আসুন ওয়েবসাইট তৈরি করি HTML,CSS,JAVA এর সাহায্যে A to Z (৩য় পর্ব)

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?আমার মনেহয় ভালই আছেন , কেননা ১৪ তারিখ   ছিল পহেলা বৈশাখ। নিশ্চয় অনেক মজা করেসেন । আমিও অনেক ভাল আছি। আর বকবকানি না করে চলে যাই আজকের আলোচনায় ।আমার গত পর্ব গুলো দেখেন নি তারা নিচের লিঙ্ক থেকে চোখ বুলিয়ে নিতে পারেন ।

১ম পর্বঃhttps://www.techtunes.io/web-development/tune-id/61377/

২য় পর্বঃhttps://www.techtunes.io/web-development/tune-id/61970/

আমরা শিখছি HTML। গত পর্বে HTML এর কয়েকটি ট্যাগ নিয়ে আলোচনা করেসিলাম। আজ কিছু ট্যাগ নিয়ে আলোচনা করবো । 1.font tag : এই ট্যাগ দিয়ে লেখার কালার, সাইজ , ফন্ট তথা ভাষা চেঞ্জ করা যায় । *কালার,সাইজ, ফন্ট  চেঞ্জ করার জন্য <font স্পেস colour/size/face>এখানে লিখা থাকবে </font>.জেমনঃ<font colour=”#000000”>Sirajgonj Polytechnic institute</font>

নিচের স্কিন সর্ট গুলো দেখুনঃ

২.একের অধিক স্পেস ব্যাবহারের জন্য এনটিটি ব্যবহার করা হয়। ইহার জন্য shift+&(৭নং বাটন)+ &nbsp সিলেক্ট করতে হবে। যতবার স্পেস বেশি দরকার ততবার একই ভাবে এনটিটি ব্যবহার করতে হবে।

3.A2+B2= 2AB এটি লেখার জন্য ঃ

A<sup>2</sup>+B<sup>2</sup>=2<sub>ab</sub>

3. link করাঃ ওয়েবসাইটের সবচেয়ে প্রয়োজনীয় কাজ হল লিঙ্ক করা । কোন ওয়ার্ড এর সাথে কোন পেজ এর লিঙ্ক করার জন্য a tag ব্যবহার করতে হয় ।

<a herf=”location”>NAME</a>

(<aএর পর  space দিলে herf  লিখে এনটার দিলে browse লেখা আসবে সেখানে লোকেশন ঠিক করে দিতে হবে)

আজকে আর লিখবো না । কোন সমস্যা হলে জানাতে ভুলবেন না ।

Level 0

আমি zahid hassan@। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভাল লাগে বৃষ্টিতে ভিজতে , আর সাথে যদি পাশের বাড়ির মেয়েটি থাকে তাহলে তো কথাই নেই, ভাল লাগার সীমা ছাড়িয়ে যায় । আগুলোর চেয়ে বেশি ভাল লাগে কম্পিউটারের সাথে গল্প করতে ।আমার ফেসবুকঃ http://www.facebook.com/home.php#!/profile.php?id=100001514299668


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ।
HTML ADVANCED OPTION নিয়ে লিখুন।
HTML নিয়ে বাংলায় লেখা কোন বই থাকলে লিঙ্ক শেয়ার করবেন।
শুভ কামনায়
তানভীর আহমেদ

    HTML ADVANCED OPTION নিয়ে লিখবো । আসলে অনেকে নতুন তাই খুঁটিনাটি বিষয় নিয়ে আগে আলোচনা করসি । আমি html এর বাংলা ইবুক তৈরি করিতেসি । তৈরি করা শেষ হলে সবার সাথে শেয়ার করবো । ধন্যবাদ ।

    বই টা আমায় মেইল করেন না ভাই ।
    আমার অতীব জরুরী।
    [email protected]
    এই ঠিকানায় মেইল করলে চির কৃতজ্ঞ থাকিব।

খুবই সুন্দর টিউন।চালিয়ে যান,ভাবছি আপনার কাছ থেকে ওয়েবসাইট তৈরী করা শিখব।

    আপনাকে শিখাতে পারব এতে আমি খুসি ।

Level 0

Zahid Bai, amar khub anondo legechey je ami Khub sundhor vabey proggramme gulo chiktey parbo. kintu amar dukkho hotchey softwer-ta download koreci kintu vasa english na onno vasa (jemon – Menu bar: Archivo Edicon Ver Insertar Modificar Texto Comandos Sitio Ventana Ayuda)

Ebong

Nichey

Abrir un elemento erciente Crear nuevo Crear apartir de muestas)

Asha kori apni bujte perecen Plz Plz ……………………..plz plz ekta somadhan din. Ok

    2nd পর্বে আপনার বলা উচিত ছিল । যা হোক আজকে রাতে আমি নতুন করে আপলোড করে দিব । download korben asakori . না হলে ফোন করবেন । একটা বেবস্তা করে দিব ০১৭১৬৪০৮৪৫৮

joss to vai…..khub valo kaj korchen