সি -প্যানেল সফটওয়্যার -পর্ব-৬

টিউন বিভাগ ওয়েব ডেভেলপমেন্ট
প্রকাশিত
জোসস করেছেন

গত পর্বে আমরা  সি -প্যানেল এর সিকিউরিটি সম্পর্কে আলোচনা করেছি আজ  আমরা সি-প্যানেলের সফটওয়্যার টুলস সেকশন নিয়ে আলোচনা করব। সফটওয়্যার টুলস বেশ কিছু ফিচারের সমন্বয়ে গঠিত। যেমন-

 

  • Cloudflare
  • PHP PEAR Packages
  • Perl Modules
  • Site Software
  • Optimize Website
  • MultiPHP Manager
  • MultiPHP INI Editor
  • WordPress Themes
  • Softaculous apps installer
  • Select PHP Version
  • Setup python App
  • Setup Ruby App

 

নিচে ফিচারগুলি সম্পর্কে আলোচনা করা হল-

Cloudflare ক্লাউডফেলার ধারাবাহিকভাবে বৃহত্তম ডিডিওএস আক্রমণগুলিকে হ্রাস করার জন্য রেকর্ড স্থাপন করেছে। এটি আপনার ওয়েব সাইটের অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল  যেমন এসকিউএল ইনজেকশন এবং এক্সএসএস আক্রমণ থেকে আপনার ওয়েবসাইটকে রক্ষা করতে পারে।

 

MultiPHP Manager এই অপশনটির মাধ্যমে আপনি  খুব সহজেই আপনার অ্যাকাউন্টের পিএইচপি কনফিগারেশন পরিচালনা করতে পারবেন।

 

MultiPHP INI Editor এটি CPANEL এর MultiPHP INI সম্পাদক আপনাকে আপনার পিএইচপি সেটিংসে কনফিগারেশন পরিবর্তন করতে সহায়তা করে। এটি MultiPHP Manager কে  সম্পূরক করে, যা আপনাকে আপনার ওয়েব সাইটের পিএইচপি সংস্করণ পরিবর্তন করে।

 

Softaculous apps installer ওয়েব হোস্টিং কোম্পানিতে ব্যবহৃত হয় এবং এটি লক্ষ লক্ষ ব্যবহারকারীকে একটি বাটন ক্লিক করে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে সহায়তা করে থাকে। এটি  অটো ইনস্টলার যা সহজেই সিপ্যানেল, প্লেস্ক, ডাইরেক্ট অ্যাডমিন, ইন্টারওয়ার্ক, এইচ-স্পিয়ারের মতো শীর্ষস্থানীয় কন্ট্রোল প্যানেলে সংহত করে।

 

Optimize Website এই ওয়েব অপশনটির মাধ্যমে আপনি জানতে পারবেন কি কারনে আপনার ওয়েব সাইটের স্পীড কম হয় বা লোড নিতে বেশি সময় নিয়ে থাকে।

 

Site Software এই অপশনটির মাধ্যমে আপনি কোন custom coding ছাড়াই খুব সহজেই একটা সাইট তৈরি ও ম্যানেজ করতে পারেন।

 

Select PHP Version এর অপশনটির দ্বারা আপনি বুঝতে পারবেন কোন content এর জন্য কোন  PHP Version Select করতে হবে।

Setup python App-  python একটি programming language। এই language লেখা প্রোগ্রামগুলি ওয়েব সাইটে run করানোর জন্য সি-প্যানেলে এই python App ইন্সটল দিতে হয়।

আজকের পর্ব  এই পর্যন্তই। পরবর্তিতে  সি-প্যানেলের বাকি পর্ব দেখার জন্য https://blog.mylighthost.com/bn/category/ বাংলা ব্লগের সাথেই থাকুন।

Level 2

আমি ছায়া ইয়াসমীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি ছায়া ইয়াসমিন । একজন Brand Promoter -MyLightHost( web hosting service provider)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস