অনেক ওয়েবসাইট আছে যারা অল্পমূলে অনেক ভালমানের Premium Template বিক্রি করে থাকে। বিশেষ করে Templateism ও Templateify এ দুটি ওয়েবসাইট খুবই স্বল্প মূলে Premium Template সহ অনেক ভালমানের ফ্রি Template শেয়ার করে থাকে। এ দুই ধরনের Template এর মধ্যে পার্থক্য হচ্ছে Premium গুলিতে কোন Credit Link থাকে না, অন্যদিকে ফ্রি Template গুলিতে Credit Link দেয়া থাকে যেগুলি Remove করা সম্ভব হয় না। এই Credit Link Remove করলে ব্লগটি তাদের অফিসিয়াল সাইটে Redirect হয়ে যায়। এ সমস্যা থেকে পরিত্রান পাওয়ার জন্য আজ আপনাদের সাথে ছোট এই পোষ্টটি শেয়ার করছি।
Template > Edit Html এ ক্লিক করুন।
এখন আপনার ব্লগের Credit Link টি খোঁজে বের করুন। Credit Link টি নিচের চিত্রেরমত হবে।
উপরের মার্ক করার ID এর পরে এই
style=’visibility:hidden’
কোডটি যুক্ত করুন।
সবশেষে Save Template এ ক্লিক করে Template টি Save করুন।
বিঃ দ্রঃ এই ট্রিকসটি কেবলমাত্র শেখার উদ্দেশ্যে আপনাদের সাথে শেয়ার করেছি। টিউন ভালো লাগলে আমার সাইট টি একবার হলেও ভিসিট করবেন - BanglaZnews
আমি নিজাম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।