অনলাইন বিজনেসের ক্ষেত্রে B2B Business to Business কতটা গুরুত্বপূর্ণ

টিউন বিভাগ ওয়েব ডেভেলপমেন্ট
প্রকাশিত
জোসস করেছেন

বর্তমান বিশ্ব এগিয়ে যাওয়ার পিছনে যেটার সব থেকে বড় অবদান রয়েছে তা হল প্রযুক্তি। ব্যবসায়িক বা ব্যক্তিগত সব ক্ষেত্রই যেকোনো ভাবে এখন ইন্টারনেট-নির্ভর। সে কারণে এখনকার সময়ে একটি ওয়েবসাইট না থাকলে কোন ব্যবসায় পরিপূর্ণতা পায়না। কারণ, মানুষ বর্তমানে যেকোনো পণ্য ক্রয়ের আগে অন্তত একবার হলেও ইন্টারনেটে সার্চ করে দেখে - ভালো পণ্য বা প্রতিষ্ঠানের খোঁজ করে - মূল্য, মান, অবস্থান ইত্যাদি প্রতিটা জিনিস বিবেচনা করে তারা ক্রয়ের সিদ্ধান্ত নেয়। অর্থাৎ তারা সরাসরি প্রতিষ্ঠানের মুখোমুখি হবার আগে পণ্য সম্পর্কে জানতে পারে অনলাইনের মাধ্যমে। কাজেই ধরে নিতে হবে যে, কাস্টমারের কাছে পৌঁছানো আগের থেকে এখন অনেকটাই সহজ - আর  এ সব কিছুই সম্ভব হয়েছে cloud-base প্রযুক্তির কারণে, যার বাস্তব উদাহরণ হচ্ছে অ্যামাজন, দারাজ, গুগল, অ্যাপল এর মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো যারা ক্লাউড-ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করেই সারা বিশ্বে এত জনপ্রিয়তা ও পরিচিতি লাভ করেছে। কাজেই, সময়ের সাথে তাল মিলিয়ে যেকোনো ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে ভার্চুয়াল জগতে প্রবেশ করতে হবে।

ডোমেইন-হোস্টিং এর গুরুত্ব কতটুকু?

ভার্চুয়াল জগতে কিন্তু আমরা সবাই কম বেশি আছি কারণ ইন্টারনেট ব্রাউজ করেনা এমন লোক এখন নেই বললেই চলে। বাবসায়িক সফলতা অনেকটা নির্ভর করে আপনি ও আপনার সেবা কত দ্রুত ক্রেতা এবং সম্ভাব্য ক্রেতারদের কাছে পৌছাতে পারছে। আপনার বাবসায় কে অনলাইনমুখী করতে গেলে অবশ্যই আপনার একটি ওয়েবসাইটের দরকার হবে, আর এর জন্য দরকার ডোমেইন ও হোস্টিং। ডোমেইন হচ্ছে ওয়েবসাইট এর নাম যার মাধ্যমে লোকজন আপনার বাবসায়কে খুঁজে পাবে। আর হোস্টিং হচ্ছে একটি জায়গা যেখানে ওয়েবসাইটটি কে রাখা হয় এবং এই ডোমেইন ও হোস্টিং আপনাকে একটি ওয়েবহোস্টিং সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে কিনতে হবে। ওয়েবহোস্টিং কোম্পানির কাছ বিভিন্ন দামে ও প্রয়োজন অনুযায়ী এই সার্ভিসগুলো আপনি পাবেন। আর এজন্য অবশ্যই আপনাকে একটি ভালো কোম্পানি বেছে নিতে হবে যেখান থেকে আপনি সত্যিকার অর্থে ভালো সার্ভিস পাবেন।

ব্যক্তিগত বা ব্যবসায়িক যেভাবেই আপনি ভার্চুয়াল জগতে আসতে চাননা কেন আপনার একটি ওয়েবসাইট থাকতে হবে। কাজেই আমাদের কাছে বর্তমানে সার্ভার ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর গুরুত্ব ঠিক কতটা সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনার ওয়েবসাইট তৈরি থেকে শুরু করে সেটাকে সচল রাখা, মেইনটেইন করা, সিকিউরিটি দেয়া পুরোটাই করে একটি সার্ভার ম্যানেজমেন্ট কোম্পানি। বিশ্বে প্রতিদিন ওয়েবসাইট বাবহারকারির সংখ্যা বাড়ছে। তাই দিন দিন ডোমেইন হোস্টিং এর চাহিদাও বেড়ে চলেছে এবং ভবিষ্যতে আরও বাড়বে। আর এই গুরুত্বের কথা মাথায় রেখেই আজকাল অনেকেই এ জাতীয় ব্যবসা করতে আগ্রহ প্রকাশ করেন।

শুরু করার জন্য কি কি প্রয়োজন?

এ ধরনের বিজনেসের জন্যও সাধারণ ভাবে একটি ওয়েবসাইট প্রয়োজন, ইনভেস্টমেন্ট প্রয়োজন এবং সবথেকে বেশি যেটা প্রয়োজন সেটা হল টেকনিক্যাল নলেজ। যেহেতু ডোমেইন, হোস্টিং এবং সার্ভার ম্যানেজমেন্ট - সব বিষয়গুলোই টেকনিক্যাল সেহেতু এ বিষয়ে দক্ষ না হলে আপনিই বিপদে পড়বেন।

এখন প্রশ্ন হচ্ছে যদি এগুলো আপনার না থাকে তাহলে কি আপনি হোস্টিং নিয়ে বিজনেস করতে পারবেন না? হ্যাঁ, নিশ্চয়ই পারবেন।

Mylighthost কিভাবে সাহায্য করবে?

MyLightHost - একটি বাংলাদেশী ওয়েব হোস্টিং কোম্পানি যা দেশের ভিতরে এবং বাইরে সবথেকে ভালো মানের সার্ভিস প্রদানের নিশ্চয়তা দিয়ে থাকে। ৩০ দিনের ফ্রি ট্রাইয়াল, Multi Geo-Located সার্ভার সল্যুশন, ৩০ দিনের মানিব্যাক গ্যারান্টি, ২৪ ঘণ্টা সপ্তাহে ৭ দিন সাপোর্ট প্রদান ও গ্রাহক দের বিভিন্ন সমস্যার সমাধান সহ বিভিন্ন বিশেষত্ব রয়েছে MyLightHost এর সার্ভিসে যার কারণে এটা বরাবরই সেরা।

আমাদের সার্ভিস প্রসঙ্গে কথা বলার কারণ হল আমাদের এই সকল সার্ভিস এর সাথে B2B (Business to Business) নামে একটি নতুন পরিকল্পনা যোগ হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে Cloud based বাবসায়ে সকলকে অনুপ্রাণিত করা এবং তারা যাতে এখানে প্রতিষ্ঠিত হতে পারে সে সকল বিষয়ে সাহায্য করা। আমাদের এই বিটুবি প্ল্যানে আপনি সবথেকে বড় যে সুবিধাটি পাবেন তা হল, বিজনেস শুরু করার জন্য আপনাকে ইনভেস্টমেন্ট এবং টেকনিক্যাল সাপোর্ট নিয়ে চিন্তা করতে হবেনা।

কাদের জন্য বেশি সহায়ক?

আপনারা যারা IT নিয়ে কাজ করতে চান অথচ technical knowledge বা ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় Investment না থাকার কারণে নিজস্ব ব্যবসা শুরু করতে পারছেননা বিশেষ করে তারা অনেক বেশী উপকৃত হবেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমাকে হোস্টিং নিয়েই কেন কাজ করতে হবে? আমি এই আর্টিকেল এর শুরুতেই বলেছি যে, বর্তমানে এসবের চাহিদা ঠিক কতটুকু যেটা দিন দিন বেড়েই যাবে।

আচ্ছা আপনি চাইলে তো রিসেলার সার্ভিস নিয়েও বিজনেস করতে পারেন। তাহলে আপনি B2B তে কেন আসবেন? চলুন বিস্তারিত জেনে নেয়া যাক।

  • বিজনেস শুরুর জন্য অবশ্যই আপনার একটি ওয়েবসাইটের প্রয়োজন। ওয়েবসাইট টি কে সচল রাখার জন্য হোস্টিং প্রয়োজন। তারপর সার্ভিস ক্রয় এবং সার্ভার maintenance জন্য আপনাকে একটি বড় amount দরকার হবে।
  • আপনার clients দেরকে ২৪ ঘণ্টা সাপোর্ট দেয়ার জন্য আপনার ৩ জন employee দরকার হয় তাহলে সে বাবদ আপনাকে মিনিমাম মাসে ৩০০০০ টাকা বায় করতে হবে।
  • আপনার বিজনেসের পেমেন্ট ট্রানজেকশনের জন্য আপনাকে গেটওয়ে ব্যবহার করতে হবে এবং সেখানেও কিন্তু আপনাকে একটি মোটা টাকা খরচ করতে হবে।
  • এত খরচের কথা মাথায় রেখে কিভাবে আপনি ব্যবসায় শুরু করবেন যেখানে আপনার কাছে ইনভেস্টমেন্টই নাই? এখানেই রিসেলারের সাথে বিটুবির পার্থক্য।

আমাদের বিটুবি তে আপনি কি কি সুবিধা পাবেন?

  • আমাদের বিটুবি প্ল্যানে আপনি একটি ফ্রি ওয়েবসাইট পাবেন যেখানে আপনি আপনার ব্রান্ডে আমাদের সার্ভিস সেল করবেন। কাজেই এখানে আপনার ওয়েবসাইট তৈরি এবং সার্ভিস রিলেটেড কোন চার্জ পে করতে হচ্ছেনা। আপনাকে শুধু একটি ডোমেইন রেজিস্টার করতে হবে অথবা আপনি চাইলে আপনার existing domain টিও ব্যবহার করতে পারেন
  • আপনাকে customer সাপোর্ট নিয়ে কোন চিন্তা করতে হবেনা। সকল end user-দেরকে technical support দেবো আমরা। তারা সার্ভিস নিয়ে কোন হেল্প চাইলে বা অভিযোগ করলে তা সরাসরি আমাদের কাছে আসবে এবং আমরাই সমাধান করে দেবো।
  • আপনি আমাদের কাছে দেশের সব থেকে বিশ্বস্ত পেমেন্ট গেটওয়ে মাধ্যম হিসেবে sslcommerz ব্যবহার করার সুযোগ পাচ্ছেন যেটার জন্য আমাদেরকে ২৫০০০ টাকা পেমেন্ট করতে হয়েছে  অথচ আপনি তা ফ্রি তে ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আপনি চাইলে আপনার নিজস্ব গেটওয়েও ব্যবহার করতে পারেন।

কাজেই যারা আইটি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা যেসব প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন তার সবটাই কিন্তু আমরা দুর করে দিচ্ছি। আপনি শুধু আপনার দক্ষতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। ওয়েবসাইট থেকে আয় করা পরের কথা, তার আগে আপনাকে ব্যয় করতে হবে এবং একটা নির্দিষ্ট সময় পর পর আপনার ব্যয় করার ক্ষমতা থাকতে হবে। B2B তে আপনাকে তো এগুলোর কোনটা নিয়েই ভাবতে হচ্ছেনা। তাহলে আর দেরি কেন? আজই যুক্ত হন আমাদের সাথে। ভার্চুয়াল জগতে নিজের একটা জায়গা করে নেয়ার এবং প্রতিষ্ঠিত হওয়ার  এই সুযোগকে কাজে লাগান।

শেষ কিছু কথা
আমরা আপনাকে একজন সফল উদ্যোক্তা হবার সুযোগ দিচ্ছি। তাই সেটার সুষ্ঠু ব্যবহার করার দায়িত্বও আপনার। আশা করি আমি এই আর্টিকেলটিতে আপনাদেরকে B2B সম্পর্কে বেশ কিছু তথ্য দিতে পেরেছি এবং এর গুরুত্ব বোঝাতে পেরেছি। আপনাদের কাছে কেমন লাগল অবশ্যই জানাবেন। এছাড়া যদি আপনার আরও কিছু জানার থাকে তাহলে টিউমেন্ট করুন।

বিস্তারিত জানতে ভিজিট করুন https://www.mylighthost.com/

অথবা, আমাদের সাথে যোগাযোগ করুন +8801910911911.

 

Level 2

আমি ছায়া ইয়াসমীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি ছায়া ইয়াসমিন । একজন Brand Promoter -MyLightHost( web hosting service provider)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস