NodeJS এবং ReactJS ডেভেলপার আবশ্যক

ফুল টাইম বেসিসে ২ জন ব্যাক এন্ড ডেভেলপার (Node.JS) এবং ২ জন ফ্রন্ট এন্ড ডেভেলপার (React.Js/React-Native) প্রয়োজন। কোভিড-১৯ সময়ে হোম বেইজড এবং পরবর্তিতে অফিস বেইজড ফুল টাইম অফিস জব।

 

ব্যাক এন্ড ডেভেলপার (স্যালারি ৩৫, ০০০ টাকা)

* Node.JS

* Express.JS

* জাভাস্ক্রিপ্ট (ES6)

* রিয়েল টাইম প্রোগ্রামিং (Socket.IO)

* MongoDB ও MySQL এর গভীর নলেজ

* REST API এবং API কমিউনিকেশন

* মাইক্রো সার্ভিসেস সম্পর্কে ধারণা

* React, Angular, Vue এর মত ফ্রন্ট এন্ড টেকনোলজি সম্পর্কে ধারণা

 

ফ্রন্ট এন্ড ডেভেলপার (স্যালারি ৩৫, ০০০ টাকা)

* React.JS এবং React-Native প্রজেক্টে টিম ওয়ার্ক করতে হবে

* Expo ছাড়াই React-Native-CLI এ দক্ষতা থাকতে হবে

* ক্রিয়েটিভ এবং লাইট ওয়েট UX তৈরি করতে হবে

* স্পিড অপ্টিমাইজেশন, ক্যাশিং, কম্প্রেশন নলেজ থাকতে হবে

* লাইভ প্রজেক্ট এ কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে

কমন তথ্যঃ

* ইমেডিয়েট বেসিসে রিক্রুটমেন্ট

* ২ বছরের কম অভিজ্ঞতা থাকলে অ্যাপ্লাই করার দরকার নেই

* শুধু মাত্র আইডিয়া আছে কিংবা এখনো শিখছেন, এমন হলে অ্যাপ্লাই করার দরকার নেই

* কাজে একাগ্রতা থাকতে হবে। ২ দিনের কাজের জন্য ২ সপ্তাহ সময় নেয়ার ইচ্ছে থাকলে অ্যাপ্লাই করার দরকার নেই

* ডিগ্রি দিয়ে নয়, দক্ষতার বিচারে ধাপে ধাপে স্যালারি ইনক্রিমেন্ট করা হবে

* জুম এবং VS Code লাইভ শেয়ারিং এর মাধ্যমে ইন্টারভিউ নেয়া হবে

 

আগ্রহী প্রার্থীদেরকে অন্তত ৩টি লাইভ লিংক সহ [email protected] অ্যাড্রেসে ই-মেইল করার জন্য অনুরোধ করা যাচ্ছে। কোড দেখে প্রজেক্টের আউটকাম বোঝা সম্ভব নয়, তাই GitHub লিঙ্ক দিতে নিরুৎসাহিত করা হচ্ছে। ই-মেইলে প্রপার কভার লেটার এবং সাবজেক্টঃ Front End Developer কিংবা Back End Developer থাকতে হবে।

 

অফিসঃ

লোটাস টেকনোলজি ডেভেলপমেন্ট ট্রান্সপারেন্ট কোহিনূর, প্লট-৩ (৩য় তলা) কবি ফারুক সরণি, নিকুঞ্জ-২ ঢাকা-১২২৯

Level 3

আমি ওয়ালিউর রহমান। Founder & CEO, WaliBD, Uttara। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

একাডেমিকভাবে একজন এ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। তবে ওয়েব ডেভেলপমেন্ট থেকেই উপার্জনের হাতেখড়ি। এ ব্যাবসায় জড়িত আছি সেই ২০০৮ সাল থেকে। এখনো আছি...। নিজ প্রতিষ্ঠান WaliBD.Com এর মাধ্যমে তাই চেষ্টা করছি ডিফরেন্ট কিছু করবার। যে কোন ধরনের ওয়েবসাইট তৈরির জন্য যোগাযোগ করুন: ০১৯৪৬-৩৬৬৪৪৮


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Comments are closed.