কিভাবে সঠিক ডোমেইন নাম নির্বাচন করবেন জেনে নিন

সদ্য জন্ম নেওয়া শিশুর যেমন নাম রাখা খুবই জরুরী ঠিক তেমনি আপনার ব্যবসায়ের ডোমেইন নেইম ঠিক ততখানিই জরুরী। কারণ যতদিন আপনার ব্যবসায় বা ব্লগটি থাকবে তা সেই নামেই পরিচিত হবে। আপনার ব্লগ বা ব্যবসায়ের ডোমেইন নেইম ঠিক করার অনেকগুলো চলিত নিয়ম রয়েছে, যা আপনার ব্লগে/ব্যবসায়ের নাম বাছাই করার ক্ষেত্রে বেশ ভাল ভূমিকা রাখবে। আপনার ব্যবসা বা ব্লগের ধরনের উপর নির্ভর করে আপনি নাম ঠিক করতে পারেন। যাইহোক, আপনাকে অনলাইনে পরিচিত হতে হলে অবশ্যই একটি ইউনিক নাম ভেবে রাখা উচিত।

একটি সুন্দর বা যথাযথ ডোমেইন খুঁজে বের করা, একটি ব্যবসার নাম নির্ধারণ করার মতই কঠিন একটি কাজ। এটা করতে অনেক চিন্তাভাবনার পাশাপাশি আরও অনেক বিষয় বিবেচনায় রাখতে হয়। যেহেতু ডোমেন নামটি ওয়েবে আপনার বা আপনার ব্যবসার পরিচয় বহন করবে, তাই অবশ্যই এমন একটি নাম নির্বাচন করতে হবে, যা শুধুমাত্র আপনার ব্যবসার পরিচয়ই বহন করবে না, সাথে সাথে সেটি যেন অন্যরা সহজে খুঁজে পায় এবং আপনি যেন নামটি সব জায়গায় ব্যবহার করতে স্বাচ্ছন্দ বোধ করেন। একটি সুন্দর ও যথাযথ ডোমেইন খুঁজে বের করতে যে বিষয়গুলো অবশ্যই বিবেচনা করতে হবে। ডোমেইন কেনা-বেচা করে আয় করতে পারেন অনেক টাকা।

নামটি ছোট রাখার চেষ্টা করুন

ডোমেইন নাম যদি বড় বা জটিল ধরনের হয়, তাহলে আপনার ভিসিটররা নামটি ভুলভাবে উচ্চারন করতে বা লিখতে পারে, এতে আপনার ভিসিটর হারানোর ঝুঁকি বেড়ে যাবে। তাই, অবশ্যই চেষ্টা করবেন নামটি ছোট এবং সরল ধরনের রাখতে।
 সহজ, অর্থবহ ও সুন্দর নাম খুঁজুন
সহজ, অর্থবহ এবং সুন্দর শ্রুতিমধুর একটি নাম মানুষ সহজে মনে রাখতে পারে। সহজ একটি নাম সহজে যেমন বলা যায়, তেমনি সহজে লেখাও যায়। তাই, সুন্দর ও সহজে উচ্চারিত অর্থবহ সুন্দর নাম খুঁজুন। যদি ইংরেজি নাম খুঁজেন তাহলে সুন্দর একটা ইংরেজি নাম খুঁজুন, এবং বাংলা নাম ব্যবহার করতে চাইলে দেশের ভেতর মানুষ কি নাম পছন্দ করতে পারে সেই নাম নিয়ে চিন্তা করুন। কারণ, প্রথমেই আপনার ব্র্যান্ড কিংবা ডোমেইনটি সেই সুন্দর নামটি দিয়েই সবার কাছে পরিচিত হবে। সেজন্যেই সুন্দর অর্থপূর্ণ ডোমেইন কিংবা ব্র্যান্ড নাম এর ক্ষেত্রে এখনই গুরুত্ব দিতে শুরু করুন এবং অবশ্যই সংখ্যা ব্যবহার করবেন না ডোমেইন নামের  মধ্যে,  এতে করে ডোমেইন নামটি প্রফেশনাল মনে হয়না ও ব্র্যান্ড হিসেবেও মানুষের খুব একটা গ্রহণযোগ্যতা পায়না। সেজন্যে ডোমেইনের ক্ষেত্রে সংখ্যা ব্যবহার পরিহার করুন,  কারণ আপনার প্রতিষ্ঠানের সুন্দর ডোমেইন কিংবা ব্র্যান্ড নাম টিই হয়ত আগামী দিনের তাক লাগিয়ে দেয়া একটা প্রতিষ্ঠানের নাম হতে পারে।

নির্দিষ্ট কোন এলাকা বা শহর টার্গেট করতে পারেন

নির্দিষ্ট এলাকা বা শহরে ব্যবসার ক্ষেত্রে, ওই এলাকা বা শহরের নাম ডোমেইনে যুক্ত করলে লোকাল মানুষের জন্য তা খুঁজে বের করা বা মনে রাখা অনেক সহজ হয়। যেমন- dhakashop.com

সংখ্যা বা হাইফেন ব্যবহার করবেন না

সংখ্যা বা হাইফেন অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। ডোমেন এ ড্যাশ ব্যবহার করলে তা dash হবে নাকি (-) হবে, তা নিয়ে সংশয় থেকেই যায় আবার অনেকেই ড্যাশ লিখতে বা টাইপ করতে ভুলে যেতে পারেন। এরকম ক্ষেত্রে আপনি কিছু কাঙ্ক্ষিত ভিসিটর হারাবেন।

উদাহরনস্বরূপ বলা যায় প্রথম আলো’র ডোমেইন নেম অ্যাড্রেস পরিবর্তনের বিষয়টা। তারা ড্যাশ সমস্যা সমাধানের জন্য পূর্বে ব্যবহৃত ওয়েব অ্যাড্রেস prothom-alo.com পরিবর্তন করে বর্তমানে prothomalo.com ব্যবহার করছে। একইভাবে, সংখ্যার ক্ষেত্রে ডোমেন এ যদি সিক্স (6) ব্যবহার করা হয়, তাহলে টাইপ করার সময়, সেটা six হবে নাকি 6 হবে, তা নিতে সংশয় হওয়া স্বাভাবিক। যেমন- যদি বলি সুপারসিক্স ডট কম, এটা supersix.com ও হতে পারে আবার super6.com ও হতে পারে। তারপরেও যদি এমন নাম নির্বাচনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে, দুইরকম ডোমেন নেম নিয়ে রাখাটাই নিরাপদ। ডোমেইন অথোরিটি আসলে কি? ডোমেইন অথোরিটি চেক করুন।

ডোমেইন নাম সাজেশন টুলঃ

ধরুন আপনি একটি ডোমেইন নাম সিলেক্ট করেছেন কিন্তু আপনি নিশ্চিত না যে ওই ডোমেইন নাম টা কেই আপনার ব্লগ বা ওয়েবসাইটের জন্য কিনবেন। আপনি চাচ্ছেন আরও সিমিলার ডোমেইন নাম খুঁজে পেতে। ঠিক এ ক্ষেত্রেই ডোমেইন নাম সাজেশন টুল আপনাকে ডোমেইন নাম খুঁজে পেতে বা আইডিয়া দিয়ে সাহায্য করবে। ঠিক এই পরিপ্রেক্ষিতে আপনি যদি গুগলে “ডোমেইন নাম সাজেশন টুল” লিখে সার্চ করেন তাহলে আপনি অনেক গুলো ডোমেইন নাম সাজেশন টুল পেয়ে যাবেন। কিন্তু আমরা এখানে কিছু বেস্ট ডোমেইন নাম সাজেশন টুল হাইলাইট করেছি যেগুলো আপনাকে পারফেক্ট ডোমেইন নাম খুঁজে পেতে সাহায্য করবে।

আশা করছি উপরের উল্লেখিত ডোমেইন নাম সাজেশন টুল ব্যবহার করে আপনার পছন্দ (Niche)  অনুযায়ী একটি ডোমেইন নাম সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পর, আপনি যে কোন সময়।

সহজে মনে রাখার মত

ওয়েবে লক্ষ domain আছে, তাই আপনার ডোমেইন নেম অবশ্যই আকর্ষণীয় এবং মনে রাখার মত হতে হবে। নামটি পছন্দ করার পরে বন্ধু-বান্ধব এবং পরিচিতজনদের তা শেয়ার করতে পারেন। এতে নামটি কতটা অর্থবোধক বা আকর্ষণীয়, সেই সম্পর্কে একটা ধারনা পাবেন। আরো পড়ুন,  কীভাবে একটি সঠিক ডোমেইন নাম কিনতে পারি।

বাংলা শব্দ ব্যবহার করতে পারেন

ভাল ইংরেজি নাম খুঁজে পাওয়া এখন প্রায় অসম্ভব একটি কাজ। সেক্ষেত্রে আপনি সুন্দর বাংলা অর্থবোধক শব্দ ব্যবহার করতে পারেন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটগুলোর অনেকেই বাংলা শব্দ ব্যবহার করছে। যেমন- bikroy.com, ajkerdeal.com, priyoshop.com ইত্যাদি ইত্যাদি।

আইনগত বিষয়গুলো নিয়ে রিসার্চ করুন

আপনার পছন্দকৃত নামটি অন্য কারও ট্রেডমার্ক বা কপিরাইট করা আছে কিনা অথবা অন্য কোন কোম্পানি ব্যবহার করছে কিনা, তা ভালভাবে যাচাই করে নিতে হবে। এটা আপনার জন্য ভবিষ্যতে অনেক বড় লিগ্যাল ইস্যু হতে পারে এবং অনেক ঝামেলা পোহাতে হতে পারে।

সঠিক ডোমেইন এক্সটেনসনটি নির্বাচন করুন

আপনার ডোমেইন নাম কি ব্যবসায়িক কোন কাজের উদ্দ্যেশ্যে আপনি খুঁজছেন? নাকি কোন সমাজ সেবা বা শিক্ষামূলক কোন ওয়েবসাইট খোলার জন্যে খুঁজছেন?
নিম্নে বেশকিছু জনপ্রিয় ডোমেইন এক্সটেনশন নাম দেয়া হলো –

►.Com

►.Org

►. Net

►.Gov

►.Edu

►.Info

ব্যবসায়িক কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে.com ডোমেইন এক্সটেনশন ব্যবহার করে ডোমেইন নাম বাছাই করতে হবে। কোন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে.org ডোমেইন এক্সটেনশন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানের ক্ষেত্রে. Net ডোমেইন এক্সটেনশন ব্যবহার করা হয়। .Gov ব্যবহার করা সরকারি প্রতিষ্ঠানের ডোমেইন এক্সটেনশন, আর শিক্ষা প্রতিষ্ঠানের ডোমেইন নামের সাথে.Edu ডোমেইন এক্সটেনশন এবং তথ্যমূলক সাইটের নাম উল্লেখ করার ক্ষেত্রে মূলত.Info ডোমেইন এক্সটেনশন ব্যবহার করা হয়।

যদি কোন নির্দিষ্ট দেশের মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ রাখার ইচ্ছে করে কোন প্রতিষ্ঠান, তবে সে ক্ষেত্রে কান্ট্রি ডোমেইন এক্সটেনশন লেভেল ব্যবহার করতে পারে। যেমন, বাংলাদেশের মধ্যে যদি কোন প্রতিষ্ঠান শুধু তাদের কার্যক্রম পরিচালনা করতে চায় তবে বাংলাদেশের কান্ট্রি ডোমেইন এক্সটেনশন লেভেল ব্যবহার করতে পারে। উদাহরণস্বরূপ.com.bd, .org.bd, .net.bd এবং edu.bd। ডট বাংলা এবং ডট বিডি (.bd) ডোমেইন কি? কি ভাবে কিনবেন? জেনে নিন।
ডোমেইন নাম দ্রুত ক্রয় করুনঃ
যেহেতু ডোমেইন দ্রুত বিক্রি হয়ে যায়, এবং কিনতে খুব বেশি খরচও করতে হয়না। তাই, আপনার পছন্দের নামটি যত তারাতারি ক্রয় করবেন ততই নিরাপদ। কারন- একবার কেও ডোমেইনটি কিনে ফেললে আপনার জন্য সেটি সংগ্রহ করা অনেক কঠিন হয়ে যাবে।
ডোমেইন নাম ওয়েবসাইটের জন্যে পছন্দ করা হয়ে গেলে, এবার কিনে রাখুন আপনার পছন্দের ডোমেইন। কারণ প্রতিনিয়ত পছন্দের ডোমেইন নাম মানুষ কিনে রাখছে। তবে এখনই আপনার পছন্দের ডোমেইন নাম কিনে রাখুন।

আর্টিকেল ক্রেডিট এবং রিসার্চঃ গুগল এবং eicra.com, hostingreviews.com.bd।

Level 2

আমি চয়ন মোল্লা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 16 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস