একটু ব্যস্ততার মধ্যেই যাচ্ছে দিন। যে কাজটি হাতে নিয়েছি তা শেষ না করে উঠতে পারা যায় না। একই ব্লগ সাইটে ফোরাম, চ্যাট, লিংক কালেকশন,ফাইল ডাউনলোডে ব্যবস্থা, বইএর তালিকা ও গ্রুপতৈরী করতে হবে। গত কাল ফোরামের সমাধানটা করলাম অসাধারন একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন দিয়ে ।
যারা ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ সাইট বানিয়েছেন তারা চাইলেই বিনা পয়সায় simplepress ফোরাম প্লাগইন দিয়ে নিজের হোস্ট করা ওয়ার্ডপ্রেস ব্লগের মধ্যে একটি ফোরাম পেতে পারেন। ওয়ার্ডপ্রেসে সিম্পল প্রেসের করা ফোরামের ডেমো দেখুন এখানে
কাজটা আসলে আহামরি কিছুই না।
আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub
ওয়ার্ডপ্রেস সাইট যারা বানায় (আমি নিজেও দুই একটা বানিয়ে ট্রাই করছি) তাদের জন্য দরকারী।তবে এসব কাজ অনেক সহজে করা যায় ucoz.com এ।