১০০ রেস্পন্সিভ এএমপি ব্লগার টেমপ্লেট নিয়ে নিন আপনার AMP Blogger সাইটের জন্য!

আসসালামু আলাইকুম,

কেমন আছেন আপনারা? করোনা-কালের দিন কাল কেমন চলছে?

আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এএমপি ব্লগার টেমপ্লেট।

তাহলে আসুন, শুরু করা যাক আজকের টিউন!

 

AMP Blogger Template কি?

এএমপি  সর্বপ্রথম গুগল  ফেব্রুয়ারী ২০১৬ সালে চালু করে। এটি এর চালু করার পিছনে মুল লক্ষ্য উদ্দেশ্য ছিল যাতে করে সকল মোবাইল ডিভাইসে সকল ওয়েবসাইট কে দ্রুত লোড করা যায়। যাতে করে মোবাইল ডিভাইসের ইউজার গন লোড জনিত প্রবলেম না ফেইস করে সেই উদ্দেশে ২০১৬ সালের ফেব্রুয়ারীতে প্রথম গুগল এএমপি এর প্রচলন শুরু করে।

AMP মোবাইল ব্রাউসিং এর জন্য সৃষ্ট দ্রুত মাধ্যম। এটি মোবাইল এ ব্রাউসিং এ দ্রুততমভাবে পেজ দেখতে ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ আপনার ওয়েবপেজ আরো দ্রুততার সাথে ব্যবহারকারীর সামনে আনতে হলে AMP ব্যবহার করলে সহজ হয়ে যাবে।

গুগল এর ভাষায়, “এটি মোবাইল ওয়েব পারফরমেন্স নাটকীয় ভাবে বৃদ্ধি করে থাকে। ” এইরকম বলার কারণ হচ্ছে জরিপে দেখা গেছে ৫৩% মানুষ তার স্মার্ট ফোন দিয়ে ব্রাউস করতে অভ্যস্ত তাই গুগল চায় বড় বড় ওয়েব পেজ যাতে খুব দ্রুত লোড হতে পারে আর ব্যবহারকারীরা যাতে সন্তুষ্ট থাকে।

যেহেতু বেশিরভাগ মানুষ কম্পিউটারের থেকে এখন তাদের মোবাইল ফোন ব্যবহার করেন ইন্টারনেট সার্ফিং করার জন্য এবং তাদের মধ্যে বেশিরভাগ লোকের ইন্টারনেট স্পিড স্লো তাই AMP বিষয়টিকে অনেকেই প্রাধান্য দিচ্ছেন।

এএমপি টেমপ্লেট বা থীমস তৈরী করা হয় শুধুমাত্র HTML কোড দিয়ে। বেশী টাইম লোডিং স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট, পিএইচপি স্ক্রিপ্ট এ এমপিতে ব্যবহার করা যায় না বিধায় সাইট স্পীড অনেক বেশী থাকে।

এএমপি কি ব্লগারে ব্যবহার করা যাবে?

হুম, ডাইরেক্টলি এএমপি এখনো ব্লগার প্লাট ফর্মে চালু হয় নি, তবে এএমপি পেইজ তৈরী করে ব্লগার থেকে এ এম পি ব্যবহার করা যায়।

AMP করব কেন?

গুগল AMP একদমই ফ্রিতে দিচ্ছে। AMP দিয়ে আপনি আনলিমিটেড ওয়েবপেজকে মোবাইল ফ্রিয়ান্ডলী করতে পারবেন। ফ্রি ও গুগল প্ৰাধান্য দেয়াতে ওয়েবসাইট মালিকরা AMP ব্যবহার করতে উৎসাহ পাচ্ছে। আর এইটা একটা রাঙ্কিং ফ্যাক্টর হিসেবেও কাজ করে থাকে তাছাড়া গুগল AMP করা সাইটকে সার্চ রেজাল্ট এ অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। তাই ওয়েবসাইট এর পারফর্মেন্স এর কথা চিন্তা করলেও আমাদের AMP করতেই হচ্ছে।

যেমন

  1. সাইট স্পীড বৃদ্ধি করার জন্য।
  2. গুগল সার্চে ভালো র‍্যাংক পাওয়ার জন্য।
  3. ব্লগ মোবাইল ফ্রেন্ডলী করার জন্য।
  4. বেশী বেশী ভিজিটর পাওয়ার জন্য।

তবে AMP ব্যবহারে ক্ষেত্রে অনেক গুলি বিষয় মাথায় রাখতে হবে যেরকম:

আপনার যদি একটি ওয়েবসাইট বা ব্লগ সাইট থাকে এবং যার অধিকাংশ ভিসিটর্স মোবাইল ইউসার তাহলে আপনি গুগল সার্চ ইঞ্জিনে একটি ইনিশিয়াল পুশ পাবেন অর্থাৎ আপনি রেঙ্কিংয়ে এগিয়ে যেতে পারবেন।

সেরকমই যদি গুলারে AMP ব্যবহার করেন তাহলে আপনার ওয়েব পেজে যদি Google এডসেন্স ব্যতীত অন্য কোনো অ্যাড নেটওয়ার্ক থাকে তাহলে আপনার ওয়েবসাইটে অ্যাড শো করতে সমস্যা হবে।

AMP Blogger Template Details

  1. এই টেমপ্লেট AMP Validator passed AMP Chack
  2. পেইজ স্পীড অনেক ভালো speed chack
  3. রেডি এএমপি এটো এডস
  4. রেস্পন্সিভ লে আউট ডিজাইন
  5. কাস্টম সার্চ, মেনু ভার, রিলেটেড টিউন
  6. কাস্টম শেয়ার টিউন।

Download AMP Blogger Template

See Demo AMP Blogger Template

 

Level 2

আমি রুহুল আমীন দুর্জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস