেটাকে উপরের ফোল্ডার স্ট্রাকচার অনুযায়ী ফোন মেমোরীর Original Files ফোল্ডারের মাঝে রাখুন। এখন আপনি RAR নামক এপটিতে প্রবেশ করুন। সেখান থেকে Original Files ফোল্ডারে গিয়ে জিপ ফাইলটিতে চাপ দিন। দেখবেন ওটার মাঝের সকল ফাইল দেখাচ্ছে।
এখন ডান পাশে মার্ক করা অংশে চাপ দিয়ে সকল ফাইল সিলেক্ট করুন। এরপর দ্বিতীয় মার্ক করা অংশে চাপ দিন।
এরপর শুধু ওকে করুন। দেখবেন সব ফাইল ফোল্ডার তৈরী হয়ে তার মাঝে চলে এসেছে।
এভাবে আনজিপ হয়ে গেল।
এখন আপনি আমাদের সোর্স ফাইলটি আগের টিউটোরিয়ালের মতই ব্রাউজারে ওপেন করে দেখতে পারবেন। যদি আমাদের ফাইলটি আপনি Notepad+ এ ওপেন করতে চান তবে নিচের স্টেপ ফলো করুন।
• প্রথমে নোটপ্যাড+ ওপেন করুন সেখান থেকে ওপেন ফাইল এ যান।
• এখান থেকে আমাদের সোর্স ফাইলটি খুঁজে সিলেক্ট করুন। ওপেন হয়ে যাবে।
• এখন আপনি আমাদের কোড দেখতে পাবেন।
এভাবে আমাদের সোর্স ফাইল গুলো ব্যবহার করে আপনি প্রাকটিস করবেন। আর আপনার প্রাকটিস করা ফাইল গুলো সেভ করার সময় উপরের ফোল্ডার স্ট্রাকচার অনুযায়ী সেভ করবেন।
আমাদের সকল ক্লাসই আমাদের নিজস্ব ওয়েব সাইটে পাইবেন। আমাদের নিজস্ব ওয়েব সাইট https://www.webground.in
আর যে Assignment নামে একটি ফোল্ডার করেছি সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব।
আজ এই পর্যন্তই।
আমাদের সম্পূর্ণ কোর্সটি দেখনু 👉 https://www.youtube.com/WebGround
আমাদের ফেসবুকে ঘুরে আসতে 👉 https://www.facebook.com/groups/WebGrounder
আমাদের ওয়েব সাইটঃ https://www.webground.in
আমি নয়ন চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন ছোট্ট ওয়েব ডেভেলপার।