লোকালহোস্ট থেকে gmail বা yahoo তে মেইল পাটানোর নিয়ম::

ধাপ ১:

ধাপ ২:
xampp ডাউনলোড দেয়ার পর c তে ইনস্টল দিন।তারপর c->xampp-> তে xampp-control.exe তে ক্লিক করুন। এবার xampp control panel থেকে apache ও mysql এর ডানদিকে স্টার্ট বাটন দুটিতে ক্লিক করুন। apache ও mysql এর বামে running লিখা দেখলে বুজতে পারবেন যে সব টিক আছে।
ধাপ ৩:
এবার c->xampp->php তে গিয়ে php.ini file টি notepad দিয়ে খুলে SMTP = localhost
search করুন এরপর localhost এর স্থানে smtp.gmail.com বসান এবং তার নিচের লাইনে দেখুন smtp_port = 25 এটার স্থানে smtp_port = 465 বসান। সেভ করুন।
example:
SMTP = smtp.gmail.com
smtp_port = 465
ধাপ ৪:
মেইল পাটানোর জন্য যে জিমেইল ঠিকানাটি ব্যাবহার করবেন সেটিতে ঢুকুন এবং জিমেইল সেটিংস্‌ থেকে Forwarding and POP/IMAP এ যান
Enable POP for all mail (even mail that's already been downloaded)
এবং
Enable IMAP
এই দুই লাইনের আগে radio button ক্লিক করুন(এনাবল করুন)। নিচে Save Changes এ ক্লিক করুন।
ধাপ ৫:
এবার php-email-using-gmail নামে যে রার ফাইল টি ডাউনলোড করেছেন তা এক্সট্রাক্ট করুন এবং যে দুইটা ফাইল পাবেন
দুটিই notepad দিয়ে খুলুন। এখন email.php ফাইল এ $smtp_user সার্চ করুন এবং সেখানে
var $smtp_user = "আপনার জিমেইল ঠিকানা"; //(ধাপ ৪ এর মেইল ঠিকানা)
তার পরের লাইন এ
var $smtp_pass = "আপনার জিমেইল পাসওয়ার্ড";
লিখুন।
example:
var $smtp_user = "[email protected]";
var $smtp_pass = "mypassword";
এবার demo.php এ যান $objEmail->from সার্চ করুন এবং নিচের [email protected] এর যায়গায় আপনার মেইল বসান(ধাপ ৪ এর মেইল ঠিকানা)
example:
$objEmail->from('[email protected]', 'আপনার নাম');
এখন $objEmail->to('এখানে যাকে পাটাবেন তার মেইল ঠিকানা লিখুন');
example:
$objEmail->to('[email protected]');
এবং $objEmail->to('[email protected]') এই লাইন এর নিচের দুটি লাইন এরকম ভাবে বন্ধ করুন /* */ এই দুটি দিয়ে।
example:
/* $objEmail->cc('[email protected]');
$objEmail->bcc('[email protected]'); */
এবার এর নিচের লাইন এ $objEmail->reply_to('আপনারমেইল ঠিকানা লিখুন');//(ধাপ ৪ এর মেইল ঠিকানা)
এবার এর নিচের লাইন
$objEmail->subject('এখানে আপনার মেইল এর সাবযেক্ট লিখুন');
$objEmail->message('এখানে আপনার message টি লিখুন');
এবার email.php এবং demo.php ফাইল দুটি save করুন।
শেষ ধাপঃ
save করা email.php এবং demo.php ফাইল দুটি C:\xampp\htdocs     ফোল্ডার এ রাখুন।
এখন আপনার ব্রাউজার এ গিয়ে localhost/demo.php লিখে এন্টার দিন এবং কিছুক্ষন অপেক্ষা করুন এবং mail sent successfully লিখা দেখেলেই বুজতে পারবেন যে মেইল চলে গেছে।
test করার জন্য $objEmail->to('আপনার অন্য একটি মেইল ঠিকানা দিন');
মেইল সেন্ড করার পর আপনার অন্য একটি মেইল ঠিকানায় ঢুকে দেখুন মেইল এসেছে কিনা।
সতর্কতাঃ
১। // এরকম দেয়া লাইন গুলো লিখবেননা।
২। ফাইল গুলো এডিট করার পর সেভ করুন।
সুত্রঃ ইন্টারনেট

Level 0

আমি শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

koekdin age jante parle valo hoto ekhon kaj hoye gese 🙁

Bro give some tips for Linux

শিমুল ভাইয়া ডাউনলোড করা যায়না তো ? লিংকটা ঠিক করে দেন Plz.

টিউনটি ভালো হয়ছে।

Level 0

ভায়েরা আমার ২০টির মত Gmail account ছিল । কিন্তু আমার Gmail লিস্ট’টা হারিয়ে গেছে , নাম গুলাও মনে করতে পারছি না। কিন্তু আমি যে recovery email দিছিলাম তা মনে আছে … সবগুলার একই recovery email । এই recovery email থেকে কি আমার gmail list টা উদ্ধার করা যাবে ??????? প্লিল কারো জানা থাকলে সাহায্য করেন।