নিচের স্কিন সর্ট গুলো দেখুনঃ
২.একের অধিক স্পেস ব্যাবহারের জন্য এনটিটি ব্যবহার করা হয়। ইহার জন্য shift+&(৭নং বাটন)+   সিলেক্ট করতে হবে। যতবার স্পেস বেশি দরকার ততবার একই ভাবে এনটিটি ব্যবহার করতে হবে।
3.A2+B2= 2AB এটি লেখার জন্য ঃ
A<sup>2</sup>+B<sup>2</sup>=2<sub>ab</sub>
3. link করাঃ ওয়েবসাইটের সবচেয়ে প্রয়োজনীয় কাজ হল লিঙ্ক করা । কোন ওয়ার্ড এর সাথে কোন পেজ এর লিঙ্ক করার জন্য a tag ব্যবহার করতে হয় ।
<a herf=”location”>NAME</a>
(<aএর পর space দিলে herf লিখে এনটার দিলে browse লেখা আসবে সেখানে লোকেশন ঠিক করে দিতে হবে)
আজকে আর লিখবো না । কোন সমস্যা হলে জানাতে ভুলবেন না ।
আমি zahid hassan@। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল লাগে বৃষ্টিতে ভিজতে , আর সাথে যদি পাশের বাড়ির মেয়েটি থাকে তাহলে তো কথাই নেই, ভাল লাগার সীমা ছাড়িয়ে যায় । আগুলোর চেয়ে বেশি ভাল লাগে কম্পিউটারের সাথে গল্প করতে ।আমার ফেসবুকঃ http://www.facebook.com/home.php#!/profile.php?id=100001514299668
বই টা আমায় মেইল করেন না ভাই ।
আমার অতীব জরুরী।
[email protected]
এই ঠিকানায় মেইল করলে চির কৃতজ্ঞ থাকিব।
ধন্যবাদ।
HTML ADVANCED OPTION নিয়ে লিখুন।
HTML নিয়ে বাংলায় লেখা কোন বই থাকলে লিঙ্ক শেয়ার করবেন।
শুভ কামনায়
তানভীর আহমেদ