কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভাল আছেন। আমিও আল্লার রহমতে অনেক ভাল আছি। অনেকদিন ধরে ভাবছিলাম বাংলাদেশের সেরা 5 টি ডোমেইন হোস্টিং কোম্পানি আপনাদের মাঝে তুলে ধরতে যাতে করে আপনারা যদি কেউ ডোমেইন-হোস্টিং কিনতে চান তাহলে যেন সঠিক জায়গায় এবং ভাল সার্ভিসটি পেতে পারেন।
তাই আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো বাংলাদেশের সেরা পাঁচটি ডোমেইন হোস্টিং কোম্পানি যেগুলো বর্তমানে বাংলাদেশে খুব সম্মানের সাথে ডোমেইন হোস্টিং সার্ভিস দিয়ে যাচ্ছে। আরেকটি কথা আগেই বলে রাখি আপনি যদি ডোমেইন হোস্টিং কেনার কথা ভাবেন বা হয়তো ভাবছেন তাহলে আমার সাজেশন থাকবে দয়া করে আপনি আমার এই পুরো পোস্টটি অর্থাৎ পুরো রিভিউটি পড়বেন যাতে করে আপনার কিছু হলেও উপকার হবে কারণ এখন বাংলাদেশে ডোমেন হোস্টিং কোম্পানির অভাব নেই তাই আপনি হুট করে যেকোনো একটি কোম্পানির থেকে ডোমেইন হোস্টিং নিয়ে ফেললে হয়তো ভবিষ্যতে আপনার জন্য খারাপ কিছু অপেক্ষা করছে।
তাই দয়া করে আমার এই পুরো রিভিউটি পড়ুন এবং আপনার সঠিক ডিসিশন নেবেন যে আপনি কোন ডোমেইন হোস্টিং কোম্পানি থেকে আপনার সার্ভিসটি নিবেন। তো চলুন বেশি প্যাচাল না পেড়ে শুরু করা যায়।
চলুন সর্বপ্রথমে দেখে নেওয়া যাক কোন সেরা পাঁচটি কোম্পানিকে আপনাদের মাঝে আজ রিভিউ দেব?
1. webhostbd.com
2. Itnuthosting.com
3. codeforhost.com
4. iithost.com
5. exonhost.com
চলুন এবার দেখে নেয়া যাক এই কোম্পানিগুলোর বিস্তারিত।
1. বাংলাদেশের সেরা ডোমেইন হোস্টিং কোম্পানির মধ্যে এক নম্বরে আছে webhostbd.com।
এরা মূলত স্বল্পমূল্যে সেরা ডোমেইন-হোস্টিং বিক্রি করার জন্য বাংলাদেশে অনেক নামকরা একটা কোম্পানি। তাছাড়া এদের কাস্টমার সার্ভিস এবং এদের সততা তাদের ব্যবসাটিকে আরও মজবুত করে তুলছে দিনে দিনে।
Webhostbd.com সততার সাথে তাদের শুভ যাত্রা শুরু করেছিল 14 May, 2012 সালে এবং এখন পর্যন্ত তাদের সততা কে ধরে রেখে তারা এখন বাংলাদেশের সেরা একটি ওয়েব হোস্টিং কোম্পানি।
অবশেষে আমি বলব যে Webhostbd.com বাংলাদেশের এখন এক নম্বর ডোমেইন-হোষ্টিং কোম্পানিতে অবস্থান করছে। পরবর্তীতে কোন ডোমেইন হোস্টিং কোম্পানি বাংলাদেশের দ্বিতীয় নাম্বারে আছে সেটি দেখে নেওয়া যাক।
2. বাংলাদেশের সেরা ডোমেইন হোস্টিং কোম্পানির মধ্যে দুই নম্বরে অবস্থান করছে যে কোম্পানি সেই কোম্পানির নাম হচ্ছে Itnuthosting.com
Itnuthosting.com তাদের যাত্রা শুরু করে 2014 সাল থেকে। তারা মূলত বাংলাদেশের সেরা সার্ভার স্পিড অর্থাৎ তাদের হোস্টিং সার্ভারের স্পিড বেশি এই নামে পরিচিত।
আপনি যদি আপনার ওয়েব সাইটটি এমন এক সার্ভারে হোস্ট করতে চান যে সার্ভারে হোস্ট করার পর আপনার ওয়েব সাইটটি অত্যন্ত দ্রুততার সাথে লোড হবে তাহলে আমি পার্সোনাল ভাবে Itnuthosting.com কে সুপারিশ করব।
কারণ আমিও তাদের সার্ভিসটি নিয়েছি এবং আমি সততার সাথে বলতে পারি যে তাদের হোস্টিং সার্ভারের স্প্রিড অত্যন্ত বেশি আর অন্যসব ডোমেইন হোস্টিং কোম্পানি থেকে।
এছাড়াও তাদের কাস্টমার সার্ভিস অত্যান্ত ভালো এবং সুদক্ষ যাদের মাধ্যমে আপনি আপনার যেকোনো সমস্যার সমাধান পাবেন যেকোনো সময়।
অবশেষে Itnuthosting.com কে আমি বাংলাদেশের সেরা ডোমেইন হোস্টিং কোম্পানির মধ্যে দ্বিতীয় নম্বর অবস্থানে রাখেছি। এখানে ক্লিক করে তাদের সার্ভিস সম্পর্কে আরো বিস্তারিত দেখতে পারেন।
3. বাংলাদেশের সেরা ডোমেইন হোস্টিং কোম্পানির মধ্যে তিন নম্বরে অবস্থান করছে যে কোম্পানি সেই কোম্পানির নাম হচ্ছে codeforhost.com
Codeforhost.com তাদের ব্যবসার শুভ যাত্রা শুরু করে 2011 সাল থেকে। এ পর্যন্ত তারা তাদের ব্যবসার সততার কারণে বাংলাদেশের ডোমেইন হোস্টিং কোম্পানির মধ্যে তৃতীয় নম্বর অবস্থানে আসতে পেরেছে। যার একমাত্র কারণ আমার থেকে মনে হয় তাদের সততা।
শুধু ব্যবসায়িক ক্ষেত্রেই নয় বরং সকল ক্ষেত্রে সততা থাকার প্রয়োজন আছে কেননা সততা ছাড়া আপনি কোথাও ভালোভাবে টিকে থাকতে পারবেন না খুব বেশি সময় ধরে যেটা আমরা codeforhost.com থেকে শিখতে পারি।
Codeforhost.com এর একটি জিনিস আমার সবথেকে ভালো লাগে সেটি হলো তারা মাঝে মধ্যেই অনেক ধরনের অফার দিয়ে থাকে তাদের কাস্টমারদের। যে অফার গুলি আসলেই অনেক লোভনীয় অফার। আমিও তাদের এ অফার দেখে অনেক সময় ঘাবড়ে যায়।
তাই যদি আপনি একটি ডোমেইন হোস্টিং কোম্পানির থেকে প্রতিনিয়ত অফার পেতে চান তাহলে অবশ্যই আমি মন প্রাণ থেকে আপনাকে codeforhost.com থেকে ডোমেইন হোস্টিং কেনার পরামর্শ দেব।
এছাড়াও আর দশটি ডোমেইন হোস্টিং কোম্পানির কাস্টমার সার্ভিসের থেকে codeforhost.com কোন খানে পিছিয়ে নেই। তারা সব সময় আপনার পাশে থাকবে যে কোন সমস্যার সমাধান করার ক্ষেত্রে।
এখানে ক্লিক করে তাদের সকল অফার এবং তাদের সম্পর্কে আরো জানতে পারেন।
4. বাংলাদেশের সেরা ডোমেইন হোস্টিং কোম্পানির মধ্যে চার নম্বরে অবস্থান করছে যে কোম্পানি সেই কোম্পানির নাম হচ্ছে iithost.com
কম সময়ের মধ্যে কিভাবে একটি ভাল কোম্পানিতে পরিণত হতে হয় সেটি আমরা এই কোম্পানিকে না দেখলে বুঝতে পারতাম না (iithost.com)
মাত্র 2 বছর আগে তারা শুরু করে তাদের ব্যবসার পথযাত্রা কিন্তু এই অল্প সময়ের মধ্যে তাদের রয়েছে অনেক কাস্টমার এবং তারা জয় করতে পেরেছে তাদের কাস্টমারের মন যেটা সত্যিই অসাধারণ একটি ডোমেইন হোস্টিং কোম্পানি হিসেবে।
তাদের এই সফলতা হয়তো তাদের সততার কারণেই আসতে পেরেছে। তাছাড়া আমি বেশ কয়েকদিন লক্ষ্য করেছি তারা বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট চালিয়েছে তাদের কোম্পানীর জন্য যেটা ফলস্বরূপ হয়তো তারা আসতে পেরেছে বাংলাদেশের সেরা ডোমেইন হোস্টিং কোম্পানির মধ্যে চতুর্থতম অবস্থানে।
আপনি যদি তাদের ওয়েবসাইটে ভিজিট করেন তাহলে অবশ্যই আপনি তাদের দেওয়া কোন না কোন অফার আপনি দেখতে পারবেন হয়তো সেটা পপ-আপ এর মাধ্যমে দেখবেন না হয়তো আবার আপনি যখন তাদের অফার পেয়ে যাবেন তখন তাদের সকল অফার সম্পর্কে দেখতে পারবেন। এখানে ক্লিক করে তাদের অফার সম্পর্কে দেখে নিন
তাদের কাস্টমার সার্ভিস আমার অনেক ভালো লেগেছে। এবং আপনার সকল সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তাদের কাস্টমার সার্ভিস এজেন্ট আপনাকে সবসময় সাহায্য করে যাবে।
5. বাংলাদেশের সেরা ডোমেইন হোস্টিং কোম্পানির মধ্যে পাঁচ নম্বরে অবস্থান করছে যে কোম্পানি সেই কোম্পানির নাম হচ্ছে exonhost.com
যদিও এই কোম্পানিটিকে আমি বাংলাদেশের সেরা ডোমেইন হোস্টিং কোম্পানির মধ্যে পঞ্চম তম স্থান দিয়েছি তারপরেও একবারের জন্যও কিন্তু আপনার ভাবা উচিত না যে এই কোম্পানিটি কোনখানে কমা!
যারা অনলাইনে কাজকর্ম করে তাদের বেশিরভাগ সময় ওয়েবসাইট প্রয়োজন হয় আর আমি একটি বিষয় লক্ষ্য করেছি যে ফেসবুকে যতগুলো অনলাইনে কাজকর্ম করার গ্রুপ রয়েছে সেই গ্রুপ গুলোতে এই কোম্পানীর নামটি সর্বপ্রথম এ বলা আছে যে আপনি যদি ডোমেইন-হোস্টিং কিনতে চান তাহলে এই কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন।
এই বিষয়গুলো জানার পর আমি একটু এই কোম্পানি সম্পর্কে রিসার্চ করলাম যে কেন যারা অনলাইনে কাজকর্ম করে তারা এই কোম্পানিটিকে রেফার করে? রিসার্চ করার পর একটি জিনিস বুঝতে পারলাম যে এই কোম্পানিটি অত্যন্ত স্বল্প মূল্যে তাদের সার্ভিসগুলো দিয়ে যাচ্ছে বাংলাদেশে। তাই সবাই এই কোম্পানির সার্ভিস নিতে আগ্রহী এবং সবাই এই কোম্পানিটিকে রেফার করছে।
হয়তো আপনি স্বল্পমূল্যের সার্ভিস মনে করে মনে করতে পারেন এই সার্ভিসটি খারাপ অথবা এই সার্ভিসটি ভালো না কিন্তু আসলে তাই নয় বরং এই কোম্পানিটি স্বল্পমূল্যে সার্ভিস দিচ্ছে বলে আজ বাংলাদেশের মধ্যে সেরা কোম্পানি গুলোর মধ্যে এটি অন্যতম।
তাছাড়া কাস্টমার সার্ভিসের দিক থেকে এই কোম্পানিটি এগিয়ে আছে আর অন্য সব কোম্পানির থেকে। এখানে ক্লিক করে তাদের সার্ভিস সম্পর্কে আরও জানুন এবং তাদের অফার গুলো দেখুন
আচ্ছা এতক্ষণ তো ডোমেইন হোস্টিং কোম্পানির সম্পর্কে রিভিউ দিলাম। যখন আপনার ডোমেইন হোস্টিং কেনা হয়ে যাবে তখন আপনার প্রয়োজন হবে একটি ওয়েব ডিজাইন কোম্পানি। তাই আমি সবসময়ই ওয়েবসাইট তৈরি করার জন্য Technodws IT Ltd কে সুপারিশ করি।
আপনি যদি আপনার ওয়েবসাইটটি তৈরি করাতে চান তাহলে এখানে ক্লিক করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার ওয়েবসাইটটি তৈরি করার সম্পর্ক। Web Design Company in Bangladesh
আজকের রিভিউটি এই পর্যন্তই। আশা করি আপনি আপনার পছন্দের ডোমেইন হোস্টিং কোম্পানি থেকে আপনার সার্ভিসটি নিতে পারবেন। পরের কোন পর্বে আপনার সাথে আবার দেখা হবে সে পর্যন্ত ভাল থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম!
আমি সাজিদুর রহমান। CEO & Co-Founder, DakPakhi LTD., Meherpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।
টেকনোলজি রিলেটেড যত কিছু এ পর্যন্ত শিখেছি চেষ্টা করে যাচ্ছি মানুষের মধ্যে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার। নিজের সম্পর্কে বলার মতো কিছু নেই তবুও একটা কিছু আছে বলে মনে হয় ! বর্তমানে লেখাপড়া করছি কম্পিউটার ডিপ্লোমায়।
এদের মধ্যে CodeforHost অনেক ভালো সার্ভিস দেয় ।