৩টি Free ওয়েব হোস্টিং প্রোভাইডার কোম্পানি ও তাদের বর্ণনা, সুবিধা ও অসুবিধা পর্ব-১

সবাইকে স্বাগতম।

আজকাল অনেকেই ফ্রি হোস্টিং এ আগ্রহি হয়ে উঠছে। এমনই কয়েকটি হোস্টিং প্রোভাইডার সম্পর্কে আমার আজকের এই টিউন।

আমি কথা বলবো তিনটি ওয়েব হোস্টিং প্রোভাইডার কোম্পানি ও তাদের বর্ণনা, সুবিধা ও অসুবিধা নিয়ে।

পর্ব ১। পর্ব ২। পর্ব ৩

আজ প্রথম পর্বে একটির বর্ণনা দেবো।

তো শুরু করা যাক।

১. http://infinityfree.net/

ইনফিনিটি-ফ্রি একটি জনপ্রিয় হোস্টিং সার্ভিস। এটি ফ্রি ও পেইড হোস্টিং প্রোভাইডার। অনেকেই এটি ইউজ করে থাকে।

এর বর্ণনা:

সকল ফ্রি কিন্তু ফ্রি নয়। এগুলো আপনাকে মৌলিক এর থেকে মৌলিক সুবিধা দিবে কিন্তু নিয়ম বেঁধে। কিন্তু এসবের চয়েসের মধ্যেও infinityfree.net এগিয়ে আছে।

#এর সুবিধা:

আনলিমিটেড সাবডোমেইন,

আনলিমিটেড স্টোরেজ,

ফ্রি SSL,

আনলিমিটেড ব্র্যান্ডউইথ,

Softaculous সক্রিপ্ট ইনস্টলার,

cPanel website management.

#অসুবিধা:

হিট সংখ্যা অর্থাৎ, ভিজিটর সংখ্যা সিমিত only 50000 (এটাও প্রচুর তবে অনেকের পছন্দ হয় না),

সাবডোমেইন এর এসএসএল নেই,

ফাইল সাইজ লিমিট মাত্র: ১০এমবি,

#নোট:
আমি বলেছি আনলিমিটেড সাবডোমেইন এর কথা, কিন্তু আপনারা প্রথমে তিনটি সাবডোমেইন হোস্ট করতে পারবেন। তারপর ওই তিনটি সাবডোমেইন এর cPanel থেকে আপনাদের বাকি সাবডোমেইন হোস্ট করতে হবে।
* কিন্তু আপনি ফ্রি প্ল্যান-এ কাস্টম ডোমেইন হোস্ট করতে পারবেন মাত্র তিনটি *

আমিও এটি ইউজ করেছি: http://tabin102.rf.gd আমার সাইট।
যদি শেষ পর্যন্ত পড়ে থাকেন, তো আপনাদের ধন্যবাদ।
কেমন লাগলো, কোনো প্রশ্ন, অভিযোগ, ইত্যাদির জন্য টিউমেন্ট করুন।

Level 3

আমি হামজা খায়রন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস