Malware হল Malicious Software এর একটি সংক্ষিপ্ত রূপ। এখানে Malicious মানে ক্ষতিকারক সুতরাং Malware মানে হল সেই প্রোগ্রাম (কম্পিউটার, মোবাইল) যা বিভিন্ন ডিভাইসগুলোর জন্য ক্ষতিকারক এক ধরনের প্রোগ্রাম। এটি কোন ভুলত্রুটি কারনে আপনার কম্পিউটারে প্রবেশ করে কম্পিউটারকে স্লো করে দেয় করে দেয় এমনকি হার্ডডিস্ককে নষ্ট করে দিতেও পারে।
Malware এর আকার বিভিন্ন প্রকারের যেমন - ট্রোজান(Trojans), ভাইরাস(Virus), ওয়ার্ম (Worms), এডওয়্যার (Adware) এবং স্পাইওয়্যার (Spyware) এর হয়ে থাকে নিচে আলোচনা করা হলঃ
ট্রোজান(Trojans)-
ট্রোজান(Trojans)- ম্যালওয়্যার নামকরন করা হয় Trojan Horse থেকে। ট্রোজান(Trojans) এমন একটি malicious Computer Program বা ম্যালওয়্যার (malware) যা দেখতে অনেকটা স্ফটওয়্যারের মত। এটি malicious Computer Program যা কম্পিউটারে লুকিয়ে থেকে ব্যবহারকারীকে ইন্সটল করাতে বাধ্য করে।
স্পাইওয়্যার (Spyware)-
স্পাইওয়্যার (Spyware) একটি ম্যালওয়্যার। এখানে Spy মানে গুপ্তচর যা ব্যবহারকারীকে না জানিয়ে লুকিয়ে তার সকল ইনফরমেশন সংগ্রহ করে হ্যাকারের কাছে তুলে দেয়। যদিও কিছু স্পাইওয়্যার (Spyware) বেশি ক্ষতিকারক না হলেও কিছু কিছু স্পাইওয়্যার (Spyware) আছে যা ট্রোজান(Trojans) এর চেয়েও বেশ ক্ষতিকারক হয়ে যায় যখন এটি আপনার সকল ইমেজ, ফাইল ডাটা অন্য ব্যবহারকারির কাছে দিয়ে দেয়।
ওয়ার্ম (Worms)-
Worms হলো ম্যালওয়্যার গুলোর মধ্যে সবচেয়ে বেশি মারাক্তক। Worms দ্বারা আক্রান্ত কোন কোন ফাইল ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটারে স্থানান্তর করা হলে তাহলে সেই কম্পিউটারের পাশাপাশি তার নেটওয়ার্ক সিস্টেমেও সিকিউরিটির সমস্য সৃষ্টি করে, যা আপনার কম্পিউটারকে স্লো করে দেয়, এমনকি হার্ডডিস্ক পর্যন্ত নষ্ট করে দিতে পারে।
ভাইরাস(Virus)-
ভাইরাস এমন একটি ক্ষতিকারক Program যা অন্য কোন স্ফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারে প্রবেশ করে এবং কম্পিটারের সকল গুরুত্তপুর্ন তথ্য ফাইল নষ্ট করে দেয়। যার ফলে ফাইলগুলো পরবর্তিতে ব্যবহারের জন্য আকেজো হয়ে যায়।
এডওয়্যার (Adware)-
এটি সাধারনত ইন্টারনেট থেকে কোন কিছু ডাউনলোড করার মাধ্যমে কম্পিউটারে প্রবেশ করে। যার ফলে কম্পিউটারকে স্লো করে দেয়, এমনকি হার্ডডিস্ক পর্যন্ত নষ্ট করে দিতে পারে।
পরিশেষে বলা যায় যে, এই আর্টিকেলে আমরা Malware কি এবং Malware এর আকার বিভিন্ন প্রকারের সে সম্পর্কে আলোচনা করেছি। তাই আপনার কম্পিউটারকে malware মুক্ত রাখতে চাইলে একটি ভালোমানের anti-malware ব্যবহার করতে হবে।
আমি ছায়া ইয়াসমীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি ছায়া ইয়াসমিন । একজন Brand Promoter -MyLightHost( web hosting service provider)